শহরের উষ্ণতম দিনে( শেষ পর্ব)।।

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ৩ রা জুন, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



IMG_20230520_210055.JPG



বাসায় গিয়েই দেখি অদিতির টেক্সট আমি বাড়িতে পৌছে গেছি। তোমার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগল। সত্যিই অনেক অবাক হলাম তুমি এখনো আমাকে ভালোবাসো। এখনো আমাকে পাওয়ার জন্য সব কিছু করতে প্রস্তুত তুমি। কিন্তু আমি আর চাই না তোমার জীবনে ফিরে যেতে।

টেক্সট গুলো যেন ওর গম্ভীরতা প্রকাশ করছিল। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। দুজনের কথা চলল অনেক রাত পযর্ন্ত। পরের দিন আবার অফিস আছে সেজন্য ঘুমিয়ে পড়লাম। রাতে দেরীতে ঘুমানোর জন্য সকালে উঠলাম দেরীতে। উঠেই দ্রুত ফ্রেশ হয়ে অফিসে চলে যায়। কিন্তু আমার মন পড়ে আছে অন্য জায়গাই। গতকাল মূহুর্ত্তের জন্য মনে হয়েছিল কলেজ লাইফের আমার অদিতি কে আমি আবার ফিরে পেয়েছি। কিন্তু মূহুর্ত্তের মধ্যেই আমার আশা ভঙ্গ করে দেয় অদিতি নিজেই। তবে আমি আশাবাদী এখনো,ও আমাকে এবার ফেরাবে না। অফিসে বেশ ব‍্যস্ত সময় পার করছি। হঠাৎ ফোনে একটা টেক্সট আসলো অদিতি পাঠিয়েছে টেক্সট টা। " ভালো থেক আমি বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের আর কখনো দেখা হবে না। আমার ঢাকা আসার কারণ একটাই ছিল তোমার সঙ্গে দেখা করা সেটা শেষ হয়েছে। আর হ‍্যা আমার আশায় থেক না। আমি তোমার যোগ‍্য নই। ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও।

অদিতির এইরকম টেক্সট দেখে সঙ্গে সঙ্গে ফোন দিলাম। কিন্তু ফোন ধরল না। পরবর্তীতে আবার দিলাম। বেশ কয়েকবার দেওয়ার পর ফোন ধরল। জিজ্ঞেস করলাম তুমি কী সত্যি চলে যাচ্ছ। এখন কোথায় আছ তুমি। বলো আমি আসছি।


bridge-gc9da6bc73_1920.jpg

Source


ওপাশ থেকে উওর আসলো এসে কী করবে। কিছুক্ষণ পর আমার ট্রেন। কথাটা শোনা মাএই অফিস থেকে বের হয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। পুরো গ্রীষ্মকাল রাস্তায় রোদ তাপমাত্রা প্রায় ৪০° ছুই ছুই অবস্থা। তার মধ্যে ট্রাফিক জ‍্যাম। অন‍্যদিকে ওর ট্রেনের সময় হয়ে আসছে। যে করেই হোক আমাকে পৌছাতে হবে।

অনেক ঝামেলা চড়াই উতরাই পেরিয়ে স্টেশনে চলে গেলাম। কিন্তু স্টেশন টা অনেক বড়। কোথায় খুজব। অন‍্যদিকে মাএই একটা ট্রেন এসেছে অনেক লোক বের হচ্ছে। সেজন্য গেট দিয়ে ঢুকতে বেশ সমস্যা হচ্ছিল। স্টেশনে ঢুকে প্রথমে কয়েকটা প্লাটফর্ম ওকে খুজলাম কিন্তু পেলাম না। অদিতি কে ফোন দিলাম কিন্তু লাভ হলো না। ও ফোন ধরবে না। হঠাৎ দেখি ৬ নাম্বার প্লাটফর্মের ট্রেন টা হুইছেল দিল। ওটা এখনি স্টেশন ছাড়বে। কোনোরকম দৌড়ে চলে গেলাম। আমি জানি এই ট্রেনেই অদিতি ফিরছে। দৌড়ে গিয়ে শেষ কামড়া থেকে শুরু করলাম ওকে খোঁজা। কিন্তু অদিতি কোন কামড়ায়। হঠাৎ ট্রেন টা চলতে শুরু করল। আমিও নেমে পড়লাম। নেমেই চোখে পড়ল পাশের কামড়ার দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে অদিতি। ও যেন আমার অপেক্ষায়ই ছিল। যতক্ষণ দেখা গেল আমার দিকে তাকিয়ে ছিল ও। খেয়াল করলাম ওর চোখেও পানি......।

শীতের এক সকালে ক‍্যাম্পাসে ওকে দেখেছিলাম। তারপর কত স্মৃতি কত ভালোবাসা। কিন্তু গ্রীষ্মকালের এক উষ্ণ দুপুরে ওকে হারিয়ে ফেলি জীবন থেকে। আজ আবার এই শহরের উষ্ণতম দিনে ওকে আবার হারালাম। আমার মাথার উপরের সূর্যটাও যেন নিজের শক্তি দেখাতে ব‍্যস্ত। আকাশ কৃপনতা করছে সঙ্গে আমার চোখের পানিও। শহরের উষ্ণতম দিনটাই আসে যেন প্রিয়জনদের হারানোর জন্য।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61739.92
ETH 2432.22
USDT 1.00
SBD 2.65