RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১০ এবং ১৫ স্টিম পুরস্কার (Weekly Hangout -10 & Prize)
দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটির দশটি হ্যাংআউট সম্পূর্ণ হলো। হ্যাংআউট দশেও ছিল আলোচনা বিনোদন এবং পুরষ্কারের ছড়াছড়ি। হ্যাংআউট দশে এ যাবৎ কালের আমার বাংলা ব্লগের হ্যাংআউটে সবচেয়ে বেশি সদস্য উপস্থিত ছিল প্রায় ৬০ জন। প্রতিদিনের মতো এবারেও ঠিক ৯.৩০ টাই দাদার অনুমতি নিয়ে শুরু করেন আমাদের মডারেটরের শুভ ভাই। এরপর তিনি তার নিজের মতামত ব্যক্ত করেন এরপর একে একে হাফিজ ভাই আরিফ ভাই Winkles ভাই মডারেটরের গণ তাদের মতামত বিনিময় করেন এবং আমাদেরকে পূণরায় কিছু বিষয়ে সতর্ক করেন। এরপর শুরু হয়ে স্ট্রিট ফুড রিভিউয়ের বিজয়ীদের নাম ঘোষণা। যথারীতি kingpross farhantanvir oishi001.alsarzilsiam এবং tanuja. এরপর সকল বিজয়ীদের অনূভুতি জানতে চাওয়া হয়। এরপর শুরু হয় সুমন ভাই ও তার গ্রুপের গান। নেটওয়ার্ক সমস্যার কারণে আমি গানের ও মুর্সিদ............. বাদে আর কিছুই বুঝি নাই। যাইহোক এরপর আবার শুরু হয় হাফিজ ভাইয়ের হ্যাংআউটে পোস্টে কমেন্ট বিজয়ীদের নাম। প্রতিবারের মতো সেলিনা আপু এবং রাসেল ছিল এবং সাইফুল ভাই ও রয় সজিব ভাইও ছিল এবং প্রথমবারের মতো আমি ছিলাম। এরপর যথারীতি সেলিনা আপুর কবিতা। এরপর দাদা আমাদেরকে ডেলিগেশন নিয়ে কিছু কথা বলেন। এবং বলেন ডেলিগেশন বাদ দিয়ে সেটা আপনারা নতুন একটি ডেলিগেশন প্রজেক্ট চালু করুন। এরপর শুরু হয় প্রশ্ন উওর পর্ব। এভাবেই শেষ হয় আমাদের হ্যাংআউট দশ।
এবং এখন যথারীতি আমাদের হাফিজ ভাই অতি দক্ষতার সাথে হ্যাংআউট দশ এর রিভিউ করেছেন।
সত্যি দেখতে দেখতে দশটি হ্যাংআউট হয়ে গেলো, আপনাদের উপস্থিতি এবং ভালোবাসা আামদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণীত করছে।
ধন্যবাদ ভাই। শেষ পযর্ন্ত আপনাদের সাথে থাকব।