আপনি ব‍্যর্থ মানে অন্য কেউ সফল।।

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ২৩ ই, অক্টোবর ২০২২।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



failure-g492e00990_1920.jpg

Source



পৃথিবীটা গোলাকার এটা আমরা সবাই জানি। এর পাশাপাশি আমাদের মানুষের মধ্যে সম্পর্কগুলো এক অপরের সঙ্গে যুক্ত। হয়তো কিছু আমরা জানি আবার কিছু আমাদের অজানা। এটা গভীর একটা থেকে থিওরী। একটু গভীরভাবে ভাবলে উওর পাওয়া যাবে। যাইহোক আজ আমি পাওয়া না পাওয়া হতাশ সফলতা এসব নিয়ে কিছু কথা বলব। কথাগুলো বেশ কিছুদিন ধরে মনের মধ্যে উঁকি ঝুকি মারছে। তাই ভাবলাম আর কতদিন। এবার এলোমেলো চিন্তাগুলোকে ভাষার রুপদান করে মন থেকে বিতাড়িত করে দেয়। আপনার আমার জীবনের প্রথম লক্ষ্য কী থাকে বলেন তো? অবশ্যই জীবনে সফলতা অর্জন করা। বড় কোনো পর্যায়ে যাওয়া পরিবার সমাজ নিয়ে সুখে থাকা। এতটুকুই একজন স্বাভাবিক মানুষের চাওয়া। তবে এর বাইরেও আছে। একটা সহজ কথা সফলতার কোনো মাপকাঠি নেই। এটা নির্ভর করে আপনি কতটুকু তে খুশি হতে পারছেন তার উপর।

একবার ভাবুন একজন দিনমজুর দিনশেষে তার মজুরি পেলে সেটা দিয়ে পরিবারের খরচ চালায় এবং সে বেশ খুশি থাকে। আবার একজন মধ‍্যবৃও ব‍্যক্তি মাস শেষে চাকরির যে বেতনটা পাই সেটা দিয়ে কষ্ট করে চলে এবং দিনিশেষে চেষ্টা করে খুশি থাকার। আবার একজন কোটিপতি তার লাইফ স্টাইল তো আলাদা। দিনশেষে সে নিজেও চেষ্টা করে একটু শান্তিতে থাকার একটু খুশি থাকার। তাহলে তিন জনের উদ্দেশ্য কিন্তু এক। পার্থক্য শুধু কে জীবন যুদ্ধে কতটা সফল এবং কে কতটুকু তে খুশি। তিনজনই সফল। দিন মজুরের সফলতা দিনশেষে মজুরির টাকা টা নিয়ে ঘরে ফেরার মধ্যে। মধ‍্যবৃওের সফলতা এই যদি একটু বেশি সঞ্চয় করা যায় তার মধ্যে। এবং কোটিপতির সফলতা সে কীভাবে আরও সম্পদের মালিক হবে তার মধ্যে। তিনজনই সফল হতে চাই। কিন্তু তাদের সফলতার মাপকাঠি ভিন্ন তাদের খুশির পরিমাণের উপর। আশাকরি ব‍্যাপারটা বুঝাতে পেরেছি আপনাদের।।


people-g7df12d5ec_1920.jpg

Source


আচ্ছা পৃথিবীতে আমরা সবাই চাই সমাজে একটা ভালো অবস্থান। সেটা টাকা পয়সা চাকরি ব‍্যবসা সম্মান যেকোন দিক থেকে হোক না কেন তাই তো। কিন্তু আমরা যে সবসময়ই সফল হব ব‍্যাপারটা এমন না। সফল এবং ব‍্যর্থতা মুদ্রার এপিট ওপিট। আপনি যখন সফল হবেন আপনার বিপরীতে যে লোকটা থাকবে সে কিন্তু তখন ব‍্যর্থ হবে। আবার আপনি যখন ব‍্যর্থ হবেন আপনার বিপরীতে যে মানুষ টা থাকবে সে সফল হবে। সবকিছু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আচ্ছা একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি একটা কোম্পানিতে ভালো অবস্থানে চাকরি করেন। প্রতিমাসে বেশ ভালো পরিমাণ অর্থ বেতন পান। কিন্তু কোনো কারণে আপনার চাকরি টা চলে গেল বা আপনি ছেড়ে দিলেন। তখন ঐ অবস্থানে বা পদে কেউ না কেউ তো নিয়োগ হবে। তাহলে কী দাঁড়ালো আপনার চাকরি ছেড়ে দেওয়া বা আপনার চাকরি চলে যাওয়া আপনার জন্য ক্ষতিকর হলেও অন্য কারো জন্য সেটা ভালো।

আপনার অবস্থানে যে লেগেছে তার হয়তো খুব প্রয়োজন ছিল চাকরিটা। এক্ষেত্রে সে হবে সফল এবং আপনি হবেন ব‍্যর্থ বা হতাশ। ঠিক এর উল্টোটা আপনার সঙ্গেও ঘটতে পারে। আবার ধরুন আপনি যাকে পছন্দ করেন বা ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না। সেজন্য আপনি নিদারুণ কষ্টে দিন অতিবাহিত করছেন। একবার কী ভেবে দেখেছেন হয়তো আপনার জন‍্যও কেউ এইভাবে দুঃখ পাচ্ছে কষ্টে দিন পার করছে। হ‍্যা পৃথিবী টা এইরকমই। প্রতিটা ঘটনা একটা অন্য টার সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু আমরা সেটা জানি না বা বুঝি না। অবশ‍্য এর একটা সহজ সমাধান বা কথা আমাদের জানা আছে। যেটা আমরা সর্বদা বলে থাকি নিজের হৃদয় কে শান্ত করি। কী সেই কথাটা বলেন তো? সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন‍্যই করেন। দিনশেষে এটা যারা মেনে নেয় তারাই সফল। তারা কখনোই হতাশ হবে না। নিজের কাজ ঠিকমতো করুন সৃষ্টিকর্তা আপনার অবস্থানে ঠিক পৌঁছে দেবে।।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_-akkhy.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  
 2 years ago 

সুন্দর বলেছেন ভাইয়া😊।থিওরিটা ভাল্লাগছে।আপনার চিন্তাভাবনা তারিফের যোগ্য।
আসলেই সফলতার মাপকাঠি বলতে কিছু হয়না।নিজ নিজ গোল আচিভ করতে পারাটাই ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সফলতা।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে আমাদেরকে এই লজিকটা বুঝিয়ে দিয়েছেন। খুব ভালো লেগেছে আপনারা বিশ্লেষণটা। যেমন দিনমজুর , মধ্যবিত্ত এবং কোটি ওয়ালা ব্যক্তিরও সকলের প্ল্যান কিন্তু একটাই সুখে থাকা শান্তিতে থাকা কিন্তু একেকজনের কর্মকাণ্ড এক এক রকম। পুরো পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনাকে ধন্যবাদ সুন্দর এ পোস্টটির জন্য।

এই মহাবিশ্বের প্রতিটি বস্তুর মাঝেই একটা সংযোগ রয়েছে। সফলতা এবং ব্যর্থতা তারই দুটি অংশ মাত্র। এখানে কেউ জিতবে তো কেউ হারবে। আবার হারা মনে পিছিয়ে যাওয়াও নয়। কখনো কখনো হার দিয়েই সফলতার প্রথম সিঁড়িতে পদার্পণ করা যায়। আর যেটা পুরোটাই নির্ভর করে একটা মানুষের ব্যক্তিত্বের উপর। আসলে এই ধরনের কথাবার্তা গুলো যুক্তি দিয়ে অনেকভাবেই উপস্থাপন করা যায়। ভালোই লাগলো আপনার বাস্তব জীবন নিয়ে সংক্ষিপ্ত একটা পর্যালোচনা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64105.03
ETH 2757.74
USDT 1.00
SBD 2.66