আইসক্রিম এর কাঠি দিয়ে তৈরি ডোর হ্যাংগিং🏠🏠benificiary 10% @shy-fox"beneficiary "abb-school"
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আপনাদের সাথে ডোর হ্যাংগিং কীভাবে বানায় তা শেয়ার করবো। ঘরে থাকা আল্প কিছু উপকরন দিয়ে বানাতে পারবেন। চলুন দেখে নি কি কি লাগে বানাতে।
উপকরণঃ
১. আইসক্রিম এর কাঠি।
২.আঠা।
৩.জল রং।
৪.সুতা।
৫.সুই।
৬.দুই ধরণের পুতি।
৭.সুতা দিয়ে বানানো পমপম।
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে আইসক্রিম এর কাঠি গুলো রং করে নিতে হবে ইচ্ছে মতো জল রং এর সাহায্যে।
তারপর কাঠি গুলোকে একটার সাথে একটা আটকে দিতে হবে আঠার সাহায্যে । এমন ভাবে আটকাতে হবে যাতে সেটা দেখতে তিন কোনা বিশিষ্ট হয়।ছবি যেমনটা দেখা যাচ্ছে।
এর পর আর একটা আইসক্রিম এর কাঠি নিতে হবে। সুইয়ে সুতা গাঁথতে হবে। সুইয়ে সুতা লাগানো অনেক কঠিন কাজ। আমার প্রায় ১৫ মিনিট লেগেছিলো লাগাতে।আপনারা যদি দক্ষ হন তাহলে আর কম সময় লাগতে পারে। কাঠি নিচের অংশে ফুট করে সুতা ডুকিয়ে নিতে হবে। তার পর তাতে পুতি লাগিয়ে নিতে হবে ইচ্ছে মতো। পুতি যত গুলা ইচ্ছে লাগাতে পারেন আমি ৮টা ছোট পুতি লাগিয়েছি আর একটা বড় পুতি লাগিয়েছি।
এই রকম ভাবে বাকি দুইটা কাঠিতে লাগিয়ে নিতে হবে। মোট তিনটা কাঠিতে লাগাতে হবে।
একটা কাঠির অপর দিকে ঠিক আগের মতো করে সুতা লাগিয়ে ৮টা ছোট পুতি দুইপাশে ২টা বড় পুতি দিয়ে দিতে হবে। তারপর তা ঐ তিন কোনা আইসক্রিম এর কাঠির সাথে সুতা ও সুই এর সাহায্যে লাগিয়ে দিতে হবে।
একই ভাবে আর দুইটা কাঠিও লাগিয়ে নিতে হবে। ছবিতে যে ভাবে দেখা যাচ্ছে সে ভাবে। তাহলে তৈরি হয়ে যাবে ডোর হ্যাংগিং। আমি ওরো সৌন্দর্য বাড়ানোর জন্য নিচে তিনটা সুতার তৈরি পমপম লাগিয়েছি।
এই ডোর হ্যাংগিং টা আপনারা দরজায় সাজাতে পারেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে। এতে কেউ বাসায় ডুকতেই তার মন ভালো হয়ে যাবে এই সুন্দর জিনিসটা দেখে।আশা করি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এতোখন আমার লেখা গুলো পড়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন।
আইস ক্রিম স্টিক দিয়ে দারুন একটা ডোর হ্যাঙ্গিং তৈরি করলেন। মনে হচ্ছে দরজায় লাগালে অনেক বেশি সুন্দর দেখাবে। আমি তৈরি করার পুরো পদ্ধতি দেখলাম। আমার কাছে তো দেখে বেশ ভালই লাগলো। মনে হচ্ছে এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি খুব চমৎকার করে আইসক্রিমের কাঠি দিয়ে ডোর হ্যাঙ্গিং বানিয়েছেন। আইসক্রিমের কাঠি দিয়ে বানানো ডোর হ্যাঙ্গিং টি আমার কাছে খুব ভালো লেগেছে। আইসক্রিমের কাঠি দিয়ে এত সুন্দর করে ডোর হ্যাঙ্গিং বানানো যায় এটা কখনও কল্পনা করিনি। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিল আমরা ইচ্ছা করলে এইভাবে ডোর হ্যাঙ্গিং বানিয়ে বাসায় ঝুলাতে পারবো। ধন্যবাদ আপনাকে।
আইসক্রিমের কাঠি দিয়ে ডোর হ্যাংগিং তৈরি করেছেন যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। তবে পুঁতি ব্যবহার করাতে এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে।
জিনিসটা দেখতে সিম্পল হলেও বেশ চমৎকার হয়েছে। খুব সুন্দর করে আপনি আইসক্রিমের কাঠি দিয়ে একটু একটু করে এই ডোর হ্যাংগিং বানিয়ে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আইস্ক্রিম এর কাঠিগুলো সব সময় ফেলে দিতাম এগুলো দিয়ে যে এতো সুন্দর জিনিস বানানো যায় জানা ছিলো না। তাছাড়া আমি খুব সহজ পদ্ধতিতে ডোর হ্যাংগিং তৈরি করেছেন। শুভকামনা রইলো।
আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি ডোর হ্যাংগিং টি দারুন হয়েছে। এক কথায় জাস্ট অসাধারণ। সাদা পুঁতি গুলো ব্যবহার করার কারণে আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই কাজটি। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি খুবই চমৎকার ভাবে আইসক্রিমের কাঠি দিয়ে ডোর হ্যাঙ্গিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই আইসক্রিমের কাঠি দিয়ে ডোর হ্যাঙ্গিং দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনি অনেক ইউনিক ধরনের একটি ডোর হ্যাঙ্গিং আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আইসক্রিম এর কাঠি দিয়ে তৈরি ডোর হ্যাংগিং যেটা দেখে মুগ্ধ হলাম ।আমি আগে কখনো এই ধরনের কিছু তৈরি দেখিনি। খুব দক্ষতার সাথে তৈরি করেছেন সেটা দেখেই বুঝতে পারলাম। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ওয়াও আপনি তো দেখতেছি অনেক সুন্দর করে আইসক্রিমের কাঠি দিয়ে ডোর হ্যাঙ্গিং তৈরি করেছেন, দেখতে খুবই চমৎকার লাগতেছে সত্যি আপনার প্রশংসা না করে পারলাম না, উপস্থাপনা টাপ বেশ চমৎকার ছিলো শুভকামনা রইলো আপনার জন্য।
আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি ডোর হ্যাংগিং তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ডোর হ্যাংগিং তৈরি করেছেন। আপনার এই কাজ আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি এভাবেই এগিয়ে যাবেন এবং দারুন দারুন কাজ আমাদের মাঝে উপস্থাপন করবেন। আপনার জন্য শুভকামনা রইল।