আপনার কথাগুলো সত্যি আমার মনটা খারাপ করে দিল। ব্যাপার টা আমি নিজেও লক্ষ্য করেছি। শুধুমাত্র ওয়েটার বা ক্লিনার না আপু একজন দারোয়ান পযর্ন্ত মারা গিয়েছে। কিন্তু দেখুন তাদের নিয়ে কোন কথা নেই লেখা নেই ছবি নেই। শুধুমাত্র উচ্চ শ্রেণির মানুষদের নিয়ে দুঃখপ্রকাশ লেখালেখি। ব্যাপার টা এমন হয়ে দাঁড়িয়েছে তাদের যোগ্যতা বা অর্থ তাদের লাশের দাম বৃদ্ধি করে দিয়েছে।
সেটাই দেখুন,একজন দারোয়ান যে মারা গেলো আমরা কজন জানি!