নতুন অভিজ্ঞতা।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
নতুন নতুন পরিস্থিতি নতুন নতুন অভিজ্ঞতা বেশ ভালোই লাগে আমার। যদিও প্রথমে কিছুটা অসুবিধা হতে পারে। তবে জানেন তো নতুনত্ব মানেই অন্যরকম কিছু শেখা। আজ আমি এই বিষয় নিয়ে কথা বলব। কথা বলব ছোটথেকে একটা ভুল ধারণার উপর ভুল পদ্ধতির উপর লেখাপড়া করেছি সেটার উপর।আজ ভুলটা আমার ভেঙে গেছে বলতে পারেন। আমারও মনে হলো আসলে বিষয়টি কিন্তু এমনই হওয়ার কথা ছিল। কিন্তু আমরা আসল জায়গা থেকে সরে গিয়ে শুধু সিলেবাস ভিত্তিক লেখাপড়ার দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এর পরিবর্তন দরকার। কারণ এই বিষয়টি ক্রমেই আমাদের জানার আগ্রহ কমিয়ে দিচ্ছে। অবশ্য এর জন্য আমাদের থেকে বেশি দায়ী শিক্ষকগণ। আমি বলতে বাধ্য হচ্ছি অন্তত কলেজ লেভেলে বা তার নিচে যোগ্যতা সম্পন্ন শিক্ষকের বেশ অভাব আছে। আবার যারা আছেন তাদের মূল্যায়ন কম।
গত ১২ অক্টোবর থেকে আমার ষষ্ঠ সেমিষ্ঠার শুরু হয়েছে। তো বিগত সেমিষ্টার গুলোতে আমাদের যারা ক্লাস নিয়েছেন বিশেষ করে ডিপার্টমেন্টাল সাবজেক্ট গুলো সেসব শিক্ষক একেবারেই নতুন বলা যায়। মানে কোনোরকম তাদের দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে আর কী। তারা ক্লাসে এসে বই দেখে পার্ট বাই পার্ট পড়িয়ে যায়। বইয়ের বাইরে কোনো কথা বলে না ওখানে যতটুকু লেখা আছে ব্যাস ততটুকু। প্রশ্ন করলে কখনো উওর পাওয়া যায় আবার কখনো। ফলে আমাদের ব্যাসিক এ বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। কিন্তু এই সেমিষ্ঠারে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে অভিজ্ঞ শিক্ষকরা আমাদের ক্লাস নিচ্ছেন। এদের মধ্যে একজন ইয়াকুব আলী স্যার উনি হলেন আমাদের ডিপার্টমেন্টের প্রধান। এবং আরেকজন হলো বাবলু স্যার। বলা হয় আমাদের কলেজে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে বাবলু স্যার এর মতো কোনো স্যার নেই। এতদিন শুধু শুনে এসেছি কিন্তু গত দুইদিন স্যার এর ক্লাস করে সেটা বেশ ভালোভাবে বুঝলাম।
এবার বাবলু স্যার কিছু কথা তার ক্লাস নেওয়ার ধরণ এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো গতকাল স্যার ক্লাসে এসেই কোনো কথা নেই বোর্ডে একটা শব্দ লিখলেন। যেটা আমাদের টেকনোলজির একেবারেই কমন একটা শব্দ। কিন্তু সেটাতেও আমাদের বেশ অনেক ঘাটতি এবং জানার ঘাটতি আছে। তো বাবলু স্যার একপর্যায়ে বললেন ক্লাস আসলে কী। এতদিন জানতাম স্যাররা ক্লাসে এসে বই দেখিয়ে পড়াবেন ব্যাস শেষ। কিন্তু বাবলু স্যার বললেন ক্লাসটা আসলে একটা নলেজ শেয়ারিং এর জায়গা। স্যার এর কথা আমি যতটুকু জানি তোমাকে জানাব বই লাগবে না। প্রয়োজনে ঐ বিষয়ে আমার জানার ঘাটতি থাকলে তুমি জানলে আমি তোমার থেকে জানব। এটাই হলো ক্লাস। কথাটা শুনে বেশ দারুণ লাগল। এবং স্যার বললেন শোন আমি তোমাদের ততক্ষণই ক্লাস নেব যতক্ষণ তোমরা নিতে পারবা। যখন তোমরা বলবা স্যার আজ থাক আমি ক্লাস নিব না। এবং বাবলু স্যার এমনভাবে ক্লাস নেন ঘন্টার পর ঘন্টা চলে গেলেও বোরিং ফিল আসে না। এবং স্যার সবসময়ই বইয়ের বিষয়টি বাস্তবে আমাদের উপলব্দি করায় তারপর সেই বিষয়ে আলোচনা করে। সবমিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা। স্যার এর 2 ঘন্টার ক্লাস সবাই বলা যায় মনোমুগ্ধভাবে করল।
স্যার বই খুব একটা দেখে না। শুধু কোনো বিষয়ে
আলোচনা করবে সেটা দেখে নেয়। তারপর সেই বিষয়ে বিস্তারিত বলে দেন বইয়ে আছে কী নেই সেটা দেখেন না। এবং যতটুকু বলেন ততটুকু সবাই বুঝে যায়। কিন্তু বিগত কিছু সেমিষ্ঠার যারা ক্লাস নিয়েছেন না তাদের খারাপ বলব না। তবে তাদের ক্লাসে আমি সহ প্রায় সবাই বোরিং ফিল করত। এবং ইয়াকুব আলী স্যার ও এই প্রকৃতির। উনিও বই বাদেই পড়ানো শুরু করেন। এবং ছাএরা যেন কোনোভাবেই বিরক্ত না হয় সেদিকে খেয়াল রাখেন। কারণ উনিও জানেন বিরক্তি নিয়ে শিক্ষার্থীরা ক্লাস করলে তারা কিছুই শিখবে না। ফলে তার কথাগুলো বলার কোনো মানেই থাকবে না। আমার বেশ দারুণ লাগছে এবারে ক্লাস করতে। যদিও প্রতি সেমিষ্ঠার আমি নিয়মিত ক্লাস করি তবে এবার মনোযোগ টা বেশি। কারণ নতুন একটা সিস্টেম নতুন একটা পদ্ধতির সঙ্গে পরিচিত হয়েছি। অভিজ্ঞতা টা দারুণ।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
বর্তমান সমাজের শিক্ষাব্যবস্থা তেমন একটা ভালো না বললেই চলে বিশেষ করে কলেজ অথবা ইউনিভার্সিটি লাইফে। এখানে শুধুমাত্র নামে কিছু শিক্ষক জোরে দেওয়া হয়েছে যাদের বেসিক একদমই দুর্বল। এরা শুধুমাত্র মুখস্ত বিদ্যায় পারদর্শী মুখস্ত বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে ঠিক হই কিন্তু এদের বোঝানোর ক্ষমতা অনেক অংশই কম। যদিও এই লাইফটা শেষ করে এসেছি তবে বুঝতে পারি আসলে ইনস্টিটিউট লাইফে শিক্ষাদান বলতে যেটা বোঝায় সেরকম কিছুই হয় না। শুধুমাত্র পাঠ্য বইয়ের কয়েকটি অধ্যায় পড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এটাই স্যারদের মূল উদ্দেশ্য পাশাপাশি ছাত্রদের। তবে কিছু কিছু শিক্ষক আছে যারা সত্যি অনেক বেশি ট্যালেন্টেড। এরকম শিক্ষকরা ভাগ্যের ব্যাপার আর বাবলু স্যারের ব্যাপারে বলব তিনি আসলেই অনেক ভালো একজন স্যার তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
প্রথমে এটা জেনে ভাল লাগলো যে আপনি ষষ্ঠ সেমিষ্ঠাররে এসে ইয়াকুব আলী স্যারের মত একজন দক্ষ স্যার পেয়েছেন। প্রত্যেক প্রতিষ্ঠানে কিছু কিছু স্যার আছে যাদের ক্লাস করতে একবারে মন চাই না। আর কিছু স্যার আছে যাদের ক্লাসে উপস্থিত না থাকতে পারলে অনেক খারাপ লাগে। যায়হোক ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ।