আমার মনে হয় ভাই দিনশেষে তারা সুখী না দুঃখী এটা নিয়ে আমাদের না ভাবাই ভালো। কারণ তারা তো একটা সুখের আশায় ছেড়ে যায়। যদি তারা সেই সুখের সন্ধান পাই তাহলে তো ভালো । আর যদি না পাই তাহলে তাদের জীবন টাই পুরো আফসোসের কিন্তু হা হা।
আমিও আপনার মতো বলতে চাই আমিও তার জন্য অপেক্ষা করেছি
যেমন চাতক অপেক্ষা করে বৃষ্টির জন্য।
কবিতা টা দারুণ লিখেছেন ভাই এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আমাদের মন তো অনেক বড় অনেক উদার, আমরা চাই তারা ভালো থাকুন কিন্তু দিনশেষে তারা আসলেই কি ভালো থাকে..?? অপেক্ষা সুন্দর তবে ভুল মানুষের জন্য অপেক্ষা করাটা নিছক বোকামি ছাড়া আর কিছুই নাই। যাইহোক আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।