আসলেই ভাই এটা সৃষ্টিকর্তার একটা লীলাখেলা। কেউ অসহায় ভাবে জীবন যাপন করে। আবার কেউ অট্টালিকায় থাকে। কী আজব তাই না। আবার কেউ মানুষকে অত্যাচার করে আনন্দ পাই আবার কেউ সেই অত্যাচার সহ্য করে। গরীব পরিবারের ছেলেমেয়েদের অনেক সংগ্রাম করে বড় হতে হয়। বেশ চমৎকার ছিল আপনার লেখা এবং কবিতা টা দুইটাই সামঞ্জস্য পূর্ণ। ধন্যবাদ আপনাকে।।