"পাঠশালা" সম্পূর্ণ মুভি পর্যালোচনা. ৩ রা জুলাই ২০২১.
আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সবাইকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটি বাংলা মুভি নিয়ে কথা বলব। বলতে পারেন অনেকদিন পর একটা বাংলা মুভি আমার খুব ভালো লেগেছে। মুভিটার নাম "পাঠশালা'। এটা একটি বাচ্চা ছেলের কাহিনি। সবাই সাথে থাকবেন।
পাঠশালা মুভি সম্পর্কে কিছু তথ্য :
------- | ------- |
---|---|
মুভির নাম | পাঠশালা |
পরিচালক | ফয়সাল রেড্ডি, আসিফ ইসলাম |
গল্প | ফয়সাল রেড্ডি |
সংলাপ | ফয়সাল রেড্ডি |
সংগীত পরিচালক | পৃর্থীরাজ |
বিভাগ | ডিজিটাল |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
মুভির দৈর্ঘ্য | ১ ঘন্টা ৩৭ মিনিট |
মুক্তির তারিখ | ৩০ শে নভেম্বর ২০১৮ |
নাম | চরিএ |
---|---|
হাবিব অরিন্দ | মানিক |
কথা আক্তার তুলি | চুমকি |
নাজমুল হোসেন | কালু |
ফারহানা মিঠু | প্রধান শিক্ষিকা |
হুদা রুমি | দপ্তরি |
কাজী শাহি | বড় ভাই |
তৌফিক ইমন | গ্যারেজ মালিক |
মুভির কাহিনী :
বাংলাদেশের ছোট একটি গ্রাম। এই গ্রামেই বাস করে মানিক নামের এগারো বছরের একটি ছেলে। একবছর আগে মানিকের বাবা মারা গিয়েছে। মানিক তার মাকে নিয়েই থাকে। মানিক খুব ভালো ছেলে, লেখাপড়াও খুব ভালো। মানিক তার মাকে খুব ভালোবাসে। মানিকের বাবা মারা যাবার পর তাদের সংসারে অভাব দেখা দেয়। এতে করে মানিকের মা মানিকের এক কাকার কথা শুনে মানিককে ঢাকা শহরে কাজে পাঠিয়ে দেয়। ফলে মানিকের লেখাপড়া বন্ধ হয়ে যায়। কিন্তু মানিকের মধ্যে ছিল লেখাপড়ার প্রবল ইচ্ছা। ঢাকা শহরে এসে মানিক একটি গাড়ির গ্যারেজে কাজে লাগে। এবং পাশের একটি বস্তিতে সে থাকে। সেই বস্তিতে চুমকি নামের একটি মেয়ে তার বাবার সাথে থাকত। চুমকির বয়স দশ বছর। চুমকির সাথে মানিকের বন্ধুত্ব হয়ে যায়। এদিকে মানিক গ্যারেজে কাজ শিখতে থাকে। মানিকের কাজের আগ্রহ এবং ইচ্ছার কারণে সে খুব দ্রুতই গাড়ির প্রায় সকল সমস্যার কারণ ও সমাধান শিখে যায়। এরপর মানিকের পরিচয় হয় কালুর সাথে। কালুর বয়স মানিকের মতই। কালু একজন পকেটমার এবং ছিনতাইকারী। কালু বাধ্য হয়ে এই কাজ করতে শুরু করে। এরপর মানিক চুমকি কে সব বলে। চুমকির বাবা স্কুলের দপ্তরি হওয়াই চুমকি মানিক কে স্কুল থেকে বই খাতা কলম এগুলো চুরি করে এনে দেয়। মানিক বাড়িতেই লেখাপড়া শুরু করে।একদিন হঠাৎ মানিক খবর পায় তার মা খুব অসুস্থ। এর জন্য সে ভাবে তার মাকে ঢাকা নিয়ে আসবে এবং ভালো চিকিৎসা করাবে। কিন্তু এতো টাকা মানিক কোথায় পাবে। তখন কালু মানিককে তাদের বড় ভাইয়ের কাছে নিয়ে যায়। বড় ভাই এই এলাকার সকল ছিনতাইকারীর প্রধান। মানিক টাকার জন্য তাদের দলে নাম লেখাতে বাধ্য হয়। এরপর মানিক খবর পাই তার মা মারা গেছে😔। এরপর সে খুব ভেঙ্গে পড়ে। এবং কালুকে গিয়ে বলে সে এখন আর এই কাজ করবে না। কারণ তার আর টাকার দরকার নেই।তার মা মারা গেছে। এরপর মানিক চুমকির বাবাকে বলে আমাকে স্কুলে ভর্তি করে দেন। ঘটনাচক্রে চুমকির বাবা মানিককে স্কুলে ভর্তি করে দেয়। এবং মানিক লেখাপড়া করতে থাকে। এবং কালু ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। এভাবেই মুভিটা শেষ হয়।
সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ💖💖💖.
মুভি লিংক:
https://www.bongobd.com/bn/watch?v=HFjFFelKSNu
এই মুভিটি দেখে তুমি কতটা স্যাটিসফায়েড। সেটা রেটিং এর মাধ্যমে প্রকাশ করা উচিত ছিল মুভি রিভিউ এর শেষ প্রান্তে ।
তবে অসাধারন প্রচেষ্টা । তোমার প্রচেষ্টা দেখে ভালো লাগলো। ভালোভাবে কাজ করার চেষ্টা করবে ।সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখবে ।?
১০০% ইউনিক পোস্ট করার জন্য তোমাকে ধন্যবাদ।
ঠিক আছে।
এই মুভিটার নাম শুনেছি কিন্তু দেখা হয়ে ওঠেনি। আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে দেখতে হবে।
নিশ্চয়ই ভালো মুভি দেখতে পারেন।