কবিতা : প্রাক্তন👰👰। ১০% বেনিফেসিয়ারি @Shy-fox এর জন্য।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। এর আগে আমি আমার প্রথম কবিতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ আমি আমার আরেকটি কবিতা আপনাদের সাথে শেয়ার করব। কবিতাটির নাম প্রাক্তন। কারো এক প্রাক্তনের কথা ভেবে কবিতা টা আমার মাথায় আসে। আর এটা যেহুতু আমার দ্বিতীয় কবিতা সবাই ভূল ভ্রান্তিগুলো মাপ করবেন। তো চলুন শুরু করা যাক। এই পোস্টের ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।
প্রাক্তন।
মোর মনের গভীরতায়
কিন্তু প্রাক্তন তুমি এখন
শুধু আমার অতীতের চিন্তায়।
কত রাত কত দিন জেগেছি
শুধু তোমারই চিন্তায়।
কিন্তু এখন ঠিক বুঝি
সেগুলো সবই ছিল
শুধু সময়ের অপচয়।
তুমি হয়তো অঞ্জন দওের
বেলা বোস নও।
কিন্তু হতে পারতে
যদি বেলার মতো অপেক্ষা করতে।
না হতে পার তুমি
রাহুল দেব বর্মণের রুবি রায়।
কিন্তু তুমি সবসময়ই
ছিলে আমার কবিতার পাতায়।
এখন নিজেকে পাগল মনে হয়
তোমাকে নিয়ে ভাবনার
কথাগুলো মাথায় যখন আসে যায়।
তুমি গিয়ে কিন্তু আমার
কোনো ক্ষতি হয়নি।
কিন্তু তুমি যাওয়ার পর
দুঃখ কিন্তু কম আমি পায়নি।
কতদিন ভেবেছি এখানেই
হয়তো থেমে যাবে জীবন আমার।
কিন্তু কেউ একজন বলল
শেষ নয় এখানেই জীবন শুরু তোমার।
পুণরায় সবকিছু আবার
শুরু করলাম নতুন উদ্যোমে
সত্যি বলছি প্রিয়
তুমি এখন আমার পড় না আর মনে।
যদি না তোমার দেওয়া চিঠিগুলো দেখি।
যদি না কোনো বন্ধু কোনো ফাঁকে
বলে না উঠে তোমার কথা আনমনে।
হয়তো কখনো দেখা হবে
কোনো চৌরাস্তার মোড়ে।
তুমি হয়তো দাঁড়িয়ে আছ
তোমার প্রিয়জনের সাথে।
কিন্তু তখন থাকব জীবনের লড়াইয়ে।
যাইহোক ভালো থেক তুমি
এতটাই আমার আশা।
তুমি কখনো যেন দুঃখ না পাও
এটাই আমার মনের ভাষা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।
ভাই আপনার কবিতা লেখাটা অসাধারণ সুন্দর হয়েছে। ছন্দ গুলো খুব সুন্দর করে মিলিয়ে লিখেছেন। আমার কাছে আপনার কবিতার প্রতিটি লাইনে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। তার জন্য শুভকামনা রইল।
আপনার ভালো লেগেছে শুনে আমি খুব খুশি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।।
ছন্দের গাঁথুনি আর ভাবের প্রদান-আদান, বহুমুখী পথের ঠিকানা খুজে ফেরে।
শুরু হোক বারবার, নতুন করে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
💖💖