অভিজ্ঞতা || আমার বাংলা ব্লগ
আজ-রবিবার
আসলামুআলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও অনেক ভালো আছি আবারও প্রতিদিনের মতো নতুন একটি পোস্ট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি এই পোষ্টের মাধ্যমে আমার কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আজকের এই পোস্টটি অনেক ইন্টারেস্টিং হবে তাই আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে সবাই আশা করি অনেক আনন্দ পাবেন তবে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করা যাক।
![]() |
|---|
নতুনভাবে আজকে আমাদের এলাকায় আমার রাশিদুল ভাইয়ের নতুন একটা জলাকার খনন করা হচ্ছে নতুন বললে হয়তো একটু ভুল হবে এটা একটা পুরনো জলাকার তবে অনেকদিন যাবত মাছ চাষ করার পরে পানির ঢেউয়ের জন্য পার গুলো প্রায় ভেঙ্গে গেছে এবং এই জলাকারে প্রচুর পরিমাণে মাটিগুলো নরম হয়ে কাদাযুক্ত হয়ে গেছে যার ফলে এখানে এখন মাছ চাষ করা একটু কষ্টকর কারণ যেহেতু জলাকারের গভীরতা কমে গেছে তাই এখানে মাছের উৎপাদন টাও অনেক কম হয় তাই সে সিদ্ধান্ত নিয়েছে নতুন করে আবার খনন করার জন্য তাই আজকে তার সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে করছেন।
![]() |
|---|
আসলে উনি বয়সে আমার থেকে হয়তো বা ১০ থেকে ১২ বছরের বড় হবে তবে উনি অনেক ফ্রেন্ডলি আমার সঙ্গে ওনার বন্ডিংটা অনেক মজবুত কোন জায়গাতে যাওয়ার প্রয়োজন হলে আমি যদি ফোন করে বলি যে ভাইয়া এখানে একটু যাওয়া দরকার তাহলে উনি কাজ ফেলে আমার জন্য গাড়ি নিয়ে বের হয়ে যায় এটা আমার অনেক ভালো লাগে এবং লোকটা অনেক সরল সোজা। এই জলাকার টা আমাদের বাসা থেকে বেশি দূর নয় অনেকটা কাছেই তাই আজকে বাসা থেকেই স্কুবিটার এর শব্দ পাচ্ছিলাম এবং তখন ওখানে গিয়ে দেখি ভাইয়া জলাকার খনন করছেন তখন এই ফটোগ্রাফি টা করেছি।
![]() |
|---|
আজকের দিনটা তেমন একটা ঘুরতে পারেনি বাসাতে একটু কাজ ছিল যার জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম তবে দুপুরের পরে আমি এবং রাসেল মিলে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়া বলতে নিজের ব্যক্তিগত কাজের জন্য গিয়েছিলাম সেই ফাঁকে একটু ঘোরাঘুরি করেছি আসলে আমি যেহেতু গ্রামে বসবাস করি আমার এই প্রকৃতি উপভোগ করতে বেশ ভালো লাগে সব সময় তাজা হওয়া এবং কোন শব্দ নেই এটা আমার কাছে খুবই ভালো লাগে ।বিশেষ করে আমি গত মাসে ঢাকায় গেছিলাম ওখানকার পরিবেশ আমার তেমন একটা ভালো লাগেনি বিশেষ করে ওখানে সুযোগ সুবিধা অনেক বেশি থাকলেও পরিবেশটা তেমন একটা ভালো না এটা হয়তো বা সমস্ত ঢাকায় না আমি পুরান ঢাকায় আছি গিয়েছিলাম ওখানে বেশিরভাগ গলিতে বেশ দুর্গন্ধ ছিল তাই আর কি , সেই তুলনায় আমার গ্রাম অনেক ভালো।
![]() |
|---|
আমি এবং রাসেল গত কিছু দিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম আজকে ওই জায়গাটার কথা অনেক মনে পড়ছিল তাই ঐখানকার মুহূর্তের একটি ছবি আজকের পোস্টের সাথে জুড়ে দিলাম আশা করি আপনারা বিষয়টি অনুভব করতে পারবেন। প্রতিদিন নতুন কিছু শিখছি এবং যত বেশি ঘোরাঘুরি করি আমার মনে হয় আমার অভিজ্ঞতা তত বেশি বৃদ্ধি পায়। অনেকের সঙ্গে অনেক রকম আলাপ দেওয়া যায় এবং তাদের জীবনের অভিজ্ঞতাটুকু থেকে নিজের জীবনের সমস্যাগুলোর সমাধান করা যায় এটা আমার অনেক ভালো লাগে যাইহোক আজকে আমার জীবনের ছোট্ট একটি অভিজ্ঞতা এবং অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে।
- বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।
🫂ধন্যবাদ!!!🤵
| ফটোগ্রাফার | @emonv |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 11s |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy








