বয়স বাড়লে কেন বন্ধু হারিয়ে যায় এটা আমি নিজেও জানি না সত্যি বলতে। তবে কথাটা একেবারে সত্য। তবে সব বন্ধুদের মধ্যে একটা স্বার্থ থাকে কথাটা ঠিক হলেও আমি পুরোপুরি আপনার সঙ্গে একমত না। কিছু বন্ধুত্ত্ব আছে যেগুলো স্বার্থের জন্য না প্রাণের টানে টিকে আছে। তবে সবাই ঐ স্বার্থের পাগল। আমাদের বয়স যতই বাড়ছে ততই বুঝছি বন্ধো ছাড়াও বাঁচা যায়।
সেভাবে বলতে গেলে আমার জীবনে নিস্বার্থ বন্ধু একজন ই আছে।তবে ওভারঅল বলতে গেলে সংখ্যাটা একেবারে ১ আর ১০০০ এত তফাৎ হয়ে যায়।
এটা ঠিক বলেছেন।