সময় শুধু ফুরিয়ে যাচ্ছে । 10% beneficiary @shy-fox



আসসালামুয়ালাইকুম

আশা করি সবাই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ।


সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করলে বুঝা যায় প্রতি মুহূর্তেই আমাদের জীবন থেকে একটি একটি করে সময় পার হয়ে যাচ্ছে । কিন্তু আমাদের কিছু করার নেই । কারণ সময়কে কেউ আটকিয়ে রাখতে পারে না । কথায় আছে না ,

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না ।

এই সময় মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস । যে ব্যক্তি প্রতিটি সেকেন্ড এর মূল্য দিয়ে চলে, সেই ব্যক্তির সাফল্য অর্জন করে। যে ব্যক্তি সময়ে মুল্য দিয়ে চলে না তার ভবিষ্যৎ অন্ধকারে পরিনিত হয় । সময়ের সাথে নিজের স্বপ্ন পূরণ করার নামই হলো সংগ্রাম। এই পৃথিবীতে অনেক সাফল্য মানুষ রয়েছে । তাদের সাফল্য অর্জনের কাহিনী ভিন্ন হলেও তারা সামনে এগিয়ে চলেছে । কেউ ধিরে ধিরে আবার কেউ খুব দ্রুত সামনে এগিয়ে গিয়েছে । আমরা তাদের জীবনী থেকে কিছু শিক্ষা নিতে পারি । তার জীবন কাহিনী জানলে হয়তো আমাদের ও পরিবর্তন হতে পারে ।

hourglass-620397_640.jpg

Pixabay

একটা কথা ভাবেন তো , আপনি যদি এ ধারায় না থাকেন তাহলে কি কেউ অচল হবে ? মোটেও না । সবাই সবার জায়গাতেই থাকবে । আপনি নেই হয়তো সে শোকে কয়েকদিন কষ্টে থাকবে । তারপর হয়তো কয়েকদিন পর ভুলে যাবে আপনাকে । আজকে হয়তো আমার বন্ধুদের কাছে আমি খুবই জনপ্রিয়। আমি ছাড়া তাদের কোন আড্ডা জমে না। হয়তো এটা আমি ভাবতেছি । কিন্তু আমি যদি না থাকি তাদের আড্ডার কোনো অংশই কম হবেনা ।

আমাদের এই মায়ার পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় । আজকে হয়তো আমাকে কাউকে ভালো লাগল , হয়তো কালকে তাকে ভালো না ও লাগতে পারে । পুরাটাই এক মায়া জাল । কার সাথে যে কি হচ্ছে এই বসুন্ধরায় , তা কেউ জানে না । আজকে হয়তো আমার নামে কেউ প্রশংসায় পঞ্চমুখ , কালকে হয়তো সমালোচনা বিচলিত । তাই নিজে ঠিক থাকতে হবে । নিজের সাথে কাউকে তুলনা করা যাবে না । কারো সাথে অহংকার করবেন না । কেননা অহংকার পতনের মূল। সবসময় নিজে নিজেকে ০ ভাবুন সময় হলে সঠিক মর্যাদা পাবেন ।

হয়তো এখন আপনি অনেক টাকার মালিক । হয়তো অনেক বড় জব করে মাসে অনেক টাকা ইনকাম হয় । তাতে গরিব দুঃখীদের অবহেলা করবেন না । হয়তো সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনার ও অধঃপতন হতে পারে ।

child-2887483_640.jpg

Pixabay

টাকা ইনকাম করুন সলিট পথে । সলিট পথে টাকা ইনকাম করলে যেন নিজেকে পারফেক্ট লাগে । ধার বা ঋণ করা থেকে দূরে থাকাই ভালো ‌‌। তারা ধার বা ঋণ করে থাকি । তাদের নিজের উপর বল নেই । চেষ্টা করতে হবে নিজে হাতে ইনকাম করতে । হয়তো প্রথমে অল্প পরিমাণে আয় হবে । কিন্তু যতটা পরিমানে আয় হবে , তা বিবেচনা করে ব্যয় করতে হবে । আয়ের থেকে ব্যয় বেশি হলে চলবে না । হয়তো বাইরে বিভিন্ন কাজে অযথা টাকা নষ্ট হয় , সেগুলো থেকে দূরে থাকতে হবে । তাতে কিছুটা সঞ্চয় হবে । আর এই সঞ্চয় কৃত টাকা সময়ে সাথে মুক্ত হতে পারে । হয়তো অযথা বাইরে একদিনের সুখের জন্য পরে এক বছরে সুখ হারিয়ে ফেলবে ।

toddler-5166749_640.webp

Pixabay

জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন , তার সমাধান হবেই । পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অনেক বিপদ অনেক দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে । সব কিছু যেমন চিরস্থায়ী নয় , তেমনি করে দুঃখ কষ্ট ও চিরস্থায়ী নয় ।সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছু ধীরে ধীরে হালকা হয় ।

তাই আমরা সময়ের কাজ সময়ে করব । তাতে করে জীবনে সাফল্য অর্জন হবে । সময়ের কাজ সময়ে না করলে কখনোই জীবনের উন্নতি হয় না । শুধু পরিশ্রম দিয়ে কাজ করলে হবে না , তার সাথে মেধা খাটিয়ে কাজ করতে হবে । কোন সময়ে কোন কাজ করার দরকার তা বিবেচনা করে । আজকে মতোই এখানেই শেষ করছি । সবাই ভালো থাকবেন।



3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif



20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Sort:  

Hello, what would you choose: saving money to support yourself in old age, or living now? It seems to me that the best choice is to live for today. As my brother likes to say: "The more you spend, the more you earn"

 3 years ago 
 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আসলে সময় কারো জন্য থেমে থাকে না। হাজারো ব্যস্ততার পরেই আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে।আরো একটা কথা কারো জন্যে কারো জীবন থেমে থাকে না আর সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এ কথাটি একদম ঠিক। আসলে যারা সময় মেইনটেইন করেনা তাদের জন্য ভবিষ্যৎ অন্ধকার। এটাও একমাত্র।আমাদের সময়কে গুরুত্ব দিতে হবে তবেই গা ভবিষ্যতে সুন্দর হবে


IMG_20220106_113311.png

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।

কথাটি চিরন্তন সত্য। তবুও আমরা সবাই কে অবহেলা করেই চলেছি। কেউ সময়ের মূল্য বুঝতেছিনা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56691.97
ETH 2499.18
USDT 1.00
SBD 2.23