মোমবাতি রাখার দানী benificiary 10% @shy-fox"beneficiary "abb-school"

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

IMG_20220522_220653.jpg

সবাই কেমন আছেন?

আজকে আপনাদের সাথে এক অসাধারণ মোমবাতি রাখার দানী বানানো শেয়ার করবো। আমার বাসায় অনেক পুরনো মোমবাতি রাখার দানী ছিলো যেটা একদমী নষ্ট হয়ে গিলেছিলো তাই ওটাকে আবার নতুনের মতো করে সাজিয়েছি।চলুন দেখে নি মোমবাতি রাখার দানী বানানাতে কি কি লাগে।

উপকরণঃ

১.পুরনো মোমবাতি রাখার দানী।
২.আঠা।
৩.কাচের ডলার।
৪.জল রং।

GridArt_20220522_221402332.jpg

প্রস্তুত প্রণালিঃ

পুরো মোমবাতি রাখার দানীটাকে ভালো করে পরিষ্কার করে নিজের ইচ্ছে মতো কাচের ডলার লাগাতে হবে।যে ভাবে আপনারা সাজাতে চান নিজের মতো করে লাগাতে হবে।

GridArt_20220522_221816872.jpg

ডলার লাগানো শেষ হলে কালো রং দিয়ে নকশা করে নিতে হবে।

GridArt_20220522_222018740.jpg

তারপর কালো রং এর মাঝখানে লাল রং দিয়ে নকশা করতে হবে।

GridArt_20220522_222216268.jpg

পর পর একই ভাবে হলুদ রং দিয়ে দিতে হবে।

GridArt_20220522_222409965.jpg

হলুদ এবং লাল রং এর মতো করে নিল রং লাগাতে হবে।

IMG_20220522_205104.jpg

তৈরি হয়ে গেলো মোমবাতি রাখার দানী। খুব সহজ বানানো। এতে মোমবাতি রেখে দিলে এটা আরো বেশি সুন্দর লাগে।

IMG_20220522_205113.jpg

IMG_20220522_205406.jpg

আশা আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটু অসুস্থ তাই খুব ভালো হয়নি হতো তাও চেষ্টা করছি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে।

দয়া করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অনেক কষ্ট করে কিছু করার পর আপনাদের ভালো কমেন্ট জেন সব কষ্ট মুছে দেয়।দোয়া করবেন আমার জন্য।

Sort:  
 2 years ago 

ওয়াও কি আকর্ষণীয় একটি জিনিস তৈরি করলেন। গ্লাস গুলো ব্যবহার করাতে আর রং করাতে অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। এমনকি মোমবাতি রাখাতে কালারটা বেশ দারুন লাগছে। এরকম আলো দেখতেও ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পুরনো মোম দানী ব্যবহার করে কত সুন্দর একটি সুন্দর নতুন মোমবাতি দানী তৈরি করলেন আপু। জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। মোম রাখার পরতো আরো অনেক বেশি সুন্দর লাগলো। আর আপনার উপস্থাপনও সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

আপনার পুরনো মোমবাতি রাখার দানীটিকে তো আপনি আবার একদম নতুন বানিয়ে ফেললেন। দেখতে খুবই ভালো লাগছে। মোমবাতি রাখার কারণে আরো বেশি চমৎকার লাগছে দেখতে। তাছাড়া এটি তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দারুন প্রতিভা দেখিয়েছেন, আপনি আজকে আমাদের সাথে মোমবাতি রাখার দানী তৈরি করে দেখিয়েছেন এবং তৈরি করার প্রতিটি ধাপ চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সত্যি আপনার আইডিয়াটা আমার কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি আইডিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পুরাই জোস একটা জিনিষ বানিয়েছেন।আর এতটা দক্ষতার পরিচয় দিয়েছেন জাস্ট মাইন্ড ব্লোইং।দারুন লাগছে অন্ধকারে।

আর এভাবেই নিজের প্রতিভা বিকশিত করুন,শুভেচ্ছা রইলো এগিয়ে যেতে

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

বাহ খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জিনিস প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে আপনার ইউনিক বুদ্ধির প্রশংসা না করলেই নয় সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ওয়াও চমৎকার হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে মোমবাতি রাখার দানি তৈরি করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে মোমবাতি রাখার দানি তৈরি করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে এরকম ইউনিক ধরনের কিছু দেখতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগে। এত চমৎকার একটি মোমবাতি রাখার দানি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61904.26
ETH 2409.59
USDT 1.00
SBD 2.68