রহস্যগল্প: 🏡রহস্যময় বাড়ি-শেষ পর্ব🏡। ১০% বেনিফেসিয়ার @shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ ১৩ ই সেপ্টেম্বর,২০২১

আমি @emon42বাংলাদেশ🇧🇩 থেকে



আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমার বাংলা ব্লগে আমার নতুন আরেকটি পোস্টে আপনাদের কে স্বাগতম। আজ আমি আমার লেখা গল্প রহস‍্যময় বাড়ি এর দ্বিতীয় এবং শেষ পর্ব আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের ভালো লাগবে। সবাই সাথেই থাকবেন। এই ১০ % বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।



villa-3237114_1920.jpg

ছবিটি pixabayথেকে নেওয়া হয়েছে।

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

রহস‍্যময় বাড়ি - শেষ পর্ব

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

এরপর পুলিশের তদন্ত শুরু হলো।এবং প্রাণী বিভাগ থেকে এসে প্রাণী গুলোকে নিয়ে যাওয়া হলো। অনেকদিন এভাবে তদন্ত চলল। এরপর অনেক কষ্ট করে অনেক দিন পর প্রায় তিন মাস পর পুলিশ জোনাথন কে ধরতে সক্ষম হয়। পুলিশ তখন জনাথন কে বলে ঘটনা কী বল? জনাথন ততদিনে তার নাম বদলে নিয়েছে। তার নাম এখন পিটার। এখন তার অনেক সম্পদ টাকা-পয়সা। এরই মধ্যে পুলিশ বলে তাইলে জনাথন কোথায় গেল?কিন্তু পুলিশের সোর্স তো ভুল তথ্য দিতে পারেনা। পরে পুলিশ জানতে পারে জনাথনই তার নাম পাল্টিয়ে পিটার রেখেছে। এবং সে এখন অনেক সম্পত্তির মালিক। শুরু হলো পুলিশের জেরা! একে একে অনেকটাই স্বীকার করে নিল জনাথন। বলল সে এবং তার একজন সহযোগী মিলে খুন করেছে ভুবনবাবুকে। এবং তার মৃত্যুতে তারা ব্যবহার করেছে এক ধরনের বিষ। এবং যেন কেউ তাদের সন্দেহ না করে এজন্য তার শরীরের উপর বিষাক্ত সাপ এবং মাকড়সা ছেড়ে দিয়ে যায়।

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

diamond-1199183_1920.jpg

এই ছবিটি Pixabayথেকে নেওয়া হয়েছে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

মূলত জনাথন ভুবনবাবুর কাছে কাজে আসে ভুবন বাবুর বাল্যকালের বন্ধু আশিষের কথা অনুযায়ী। আশিষ জনাথনকে শিখিয়ে-পড়িয়ে ভুবন বাবুর এখানে পাঠায়।

ভুনবাবু অনেকদিন আফ্রিকা ছিল। আফ্রিকা থেকে আসার সময় সে কিছু দূর্মূল্যের হিরে নিয়ে এসেছিল। আদিবাসীদের সাথে ভুবনবাবুর খুব ভালো সম্পর্ক হয়ে যায়। মূলত আদিবাসীরা তাকে উপহার দেয় দূর্মূল্যের হিরে গুলো। এর দাম প্রায় কয়েক কোটি টাকা। এই কথা দেশে আসার পরে ভুবনবাবু তার বন্ধু আশিষ কে জানাই। ভুবন বাবু এগুলো রক্ষা করতে চাইছিল। কিন্তু এগুলো সরকারকে ফাঁকি দিয়ে নিয়ে আসা। সুতরাং সে ব‍্যাংকে রাখতে পারছে না। অন‍্যদিকে বাড়িতে রাখলে চোর ডাকাতের ভয়। এসব কিছু শুনে আশিষ ভুবন বাবুকে বুদ্ধি দেয় এগুলো চোর-ডাকাতের হাত থেকে রক্ষা করতে হলে তুই এই বিষাক্ত প্রাণীগুলো তোর বাসায় পালন কর। এতে করে ভয়ে সেই রকম কোনো মানুষ তোর বাড়িতে আসবে না। আশিষের কথামতো ভুবনবাবু সেটাই করে। কিন্তু ভুবন বাবু জানত না জনাথন আশিষের পাঠানো লোক। এবং জনাথন একাধিক বার হিরে গুলো চুরি করতে যায়। কিন্তু ব‍্যর্থ হয়। আশিষ জানত ভুবনবাবু ওগুলো কোথায় রাখে। ঘটনার দিন রাএে আসিস এবং জনাথন মিলে হিরেটা চুরি করে।কিন্তু ইতিমধ্যে ভুবনবাবু সব টের পেয়ে যায়। কোনো উপায় না দেখে তারা একধরনের বিষ প্রয়োগ করে ভুবন বাবুর শরীরে। মূলত তাদের আগেই পরিকল্পনা ছিল আমরা হিরে চুরি করে চলে আসব। কিন্তু যদি ভুবন ঠিক পেয়ে যায় তাহলে বিষ প্রয়োগের মাধ্যমে ওর মৃত্যু নিশ্চিত করব। বিষ প্রয়োগ করে হত‍্যার মূল উদ্দেশ্য ছিল আশিষ ভেবেছিল হয়তো লোকজন ভাববে এই প্রাণীগুলোর বিষক্রিয়ায় ভুবনের মৃত্যু হয়েছে। কিন্তু সম্পূর্ণ সত্যটাই প্রকাশ হয়ে যায় পুলিশের কাছে। এরপর পুলিশ যথারীতি জনাথন এবং আশীষ কে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করে।পরিশেষে হিরে গুলো চলে যাই সরকারের কোষাগারে। এবং তিনটি জীবন ঝরে যায় অকালে। লোভি হয় সবকিছুর কাল।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png



সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

Sort:  
 3 years ago 

গল্পটি খুবই ভালো লিখেছেন ভাই। জনাথন মনে করেছে পালিয়ে গিয়ে ও বাঁচতে পারবে কিন্তু এটা তার বোঝা উচিত ছিল যে ওই বাড়িতে ওরা দুজন ছাড়া আর কেউ ছিল না এক জনের কিছু হলে আরেক জনকেতো পুলিশ খুজবেই। যায় হোক গল্পটা অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপু গল্পটা পড়ে এতো সুন্দর মন্তব‍্যের জন্য।।

 3 years ago 

ভাইয়া গল্পটা অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে গল্পের মাঝে একটি শিক্ষা লুকিয়ে আছে। তা হলো কখনোই কাওকে অতিরিক্ত বিশ্বাস করতেই নেই।এইযে গল্পের ভুবনবাবুর এতো বড় ক্ষতি হলো শুধুমাত্র অতিরিক্ত বিশ্বাসের কারণেই।
খুব ভালো হয়েছে লিখা। 🥰

 3 years ago 

হুম আপু আপনি যথার্থই বলেছেন। এবং গল্পের মূল বিষয়টি আপনি খুব ভালো বুঝেছেন। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব‍্যের জন্য।

অনেক সুন্দর ভাবে দুটি পর্ব উপস্থাপন করেছেন।খুব সুন্দর হয়েছে সম্পূর্ণ গল্পটা।রহস্যময়ী বাড়িটি নিয়ে আপনি অনেক সুন্দর উপস্থাপনা করেছেন।

তার মৃত্যুতে তারা ব্যবহার করেছে এক ধরনের বিষ। এবং যেন কেউ তাদের সন্দেহ না করে এজন্য তার শরীরের উপর বিষাক্ত সাপ এবং মাকড়সা ছেড়ে দিয়ে যায়।

ক্রিটিক্যাল বুদ্ধিরে ভাই।অনেক সুন্দর সুন্দর কাহিনী রয়েছে গল্পটিতে।অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই সম্পূর্ণ গল্পটা পড়ে এতো সুন্দর একটি গঠনমূলক মন্তব‍্যের জন্য।।

 3 years ago 

জনাথন এরমটা করবে সেটা সত্যিই আশ্চর্যের। তবে ফন্দিটা দারুন ছিলো। বিষ প্রয়োগ করে গায়ে বিশাক্ত সাপ ছেড়ে দারুন ভাবে গুছিয়ে আনলেও। পালিয়েই যত বিপত্তি। শেষ পর্যন্ত টান টান ছিলো

 3 years ago 

ধন্যবাদ দাদা গল্পটি পড়ে সুন্দর একটি মন্তব‍্যের জন্য।।

 3 years ago 

প্রথম থেকেই পড়লাম। বেশ ভালো লাগলো। 🤗

 3 years ago 

🙂🙂🙂🙂

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 65837.38
ETH 2629.05
USDT 1.00
SBD 2.67