রসগোল্লা সম্পূর্ণ মুভি রিভিউ। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি প্রায় নিয়মিত মুভি দেখে থাকি। এর মধ্যে যে মুভিগুলো আমার খুব ভালো লাগে সেগুলো আমি রিভিউ করি থাকি। রসগোল্লা মুভিটা আমার খুবই পছন্দের। এখন পযর্ন্ত আমি ১০ বার এর বেশি দেখেছি। রসগোল্লা তৈরির ইতিহাস কিছুটা প্রেম ভালোবাসা এসব নিয়েই এই মুভিটা তৈরি। আজ আমি এই মুভির সংক্ষিপ্ত একটি রিভিউ দেব আপনাদের কাছে। আশাকরি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যায়। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।
মুভির গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
------ | ------ |
---|---|
পরিচালক | পাভেল |
প্রযোজক | নন্দিতা রায় |
রচয়িতা | পাভেল |
সুরকার | কালিকাপ্রসাদ বন্দ্যোপ্যাধ্যায় |
প্রযোজনা কোম্পানি | উইন্ডোজ প্রডাকশন হাউজ |
মুক্তি | ২১ ডিসেম্বর ২০১৮ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়ে,
নাম | চরিত্র |
---|---|
উজান গাঙ্গুলি | নবীনচন্দ্র দাস |
খরাজ মুখার্জী | মহেষ দা |
রজতাভ দও | কালীদাস সিংহ |
অপরাজিতা | জমিদার গিন্নি |
অবন্তিকা বিশ্বাস | নবীনের বউ |
বিদীপ্তা চক্রবর্তী | নবীনের মা |
অন্যান্য চরিএ | আরো অনেকে |
মুভির কাহিনি সংক্ষেপ:
ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কথা। সেখানে থাকত এক ছেলে। নাম তার নবীনচন্দ্র। নবীনের ময়রা(মিষ্টির কারিগর ) হওয়ার খুব শখ। সে রান্নাটা ভালো করে। নবীনের বাবা মারা গেছে। সে এবং তার মা তার কাকাদের সাথেই থাকত। কিন্তু তার কাকারা মেয়েদের মতো রান্না করা নবীনের স্বভাব এটা পছন্দ করত না। কিন্তু নবীন তো ময়রা হবেই। সেজন্য সে এবং তার মা ঐ বাড়ি ছেড়ে অন্য এক বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু। এরপর নবীন অএ এলাকার বিখ্যাত মিষ্টির দোকান কালীদাস সিংহের দোকানে কাজে লাগে। সেখানে সে কাজ করতে থাকে। সেখান থেকেই এক বয়স্ক লোক নাম মহেষ। তার সাথে নবীনের পরিচয় হয়ে যায়।
কালীদাস সিংহের দোকানে কাজ করতে করতে ঐ এলাকার এক দূরন্ত সুন্দর মেয়ের প্রেমে পড়ে নবীন। ঐ মেয়ে নবীনের থেকে অনেকগুলো মিষ্টি খাই কিন্তু দাম দেয় না। বলে আমার পছন্দের মিষ্টি তৈরি করতে পারলে দাম দেব। মেয়েটা বর্তমান রসগোল্লা মিষ্টির বর্ণনা দেয়। নবীন শুরু করে দেয় রসগোল্লা তৈরির চেষ্টা। কিন্তু একটা ভূল থাকায় সে বারবার ব্যর্থ হয়। এদিকে এসব দেখে কালীদাস সিংহ নবীন কে তার দোকানের কাজ থেকে তাড়িয়ে দেয়। এরপর নবীন ধার দেনা করে নিজেই ব্রজো পালোয়ান এর দোকান ভাড়া নিয়ে একটা মিষ্টির দোকান দেয় যেটা ঠিক কালীদাস সিংহের দোকানের উল্টোপাশে।
এরই মধ্যে নবীন এবং ঐ মেয়ের বিয়ে হয়ে যায় ঘটনাচক্রে। নবীন ভালোবাসার মানুষকে পেলেও তার দেওয়া কথা ভুলে নাই। অর্থাৎ সে নিজের দোকানেও রসগোল্লা তৈরির চেষ্টা করতে থাকে কিন্তু ব্যর্থ হয়। এরই মধ্যে সে অনেকগুলো নতুন মিষ্টি তৈরি করে ফেলে। এর মধ্যে আম সন্দেশ বেকুন্ঠ্যভোগ অন্যতম। নবীনের সহযোগী ছিল মহেষদা। কিন্তু এভাবে তো আর দোকান চলে না। নবীনের বউ এসব নিয়ে নবীনের সাথে রাগারাগি করে। সেজন্য সে বাড়ি ছেড়ে নদীর ঘাটে গিয়ে বসে থাকে।
এরপর সে দেখতে পায় সাহেব পাড়ায় সাহেবদের গান শোনাতে এক গানের দল যাচ্ছে। নবীনের আবার গানের শখ ছিল। সেজন্য সেও চলে যায়। এরপর তার গান শুনে সাহেবরা খুব খুশি হয়। এরপর সাহেবরা নবীনকে কেক খাওয়াই। নবীন বলে সাহেব আপনাদের ছানা তৈরির পদ্ধতি আমাকে দেখাবেন। সাহেব রাজি হয়। রসগোল্লা তৈরি না হওয়ার কারণ তখন নবীন বুঝতে পারে। মানে তখন বাঙালিরা যে উপায়ে ছানা তৈরি করত সে ছানা মোটা হত আর ঐ মোটা ছানি দিয়ে রসগোল্লা তৈরি সম্ভব ছিল না। কিন্তু ইংরেজদের ছানা ছিল মিহি। নবীন এটা দেখেই নিজের ভুল বুঝতে পারে।
এরপর সে ফিরে আসে নিজের মিষ্টির দোকানে। এসে ঐ উপায়ে ছানা তৈরি করে রসগোল্লা তৈরির চেষ্টা করে। এবং সে এবার সফল হয়। সফল হওয়ার পর নবীন সর্বপ্রথম তার বউকে এই মিষ্টি খাওয়াই। কারণ তার জন্যই নবীন এই মিষ্টি বানিয়েছে। মূহুর্ত্তের মধ্যেই দেশ বিদেশে নবীনের রসগোল্লার সুনাম ছড়িয়ে পড়ে। ভারতের বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও মানুষ যায় নবীনের কাছে রসগোল্লা তৈরি শিখতে। শুরু হয়ে যায় রসগোল্লার প্রচলণ। কিন্তু কলকাতার রসগোল্লায় শ্রেষ্ট্র।
মুভিটা আমিও দেখেছি,আপনার রিভিউ দেখে মনে হলো আবার দেখলাম।খুব সুন্দর রিভিউ দিয়েছেন।শুভ কামনা রইলো 🥰🥀
ধন্যবাদ ভাই💖💖
আপনি খুব সুন্দর ভাবে এই চলচ্চিত্রটি বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা সত্যিই খুব সুন্দর হয়েছে যেভাবে খুশি আপনি লিখেছেন তাদের পুরো চলচিত্র টাই চোখের সামনে ভেসে উঠলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে রিভিউ লেখার জন্য। শুধু ব্যক্তিগত রেটিংয়ে মনে হয় ১০ এর জায়গায় ১৯ হয়ে গেছে, একবার দেখে নেবেন।
ধন্যবাদ ভাই। হতে পারে টাইপিং মিসটেক।
মুভিটা জলসা মুভিজ এ অনেক এদ দেখতাম কখুনো দেখা হয়নায়।তবে তোমার রিভিউ দেখে দেখার আগ্রহ বেরে গেলো।অনেক দারুন ভাবে গুছিয়্র রিভিউ করেছো।শুভ কামনা রইলো।
ধন্যবাদ। সময় পেলে দেখ।
ছবিটা আমি দেখেছি।আমার কাছে ছবিটা খুব ভালো লেগেছি। তুমি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছো।।
শুভ কামনা রইল।
ধন্যবাদ 💖
অসাধারণ একটি মুভি আমি দেখেছি।
ইমন ভাই অনেক ধন্যবাদ এতো সুন্দর করে রিভিউ দেয়ার জন্য।
শুভকামনা
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
যদিও আমি মুভি দেখি নাই কিন্তু নামটা শুনে অনেক ভালো লাগলো। আসলেই এরকম ছবি আমার সত্যিই দেখার খুব শখ। আপনার মাধ্যমে আমি জানতে পারলাম। অনেক কিছু তথ্য। দেখার প্রতি আরো আরো আগ্রহ বেড়ে গেল। আমি চেষ্টা করব দেখার অনেক সুন্দর ভাবে আপনি বর্ণনা করেছেন। খুবই ভালো ছিল ভাইয়া
এই মুভিটি আমি দেখেছি। আমার কাছে যে কত বেশি ভালো লেগেছে তা বলে বুঝাতে পারবোনা। আমার খুব ভালো লেগেছিলো মেয়েটির ছেলে মানুষী গুলো। আর মেয়েটির ছেলে মানুষীর কারণেই নবীন ময়রা এতপ বিখ্যাত হতে পেরেছিলো যা দেখতেই ভালো লেগেছিলো। আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন।
এই মুভিটা দেখা হয়নি। আসলে এ ধরনের মুভির প্রতি আমার তেমন একটা আগ্রহ নেই। তবে মুভির রিভিউ দেখে ভালই লাগলো। খুব সুন্দর এবং গোছালোভাবে সম্পূর্ণ মুভির কাহিনী উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।