কিছুক্ষণ প্রকৃতির সান্নিধ্যে || শখের ফটোগ্রাফি || ১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য
🥰আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যেরা🥰
আমি বাংলাদেশ থেকে @emonv
আজ বৃহস্পতিবার , অক্টোবর ২০/২০২২
আসলামুআলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আজকেও আমি আপনাদের মাঝে আবারো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ।আজকে আমি অন্য দিনের মতো আবারো নতুন একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আজকে ফটোগ্রাফি করার সময় বুঝতে পারলাম যে আমাদের আশেপাশে থাকা বন জঙ্গলের মধ্যেও যে কত সুন্দর চমকপ্রদ দৃশ্য লুকিয়ে রয়েছে তা হয়তো আমাদের অনেকের অবগতই নয় যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। আসলে আজকে ফটোগ্রাফি করার অনেক শখ জেগে ছিল তবে ফটোগ্রাফি করার জন্য তেমন ভালো জায়গা পাচ্ছিলাম না তো আমাদের বাসার থেকে একটু দূরে আমার বড় ভাইয়ের মাছের পুকুর রয়েছে তো ওইখানে গেলাম কিছু ফটোগ্রাফি করার উদ্দেশ্যে তারপরে রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে অনেকগুলো ফুল গাছ চোখে বাধল এছাড়াও ছোটবেলার একটা পরিচিত পোকাও চোখে বেঁধে গেল যেই পোকাটির ফটোগ্রাফিও আজকে আমি এই পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। ছোটবেলায় এই পোকাটা নিয়ে অনেক খেলা করতাম পোকাটিকে দেখে ছোটবেলার অনেক স্মৃতিগুলো চোখের মধ্যে ভাসতে ছিল । আজকে আসলেই অনেক মজা করেছি ফটোগ্রাফি করতে গিয়ে যাই হোক আজকের ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে চোলুন দেখে আসি।
w3w locationhere
- এটি হচ্ছে কামরাঙ্গার ফুল। কামরাঙ্গার ফুল যে এত সুগন্ধি হয় এ ফুলটি না দেখলে হয়তো বা আমি বুঝতে পারতাম না কেননা কামরাঙ্গা খেতে একটু টক হয়ে থাকে তবে কামরাঙ্গার ফুল কিন্তু অনেক চমৎকার । ফটোগ্রাফি করার সময়ই আমার এটি অনেক ভালো লেগেছে।
w3w locationhere
- ছোটবেলায় এই পোকার নাম দিয়েছিলাম আমরা গান্ধে পোকা । 🥰 আসলে এই পোকার সঠিক নামটা আমার ঠিক জানা নেই তবে ছোটবেলায় আমরা এই নামেই এই পোকাটিকে আখ্যায়িত করে থাকতাম এর মূল কারণ ছিল এ পোকাটিকে একটু নাড়া দিলেই এটির গা থেকে একটা একটা গন্ধ ছাড়ে এই জন্য।
w3w locationhere
- এই ফুলটার নাম আমাদের এলাকায় সাধারণত গেট ফুল হিসেবে সবাই আখ্যায়িত করে থাকেন তবে হয়তোবা এই ফুলটির নির্দিষ্ট কোন নাম থাকতে পারে তবে এটি আমার জানা নাই। এই ফুলটি বাড়ির সামনে গেটের উপরে লাগিয়ে দেওয়া হয় এবং পুরো গেটটি এই ফুলটি আরো সুন্দর করে তোলে।
w3w locationhere
- এটি হচ্ছে চাল কুমড়া । যখন রাস্তা দিয়ে ফটোগ্রাফি করার জন্য বের হচ্ছিলাম তখন দেখি রাস্তার পাশে একটি চালের উপরে চাল কুমড়া হয়েছে তো ওটা দেখতে বেশ ভালোই দেখাচ্ছিলো ওই জন্য একটা ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিয়েন কিন্তু 🥰
w3w locationhere
- এটি হচ্ছে আমাদের মোটর ,যে মোটর দিয়ে আমরা আমাদের পুকুরে পানি দিয়ে থাকি, আসলে মাঝে মধ্যে পুকুরে পানি দেওয়া খুবই জরুরী কেননা আমাদের এদিকে বেশিরভাগ ক্যাট ফিস জাতীয় মাছ উৎপাদন করা হয় ওই জন্য এই মাছটিতে রোগ লাগার সম্ভাবনা অনেক বেশি ওই জন্য সবসময় যত্ন করে রাখতে হয়।
w3w locationhere
- এটি হচ্ছে সুস্বাদু কামরাঙ্গা। কামরাঙ্গা খেতে আমার কাছে বেশ ভালো লাগে কেননা এটি একটু টক টাইপের হয়ে থাকে এটির সঙ্গে একটু লবণ এবং সামান্য গুড়া লঙ্কা একসঙ্গে মিশিয়ে মাখিয়ে খেতে বেশ লাগে। অনেকদিন আগে এভাবে তৈরি করে খেয়েছিলাম এখনো এর স্বাদ ভুলিনি আমি ।😋
w3w locationhere
- ফটোগ্রাফি করার শেষ মুহূর্তে সূর্যটা পশ্চিম দিকের ঢলে এসেছিল, ওই সময় ভাবলাম একটা ফটোগ্রাফি করি। যাই হোক এই ঢলে যাওয়ার সূর্যের ফটোগ্রাফির মাধ্যমে আজকের ফটোগ্রাফি পোস্ট শেষ করছি । আবারো খুব শীঘ্রই নতুন ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
- বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।
🫂ধন্যবাদ!!!🤵
ব্লগার | @emonv |
---|---|
ব্লগিং ডিভাইস | Infinix hot 11s |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। আমি চাল কুমড়া কখনো এভাবে গাছে ধরে থাকতে দেখিনি। আজকে প্রথম আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। দেখে সত্যিই খুব ভালো লাগলো। এছাড়াও আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেকদিন পর কামরাঙ্গা গাছের ফুল দেখলাম। কামরাঙ্গার ফটোগ্রাফিটাও খুব সুন্দর ভাবে করেছেন।
মাধুবীলতা ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। কামরাঙ্গা ফুলের ফটোগ্রাফি আর পোকার ফটোগ্রাফিও আমার কাছে ভীষণ ভালো লাগলো। শখের ফটোগ্রাফি গুলো ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
সত্যি ভাইয়া আমাদের চারপাশে বন জঙ্গলে লুকিয়ে থাকা চমকপ্রদ দৃশ্য গুলো দেখে হয়তো আমরা অনেকেই অবগতই নয়। আপনার সকল ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।কামরাঙ্গার ফুল ও গেট ফুল দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই পোকাটির নাম আমারও জানা নেই, ছোটবেলা থেকেই শুনে আসছি এটাকে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় গান্ধে বোকা বলা হয়।
আপনার শেয়ার করা কামরাঙ্গার ফুলের ফটোগ্রাফি এবং কামরাঙ্গার ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনি গেট ফুল নামে যে ফুলটির পরিচয় দিয়েছেন সেটার অরজিনাল নাম মাধবীলতা।
আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে খুব অসম্ভব ভালো লাগলো। তবে আপনার ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগলো বাড়ির সামনেও ফুল গুলো লাগানো আছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গেটফুল বলে যার পরিচয় দেওয়া হয়েছে, ওই ফুলের নাম মাধবীলতা । একসময় বাড়ির চারিপাশে অপরিকল্পিতভাবে মাধবীলতার গাছ ছেয়ে ছিল । অন্য সময় বিরক্ত লাগলেই ফুলফোটা দেখে মন জুড়িয়ে যেত ।
কামরাঙ্গা খেলে কিডনির সমস্যা হয়, এই কথাটি মাথায় রাখতে হবে। দেখে বুঝতে পেরেছি রাকিব মামাদের গাছের কামরাঙ্গা। নতুন পাঙ্গাস চাষী স্বাগত জানাই,মোটরটা খুব সুন্দরভাবে ফিটিং করা হয়েছে। চাল কুমড়াটা বেশ মোটা হয়ে গেছে দেখছি সেই ছোট্ট দেখে এসেছিলাম। নুপুরদের বাড়ির মাধবীলতা ফুল বেশ সুন্দর ফোকাস দেয় রাস্তা থেকে। সবচেয়ে বেশি ভালো লেগেছে কামরাঙ্গা গাছে কামরাঙ্গা থাকা অবস্থায় এবার ফুল ধরেছে। সব মিলিয়ে দারুন পোস্ট সাজিয়েছো ছোট্ট ভাই।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন যা আসলে নজর কেড়েছে আমার।
আসলেই আমাদের চারপাশে অনেক প্রকৃতির সৌন্দর্য লুকিয়ে থাকে ৷ যা আমরা কখনো লক্ষ্য করি নাহ ৷ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে সত্যিই অনেক ভালো লাগলো ৷ আসলে ছোট কামরাঙ্গার ফুলের এমন ফুলের সৌন্দর্য মুগ্ধ করার মতো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷