"আমার বাংলা ব্লগ."😔 এরা কী ক্ষমা করবে আমাদের 😔। জুলাই ২৯,২০২১।

in আমার বাংলা ব্লগ3 years ago



আমার বাংলা ব্লগে,
সবাইকে স্বাগতম।



আশাকরি সবাই ভালো আছেন আমি ভালো আছি। আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি ব‍্যর্থতার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। মূলত এই ব‍্যর্থতাটা আমাদের। চলুন শুরু করা যাক। সবাই সাথেই থাকুন।



IMG_20210717_173252.jpg

w3w:
https://w3w.co/reload.rougher.impervious



কী? এখানে কিছু ছেলেদের ফুটবল খেলতে দেখা যাচ্ছে। প্রকতপক্ষে এই বিষয়টি আমাদের চোখে স্বাভাবিক মনে হবে। কিন্তু এই ছেলেদের এখানে খেলার একটি বিশেষ কারণ আছে। এইটা কোনো খেলার জায়গা না। এটা হলো আমাদের এলাকার ঈদগাহ। এখন আমাদের এলাকার ছেলেরা এখানেই খেলাধুলা করে থাকে। কারণ তাদের নির্দিষ্ট কোনো খেলার মাঠ নেই। তারা কোনো খেলার মাঠ না পেয়ে এই ছোট জায়গাই খেলাধুলা করে।

IMG_20210723_104603.jpg

w3w:
https://w3w.co/reload.rougher.impervious


এটা হলো আমাদের এলাকার ঈদগাহ ময়দান। জায়গাটা খুব একটা বড় না। এই জায়গাটি ফুটবল বা ক্রিকেট খেলার জন‍্য কোনোভাবেই উপযোগী না। কিন্তু আমাদের এলাকার ছেলেরা এখানেই খেলাধুলা করে। মূলত তারা বাধ্য হয়েই এখানে খেলাধুলা করে। তারা কখনো ক্রিকেট কখনো ফুটবল আবার কখনো বা ব‍্যাডমিন্টন এখানেই খেলে থাকে। আসলে এর জন‍্য দায়ী আমরা বা আমাদের গ্রামের প্রধানগণ। কারণ তারা এই ছেলেদের খেলাধুলার জন‍্য কোন খেলার মাঠের ব‍্যবস্থা করে দেয়নি বা সে বিষয়ে আগ্রহও প্রকাশ করেনি। এবং এই বিষয়ে তাদের সাথে কোন কথা বলতে গেলে তারা সবসময় আমাদেরকে নিরুৎসাহিত করে। এই জন‍্য বাধ‍্য হয়ে আমাদের এলাকার ছেলেরা নিজেদের খেলার ব‍্যবস্থা নিজেরাই কোন মতে করে নিয়েছে। এর জন‍্য দায়ী আমরা এবং আমাদের সমাজ ব‍্যবস্থা।



IMG_20210723_104615.jpg

IMG_20210723_104525.jpg

IMG_20210717_173455.jpg

IMG_20210717_173448.jpg

IMG_20210717_173334.jpg

w3w:
https://w3w.co/reload.rougher.impervious



ছেলেদের যে একেবারে কোন খেলার মাঠ নেই সেটা ঠিক না। আমাদের এলাকার পাশে একটি ইটের ভাটা আছে। এই ভাটার মাঠগুলো ছয়মাস খালি থাকে। এই সময়ে ছেলেরা এখানে খেলা করত। কিন্তু এ দুইবছর ইট ভাটা কতৃপক্ষ এই সময়ে এখানে ধান আবাদ করে। ছেলেদের শেষ ভরসা সেটাও আর থাকল না। এখন কথা হচ্ছে আমরা এদের কোনো খেলার মাঠের ব‍্যবস্থা করে দিতে পারলাম না। এখন এই ছেলেরা তো নিজেদের সময় কাটানোর জন‍্য মোবাইলে ইন্টারনেট বা পাবজি ফ্রী ফায়ারের মতো গেমে আসক্ত হয়ে যাবে। যা তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করবে। আবার এদের থেকে খেলধুলার ক্ষেএে আমরা কোনো ভালো ফলাফল আশা করতে পারিনা। এই দিক থেকে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা ক্রমাগত পিছিয়ে যাচ্ছি। আসলেই এর জন‍্য দায়ী করা অবশ্যই আমরা এবং আমাদের সমাজ ব‍্যবস্থা। এর জন‍্য ভবিষ্যত প্রজন্ম কী আমাদের ক্ষমা করবে? তারা এজন্য আমাদের দায়ী করবে না? অবশ্যই করবে?



cc:
@rme
@blacks
@shuvo35
@hafizullah
@rex-sumon
@amarbanglablog



Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68734.33
ETH 3745.98
USDT 1.00
SBD 3.72