প্রতিজ্ঞা(প্রথম পর্ব)।

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ২ রা, অক্টোবর ২০২২।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



love-lock-gf9bc01693_1920.jpg

source



আমরা যে গল্প উপন‍্যাস পড়ি এগুলো কিন্তু কারো জীবন থেকে নিয়েই লেখা। তাই বলা যায় গল্প থেকে জীবন আসে না। জীবন থেকেই গল্প আসে। আজ আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করে নেব গল্পটা হবে কয়েক পর্বের। ঘটনাটা আমি পুরোটা সামনে থেকে দেখেছি বললে ভুল হবে। তবে পুরোটা মোটামুটি আমি জানি। যাইহোক চলুন শুরু করা যাক।

শামিম ছোট থেকে বেশ ভালো ছাএ। শামিম তার লেখাপড়া জীবন বেশ ভালোভাবে শেষ করে। শামিম লেখাপড়া করার সময় তার বড় ভাই ওয়াসিমের বিয়ে হয়। বিয়েটা বেশ ধুমধাম করে হয়। শামিমের ভাইয়ের বউ মানে শামিমের ভাবির একটা ছোট বোন ছিল সুলতানা। সুলতানা বেশ সুন্দরী। ভাইয়ের বিয়ের মধ্যে শামিম এবং সুলতানার পরিচয় হয়। এদিকে শামিম ও বেশ সুন্দর সুদর্শন। শামিম এবং সুলতানা এখন অনেক নিকট আত্মীয়। সেজন্য দুজন দুজনার বাড়িতে যাওয়া আসা চলতেই থাকে। এভাবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অন্য প্রেমিক প্রেমিকাদের মতোই তাদের সম্পর্ক এগিয়ে যায়। কিন্তু কোনো বাড়ির কেউ সেই কথা জানত না। এরইমধ‍্যে শামিম তার লেখাপড়া শেষ করে। লেখাপড়া শেষ করার পর শামিম তার শহরের একটা স্বনামধন্য মাধ‍‍্যমিক বিদ‍্যালয়ে সহকারি শিক্ষক এর চাকরি পাই।


pinky-swear-g98acae2a8_1920.jpg

source


ছোট থেকেই শামিম অনেক ভালো ছাএ ছিল। শামিম বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেয়।শামিমের শেখানোর পদ্ধতি ছিল অন‍্যদের থেকে বেশ আলাদা। অল্প কিছুদিনের মধ‍্যেই শামিম ঐ শহরের মধ্যে বিজ্ঞানের শিক্ষক হিসেবে জনপ্রিয় হয়ে উঠে। ঐ শহরের অধিকাংশ ছেলে মেয়ে তার কাছে প্রাইভেট পড়া শুরু করে। এতে করে খুব অল্প সময়েই শামিম বেশ সফলতা পেয়ে যায়। অন‍্যদিকে সুলতানা এবং শামিমের প্রেমের সম্পর্ক অনেক এগিয়ে যায়। একপর্যায়ে গিয়ে শামিম এবং সুলতানা দুজন দুজনার বাড়িতে বলে। যেহেতু তাদের ভাই বোন আগে থেকেই একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে আছে। দুই পরিবার দুই পরিবারের সম্পর্কে জানে। সেজন্য খুব একটা সমস্যা হয়নি দুজনার সম্পর্ক পরিণতি পেতে। কিছুদিন পরেই শামিম এবং সুলতানার বিয়ে হয় বেশ ধুমধাম করে। কেমন যেন সবকিছু স্বপ্নের মতোই হয়ে যায়।।

বিয়ের পর শামিম এবং সুলতানা বেশ ভালোভাবে দিন অতিবাহিত করতে থাকে। তাদের জুটি দেখে যে কারো হিংসা হবে এমন। দুজন দুজনকে অনেক ভালোবাসত কেয়ার করত। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এভাবে উত্থান পতনের মধ্যে তাদের দুই বছর বিবাহ জীবন কেটে যায়। এরই মধ‍্যে শামিম এবং সুলতানার ঘরে ফুটফুটে এক কন‍্যা সন্তান আসে। এই কন‍্যা সন্তানের আগমনে তাদের মধ্যে যেন ভালোবাসা আরও গভীর হয়। কন‍্যা সন্তানের নাম রাখা হয় লুবাবা। দেখতে দেখতে লুবাব বেশ বড় হতে থাকে। অন‍্যদিকে শামিম ক্রমেই বিজ্ঞানের শিক্ষক হিসেবে জনপ্রিয় হয়ে উঠে। অসংখ্য ছেলেমেয়ে পড়াই সে। এবং স্কুলেও তার পদোন্নতি হয়। তার এইরকম সাফল্যে বেশ কিছু মানুষের চোখ টাটানো শুরু করে। একপর্যায়ে গিয়ে শামিমের নামে গুজব রটিয়ে দেয় এক ছাএীকে নিয়ে।। এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ে।।

চলবে.....



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_-akkhy.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  
 2 years ago 

গল্পটি বেশ ভালই শুরু করেছেন ভাইয়া । পড়ে বেশ ভালো লাগছে । বাস্তবে এটাই হয় । কেউ কারো ভালো সহ্য করতে পারে না । শামীমের নামে গুজব রটিয়ে শামীম সুলতানার জীবন দুর্বিষহ হয়ে উঠবে বেশ বুঝতে পারছি । পরবর্তী পর্বগুলোর অপেক্ষায় রইলাম । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।।

 2 years ago 

সত্যি বলেছেন ভাইয়া গল্প থেকে জীবন আসে না। জীবন থেকেই গল্প আসে। যাইহোক শামীম ভালো ছাএ ছিল বিধায় শিক্ষকতাই সহজে সুমান অর্জন করতে পেরেছিল। অন্যদিকে তাদের প্রেমের সম্পর্ক আরো গভীরে গিয়েছিল বলে, বিয়ে হয়ে গেল। তারপর তাদের সুন্দর কন্যা সন্তান জন্ম নিয়েছি,তাদের সুখের বসবাস সবার সহ্য হচ্ছিল না। আসলে সমাজে এমন কিছু মানুষ আছে যা অন্যের ভালো দেখতে পারে না।পরবর্তীতে মনে হচ্ছে ঘটনা অন্য দিকে রুপ নিবে। যাইহোক পরিবর্তী পবের জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।।

 2 years ago 

আসলে ভাইয়া আমাদের সমাজে কারোর ভালো কারোর সহ্য হয় না । কেউ যদি একটু এগিয়ে যায় তাহলে তাকে পিছুটান দেওয়ার জন্য হাজারো লোক দাঁড়িয়ে থাকে। যেমনটি শামীমের ক্ষেত্রে হয়েছে, তার পদোন্নতি দেখে বিভিন্ন মানুষ তার নামে গুজব রটিয়ে দেয়। যাইহোক ভাই আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আপনার মন্তব্যের জন্য।।

 2 years ago 

এখন এমন একটি যুগ চলে এসেছে যেখানে একজন মানুষ অপরজনের ভালো দেখতে পারে না। আর আপনি সেই বিষয়গুলো ঘিরে অনেক একটি সুন্দর গল্প তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। তাছাড়া পরবর্তী পাঠের জন্য অপেক্ষায় রইলাম

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32