কাদামাটির তৈরি মিষ্টি কুমড়া || ১০% প্রিয় @shy-fox এর জন্য
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও ভাল আছি। আমার পোস্টের প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠতা আমাদের "প্রিয় দাদা" সহ আমার বাংলা ব্লগের সকল সুদক্ষ "এডমিন" এবং "মডারেটরদের" । যাদের অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের ফলে আজকে আমি এত সুন্দর একটি বাঙালি কমিউনিটিতে নিজের মাতৃভাষায় স্বাধীনভাবে পোস্ট করতে পারছি। আর নিজের মাতৃভাষাই পোস্ট করতে পেরে সত্যিই আমি নিজেকে গর্বিত মনে করি।
- আজকে আমার পোষ্টের বিষয় হচ্ছে কাদা মাটির তৈরি মিষ্টি কুমড়ার ডাই পোস্ট । আপনারা যারা আমার পোস্টগুলো নিয়মিত দেখেন তারা হয়তো জানেন আমি কাদা মাটির তৈরি জিনিস অর্থাৎ ডাই পোস্টগুলো প্রতি সপ্তাহে করার চেষ্টা করি । কাদা মাটির জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে কেননা এটি আমাদের বাঙ্গালীর ঐতিহ্য তাছাড়াও ছোটবেলা থেকে আমি কাদা মাটি দিয়ে জিনিস তৈরি করতে খুবই ভালোবাসি। আপনি যদি কাদামাটি দিয়ে জিনিসপত্র তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো লাগার বিষয় হবে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি আকৃতি প্রদান করতে পারেন এটা অনেক মজার একটি বিষয়। যাইহোক বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো কিভাবে আপনারা কাদামাটি দিয়ে মিষ্টি কুমড়া তৈরি করবেন। তবে চলুন শুরু করা যাক।
◆ প্রয়োজনীয় উপকরন সমুহ
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
---|---|---|
১ | কাদামাটি | পরিমাণমতো |
১ | পানি | ১ মগ |
৩ | পাটকাঠির টুকরো | ১টি |
প্রথমে কাদামাটি গুলো হাতের মাধ্যমে ভালো করে
সেনে নিতে হবে।
এবার কাদাগুলো দুই হাতের তালুর মাধ্যমে ফুটবলের মতো অনেকটা গোল করে নিব।
এবার গোলাকৃতির কাদার মাঝখানে আলতো করে করে গহব্বর করে নিব যেমনটা ছবিতে দেখানো হয়েছে।
এবার চারি সাইডের কাদাগুলো ভিতর থেকে সামান্য পাতলা করে নিয়ে মুখটি কাদা দিয়ে আটকে দিব।
এবার হাতে পানি লাগিয়ে চারিদিক থেকে একটু মসৃণ করে নিলাম।
এরপরে কাদার মাধ্যমে মিষ্টি কুমড়ার বোটা তৈরি করে নিলাম।
এবার বোটাটি লাগিয়ে নিচ্ছি।
এরপর আমাদের একটি পাটকাঠির টুকরা প্রয়োজন হবে দাগ কাটার জন্য।
এবার পাটকাঠির টুকরা দিয়ে দাগ কেটে নিলাম।
অবশেষে তৈরি হয়ে গেল কাদামাটির তৈরি মিষ্টি কুমড়া।
মিষ্টি কুমড়াটির সঙ্গে আমার একটি ছবি।
- ১০% বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।
🫂ধন্যবাদ!!!🤵
ফটোগ্রাফার | @emonv |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | VIVO Y12 A |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
কাদামাটি দিয়ে অনেক সুন্দর একটি মিষ্টি কুমড়া বানিয়েছেন আপনি। কারুশিল্পের সুন্দর একটি নিদর্শন। এখন কুমড়াটি শুকালে শুধু একটু রং করে ফেলবেন। তাহলেই শোকেসে সাজিয়ে রাখার মত একটি শোপিস হয়ে যাবে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
জি ভাইয়া অবশ্যই রং করে ফেলব। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ♥️♥️☺️😇
কাদামাটির তৈরি মিষ্টি কুমড়াটি দেখতে খুবই সুন্দর হয়েছে ভাইয়া। এই মিষ্টি কুমড়াটি শুকানোর পর যদি রং করা হয় তাহলে দেখতে আরো বেশী ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
এবার থেকে এইসব জিনিসগুলো রং করে উপস্থাপন করার চেষ্টা করবো আপনাদের মাঝে। ধন্যবাদ আপনার সাজেশনটা দেয়ার জন্য।
ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে কাদামাটি দিয়ে মিষ্টি কুমড়া তৈরি করেছেন দারুন হয়েছে দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো
ধন্যবাদ ভাই আপনার প্রশংসনীয় মন্তব্যের জন্য। ☺️☺️♥️
টুইটার শেয়ার লিংক
আজকে তো অসাধারণ কাণ্ড ঘটিয়েছেন। কাদামাটি দিয়ে এমন কিছু তৈরি করা সত্যিই অবাক করা কান্ড। আমার তো দেখেই ভালো লেগেছে। একদম সত্যি কারের মিষ্টি কুমড়ার মত দেখতে। আপনার তৈরি করা কাদামাটির এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আরো নতুন কোনো চমক দেখব।
আমার নিজের কাছেও এই কাদা মাটির জিনিসগুলো ভালো লাগে তাই আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য ☺️♥️
আপনার তৈরি করা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনি অনেক সুন্দর ভাবে চিত্রটি সম্পন্ন করেছেন। তাছাড়া ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
বাহ ভাইয়া আপনি নতুন একটি সৃজনশীলতা আমাদের সামনে তুলে ধরেছেন। কাদামাটি দিয়ে মিষ্টি কুমড়াটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাছাড়া মিষ্টি রুটি তৈরি করার ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি জিনিস আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
এমন সৃজনশীল কাজ আপনিও চাইলে করতে পারেন খুবই সহজ ধন্যবাদ আপনাকে।
বাহ্ একদম পারফেক্ট মিষ্টি কুমড়া। কালার করে দিলে তো এখনই মিষ্টি কুমড়া টা কেটে রান্না করে খেয়ে ফেলা যাবে।হিহিহি। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ভালো লেগেছে পুরো পোস্টটি দেখে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
বাহ খুব মজার একটি কমেন্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে আপনার কাঙ্খিত।
ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসনীয় মন্তব্যের জন্য ♥️♥️😇
ওয়াও! ভাই আপনি তো খুব সুন্দর একটি মিষ্টি কুমড়ার তৈরি করলেন কাদামাটি দিয়ে, আমার কাছে বেশ ভাল লেগেছে। তবে মনে হয় শুকিয়ে ভালো করে মিষ্টি কুমড়ার কালারের রং করে নিলে কেউ বুঝতেই পারবে না যে এটি আসল না নকল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
পরেরবার থেকে আপনাদের মাঝে কোনো কিছু তৈরি করে অবশ্যই রং করার চেষ্টা করব ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।