নৌকা ভ্রমন || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ5 months ago

Picsart_24-02-28_17-33-01-133.jpg

আজ- বুধবার

ফাল্গুন ১৫, ১৪৩০বঙ্গাব্দ
ফেব্রুয়ারি, ২৮, ২০২৪ খ্রিষ্টাব্দ


সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আবার নতুন একটি পোস্ট শুরু করতে যাচ্ছি। আজকে নৌকা ভ্রমণ সম্পর্কে আমার ছোট্ট একটি পোস্ট আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমাদের কলেজ থেকে অনেকদিন যাবত বলা হচ্ছে যে প্র্যাকটিক্যাল করার জন্য হুগরা উপজেলায় নিয়ে যাওয়া হবে আসলে আমরা যেহেতু মাৎস্য ও সকল ধরনের মাছ নিয়ে পড়াশোনা করি ওই কারণে আমাদের প্রাকটিক্যাল করার উদ্দেশ্যে সবাইকে নদীতে গিয়ে নদী ভ্রমণ এবং সামান্য কিছু জরিপ করানো হবে বলে কলেজ ক্লাব কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে আমরা হুগরা উপজেলায় ভ্রমণ করতে নিয়েগিয়েছিলাম। এই এলাকাটা হচ্ছে টাঙ্গাইল জেলায় অবস্থিত এটা দেখতে যেমন সুন্দর সুনীল ঠিক তেমনি চারিদিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য।

IMG_20240222_103314_923-01.jpegIMG_20240222_092640_967-01.jpegIMG_20240222_111048_648-01.jpeg

আমাদের কলেজ থেকে প্রায় ৫০ জনের মতো আমরা বৃহস্পতিবারের দিন রওনা হলাম আমাদের জন্য দুইটা নৌকা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল সেটা ছিল হচ্ছে এনায়েতপুরে তো আমরা সকাল আটটার দিকে সবাই রেডি হয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছে গেলাম তারপরে ওখান থেকে আমাদের একটা করে ব্যাচ দেওয়া হলো এবং কে, কে উপস্থিত আছে তার একটা হাজিরা তৈরি করা হলো এবং সবকিছু ঠিকঠাক করে আমরা সবাই রওনা দিলাম। রওনা দেয়ার সময় হঠাৎ করে ছিটি ছিঁড়ে বৃষ্টি হওয়া শুরু করল তখন আমাদের রাসেল স্যার সবাইকে বলে উঠলো যে বৃষ্টি না হলে মজা হবে না এটা মনে কর একটা অ্যাডভেঞ্চার যার কারণে সকলের জোশ যেন আরো দ্বিগুণ হয়ে গেল সবাই বৃষ্টি উপভোগ করতে লাগলাম।

IMG_20240222_085327_577-01.jpegIMG_20240222_113900_904-01.jpegIMG_20240222_115703_375-01.jpeg

এমন করতে , করতে আমরা এনায়েতপুরে পৌঁছে গেলাম ওখান থেকে দুইটা নৌকাতে আমরা সকলে উঠে পড়লাম এবং উপরে ছিল একটি ছাউনি কারণ তখন টিপ ,টিপ থেকে বৃষ্টি শুরু হয়েছিল এবং কিছুক্ষণ পরে যেন মুষলধারে প্রায় বৃষ্টি হওয়া শুরু হয়েছিল তো যাই হোক যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছিল তাই আমরা সবাই নৌকাতেই বসে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি কম হবে কারণ মুষলধারে বৃষ্টি হলে নৌকা চালানোর সময় অনেকের গায়ে পানি খারাপ ভাবে সিটে পড়তে পারে তো যাই হোক ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যেও বৃষ্টি কমে গেল তখন আমরা আমাদের আসল জার্নি শুরু করলাম। এখানে সকলেই বড় ভাই এবং বোন ছিল আমরা সবাই মিলে অনেক উপভোগ করলাম।

IMG_20240222_114206_004-01.jpegIMG_20240222_100403_224-01.jpegIMG_20240222_100404_670-01.jpeg

বড় ভাইরা দলবেঁধে গান শুরু করলো এবং তার তালে তালে আমরাও গান গাইতে লাগলাম সেখানে গিয়ে সে কি আনন্দ ! একদিকে ফটোগ্রাফি করতে শুরু করলাম অন্যদিকে প্রকৃতির আবহাওয়া গায়ে নিয়ে সেটি অনুভব করতে লাগলাম সবমিলিয়ে অনেক চমৎকার একটা অভিজ্ঞতা ছিল। এই এলাকার মানুষেরা প্রায় ৯০% মানুষই নদীর উপর নির্ভরশীল এরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে কারণ যখন যাচ্ছিলাম তখন দেখলাম অনেকে মাছ ধরতেছে এবং জাল পেতে রেখেছে এবং আমাদের স্যার নিজেও এই বিষয়ে আমাদের আলোচনা করে অনেক ভালোভাবে বুঝিয়ে দিলেন তো যাই হোক এভাবে প্রায়ই চার পাঁচ ঘন্টা যাবৎ আমরা এলাকাটা ভ্রমণ করেছি এবং সবশেষে একটা ম্যামের বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল সেখানে খাওয়া-দাওয়া শেষ করে রাতের দিকে আবার বাড়ি ফিরেছিলাম অনেক চমৎকার ছিল এই আয়োজন এবং অভিজ্ঞতা।

🫂ধন্যবাদ!!!🤵


ব্লগার@emonv
ফটোগ্রাফি ডিভাইসInfinix note 11 pro
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 5 months ago 

নৌকা ভ্রমন করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা কলেজ থেকে দেখছি অনেক জন মিলে নৌকা ভ্রমন করতে গিয়েছিলেন। অনেক লোক হলে ভীষণ ইনজয় করা যায়। আশাকরি অনেক বেশি ইনজয় করেছেন। আমাদের সাথে সুন্দর মুহূর্ত গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।

 5 months ago 

নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দ। সবাই মিলে এভাবে নৌকা ভ্রমণ করার মজাই আলাদা। সবাই মিলে একসাথে গান গাওয়া যায় এবং খুব আনন্দ করা যায়। যাইহোক আপনারা মৎস্য ও সকল ধরনের মাছ নিয়ে পড়াশোনা করেন,এটা জেনে খুব ভালো লাগলো। আপনাদেরকে বাস্তব ধারণা দেওয়ার জন্য চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের টিচাররা। আনন্দ করার পাশাপাশি দারুণ অভিজ্ঞতাও অর্জন করেছেন আপনারা। তারপর ম্যামের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরেছেন। সবমিলিয়ে পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

অনেকদিন আগে তিন বন্ধু মিলে নৌকা ভ্রমণ করেছিলাম। আজকের এই পোস্ট দেখে কিন্তু সেই সুন্দর স্মৃতি মনে ভেসে উঠলো। তা আবার সুন্দর বন্ধু মন করতে গিয়েছিলাম। যাইহোক আপনার আনন্দঘন নৌকা ভ্রমণ দেখে অনেক খুশি হলাম। তবে সাবধানে থাকতে হবে। অবশ্য বৃষ্টির সময় আনন্দ একটু বেশি হয়ে থাকে নদীতে।

 5 months ago 

নৌকা ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। এই নৌকা ভ্রমণের মধ্যে যেন একটি আলাদা ভালো লাগা কাজ করতে থাকে৷ যখনই নৌকা ভ্রমন করি তখন একটি আলাদা ধরনের অভিজ্ঞতা অর্জন করি৷ আপনারা বন্ধু-বান্ধবরা সকলে মৎস্য ও সকল ধরনের মাছ নিয়ে পড়াশোনা করার ভিত্তিতে আপনাদের শিক্ষকদের উদ্যোগে খুব সুন্দর ভাবে নৌকা ভ্রমণ এর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন৷ পরবর্তীতে আপনার ম্যামের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফিরেছেন শুনে খুব ভালো লাগলো৷ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63