You are viewing a single comment's thread from:
RE: স্বরচিত কবিতা: নীরবতা। || My poetry: The Silence.
আপনার প্রথমে লেখা কথাগুলো শুনে আমার বেশ খারাপ লাগছে সঙ্গে সঙ্গে ভয়ও হচ্ছে। মূহূর্তের জন্য মনে হচ্ছে যেভাবে আছি এইভাবেই থাকব। এইসব বিয়ে সংসার এসবের মধ্যে যাব না। নীরবতা সবসময় গভীর একটা অর্থ একটা আফসোস প্রকাশ করে। যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। কবিতা টা চমৎকার লিখেছেন ভাই। দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
না ইমন ব্যাপারটা এমন নয়। সংসার ধর্ম তো করতেই হবে, তবে অবশ্যই দেখে শুনে এবং বুঝে। আর এমন মানুষ খুঁজতে হবে যার চাহিদা কম কিন্তু মানসিকতা বড়।