দ্বিতীয় সেমিষ্টারের বিরিয়ানি।

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার,১০ ই , সেপ্টেম্বর,২০২২।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



IMG-20220323-WA0008.jpg



সে বহুদিন আগের কথা। এই ২০২১ সালের শুরুতে। ২০২০ সালের মার্চ মাসে করোনার জন্য ঐযে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো সঙ্গে সঙ্গে বন্ধ হলো লেখাপড়া। ২০২০ সালটা এভাবেই গেল। ২০২১ সালের শুরুতেই আমাদের পরীক্ষার রুটিন দেয়। মানে বাংলাদেশের অন্য শিক্ষা প্রতিষ্টান বন্ধ হলেও আমরা কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছিলাম। হঠাৎ করে যখন পরীক্ষার রুটিন দিয়েছিল তখন অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ে। কেউ কেউ তো নিজের বই হারিয়ে ফেলেছিল হি হি। তবে করোনার তান্ডব একটু কমতেই আমি এবং আমার কিছু বন্ধু পড়া শুরু করেছিলাম এক ভাইয়ের কাছে। আমরা ম‍্যাথমেটিক্স-2 টাই পড়তাম। তো রুটিন দেখে আমাদের খুব একটা হতাশ হয়নি। কিন্তু অনেকে ভেঙে পড়ে এই অল্প সময়ে কী করে কী করবে। যাইহোক তো একদিন আমার বন্ধু লিখন বলছে ইমন তুই তো করোনার মধ্যে ম‍্যাথ পড়েছিস তুই তো মোটামুটি সব চ‍্যাপ্টারই পারিস। আমাকে শিখিয়ে দিবি কয়েকটা চ‍্যাপ্টার যেন আমি পরীক্ষায় পাশ করি। আমি বললাম ঠিক আছে আসিস।



IMG_20220909_153538.jpg

IMG_20220909_153532.jpg



এরপর থেকে লিখন কোনোদিন সকালে কোনোদিন দুপুরে আমার বাড়ি আসতো। তো আমি ওকে গুরুত্বপূর্ণ চারটা চ‍্যাপ্টার এর ম‍্যাথ শিখিয়ে দেয় মানে আমি যতটা পারতাম। তো লিখন তখন বলেছিল ইমন আমি যদি ম‍্যাথে পাশ করি তোকে বিরিয়ানি ট্রিট দিব। আমি বললাম ঠিক আছে। সময়মতো পরীক্ষা হলো রেজাল্ট দিল লিখন বেশ ভালো ফলাফল করেছিল সব সাবজেক্টে। এবং ম‍্যাথে বেশ ভালো মার্ক তুলেছিল। তো তারপর প্রায় দেড়বছর হয়ে গেছে লিখন এখন পযর্ন্ত আমাকে সেই বিরিয়ানি খাওয়াই নাই। আমি বেশ অনেকবার বলছি কীরে আমার বিরিয়ানি ট্রিট কোথায়। ও বলে ভাই দিব এখন হাতের অবস্থা ভালো না। যদিও গার্লফ্রেন্ডকে নিয়ে প্রায়ই রেস্টুরেন্টে যায় সে খবর আমার কানে আসে আবার ছবিও আপলোড দেয়। লিখন ছেলেটা একটু টাউট আছে তবে বন্ধু হিসেবে ওর তুলনা হবে না। এটা তো গেল আগের ঘটনা। এবার বর্তমানে আসি।।



IMG_20220909_160934.jpg

IMG_20220909_160931.jpg



আমাদের পঞ্চম পর্ব সেমিষ্টার ফাইনাল চলছে। আর মাএ দুইটা পরীক্ষা আছে। বুধবার রাতের কথা। লিখন হঠাৎ আমাকে টেক্সট করে বলে ইমন আছিস। আমি বললাম হ‍্যা বল কী হয়েছে। লিখন বলছে ও মোটামুটি সব সাবজেক্ট ভালো পরীক্ষা দিয়েছে। তবে পরবর্তী দিন যে পরীক্ষা একাউন্টিং থিওরী এন্ড প্রাকটিস। ওটাতে অনেক ম‍্যাথা আছে ও কিছুই পারে না। বলল যদি দুই একটা ম‍্যাথ শিখিয়ে দিতি। আমি প্রথমে রাজি হয়নি কারণ পরীক্ষার মধ্যে। পরে ও বলল বেশি সময় নিব না একদিন। পরে আমি বললাম ঠিক আছে আসিস। ও গতকাল দুপুরের পর আসলো। একাউন্টিং সাবজেক্ট জীবনে এই প্রথম একেবারেই নতুন। তবে মোটামুটি জাবেদা, নগদান বই, চূড়ান্ত হিসাব, রেওয়ামিল এগুলো পারি। যাইহোক লিখন আসলো। ওকে বললাম জাবেদা এবং নগদান বইটা সহজ আছে এটা শেখ পরীক্ষায় আসবে এবং পারবি।।

মোটামুটি আমার যতটুকু ক্ষমতা ছিল আমি ওকে শেখাইছি। এবং ওর কিছু প্রশ্ন থেকে আমারও অনেক কিছু ক্লিয়ার হয়েছে। তো পড়া মোটামুটি শেষ। সেই মূহুর্তে লিখন বলছে ইমন আমি যদি এই সাবজেক্ট পাশ করে যায় তোকে ট্রিট দেব। শুনে আমি হেসে ফেললাম। বললাম মনে আছে দ্বিতীয় সেমিষ্টারের কথা। আমারে বলেছিলি বিরিয়ানি ট্রিট দিবি। সেটা এখন পযর্ন্ত দিস না দেড় বছর হতে চলল। আর তুই এটার ট্রিট দিবি এটা আমাকে বিশ্বাস করতে বলিস। লিখন বলছে ভাই দুইটা একবারে দিয়ে দেব। শুনে বেশ কিছুক্ষণ হাসলাম। কথায় আছে না আশায় বাঁচে চাষা। এখানে লিখনের ট্রিট এর আশায় না হয় আমি থাকলাম অপেক্ষায়। মনে হলো আপনাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করি। আচ্ছা বলুন তো আপনাদের কী মনে হয় লিখন কী আমাকে ট্রিট দেবে। না এবারেও ঝুলিয়ে রাখবে।।



-----------
ফটোগ্রাফার@emon42
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y91C
সময়সেপ্টেম্বর,২০২২


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_-akkhy.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  
 2 years ago 

দারুন ছিল আপনার দ্বিতীয় সেমিস্টারের বিরিয়ানি গল্পটি, পড়ে বেশ ভালো লাগলো। আর আপনার গল্প পড়ে বুঝতে পারছি আপনি মেথ খুব ভালো পারদর্শী। তবে একটা কথা খুবই ভালো লাগলো "আশায় বাঁচে চাষা"। তবুও দেড় বছর পর আবারও হয়তো আরো দেড় বছর অপেক্ষা করতে হবে দুটো ট্রিট একসাথে পাওয়ার জন্য হাহাহা।

 2 years ago 

করোনার সময় অনেক ছাত্র-ছাত্রীদের পড়ালেখা ব্যহত হয়েছে। যাই হোক আপনার আর আপনার বন্ধু লিখনের বিরিয়ানি ট্রিটের পোস্ট পড়ে খুব মজা পেয়েছি। প্রথম বার কথা দিয়েও খাওয়ায় নি এবং তারপর দ্বিতীয় বারও কথা দিয়ে খাওয়ায়নি। কাজটা লিখন ভাই ভাল করেনি। হাহাহা। তবে এইটুকু বুঝেছি আপনাদের মধ্যে ভাল বন্ধুত্ব আছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া দ্বিতীয় সেমিস্টারের বিরিয়ানি গল্পটি পড়ে। করোনার কারণে সত্যি সবার অনেক পড়াশোনার ক্ষতি হয়েছে। যাই হোক পুরো পোস্টটি পড়তে পেরে সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

 2 years ago 

না, লিমন এবার ও আপনাকে ট্রিট দেবে না। এই জাতীয় ট্রিটগুলো যদি মিস হয় তাহলে আমার মেজাজ একেবারে নষ্ট হয়ে যায়। আপনি তো সেকেন্ড টাইম আবার হেল্প করেছেন, আমি হলে ককখনোই করতাম না.. হি হি হি। ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41