আমার অবসর কাটানোর গল্প

হ্যালো ! বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো..........

আমিও অনেক ভালো আছি.......

Untitled-1 copy.jpg

অসংখ্য ধন্যবাদ রইলো তাদের প্রতি যারা স্টিমিটে আমার অতি প্রিয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করার জন্য সুযোগ করে দিয়েছেন । কেননা কোন ব্যাক্তি অন্য ভাষায় যতই দক্ষ হোক মাতৃ ভাষায় মনের ভাব সম্পন্ন করার মতো তৃপ্তি আর কোন ভাষাই পাবে না । তাই আমি অনেক কৃতজ্ঞ "আমার বাংলা ব্লগ" এর এডমিন প্যানেলর প্রতি ।

যাই হোক আজ আমি "আমার বংলা ব্লগ" এর বন্ধুদের সাথে শেয়ার করব আমর অবসর কাটানোর ব্যাপার নিয়ে অথবা বলা যেতে পারে এটা হলো আমার প্রিয় সখ । আমি যখন একটু অবসর সময় পাই তখনি আমি বসে পড়ি ফটোগ্রাফি করতে মানে ছবি এডিট করতে। ফটোগ্রাফি বা ছবি এডিটিং আমার কাছে এত ভালো লাগে যে আমি যখন কোন ছবি এডিটিং করতে বসি তখন আমি আমার অন্যান্য কাজের কথা ভুলে যাই।

আমি বেশিরভাগ সময় আমার নিজের অথবা আমার বন্ধুদের ছবি এডিট করে থাকি। আর আমার এই সখ টা পূরণ করতে গিয়ে যে সফটওয়্যার ব্যবহার করি সেটা হলো ফটোশপ এটার মাধ্যেমে আমি অনেক সহজে, অনেক তারাতারি এবং অনেক সুন্দর ভাবে কোন ছবি এডিট করতে পারি। তাই এটি হলো আমার প্রিয় একটি সফটওয়্যার।

তাছাড়াও আমি যে কাজটি করে থাকি সেটা হলো আমার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া কোন স্থানের অনেক গুলো ছবি দিয়ে ভিডিও তৈরী করি।

যখন আমার কাছেে এডিট করার মতো কোন ছবি থাকে না তখন আমি আমর প্রিয় সফটওয়্যর ফটোশপ ব্যবহার করে বিভিন্ন ধরণের ফুল একে থাকি। ঠিক এমন একটি দিনে মানে আজ আমার কাছে তেমন কোন ছবি ছিল না এডিট করার মতো তাই আমি আজ একটা ফুল একেছি ।

আজ আমি যে ফুলটা তৈরী করেছি সেটা আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি।

তাছাড়া আরো কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে ছবি গুলো আমি আমার ফুল আঁকার বিভিন্ন মুহুর্তে তুলেছি।

Screenshot_2.png

Screenshot_1.jpg

Screenshot_4.png

নিচে যে ছবি টা দেখছেন সেটা এমন একটা সময়ে তোলা ছবি যখন আমি বুঝতে পারছিলাম না কোন কালার টা ব্যবহার করব।

Screenshot_3.png

অনেক অনেক ধন্যবাদ সবাইকে

CC:
@rme
@rex-sumon
@moh.arif
@amarbanglablog

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64927.71
ETH 3517.54
USDT 1.00
SBD 2.36