📸🌱 আমার তোলা কিছু আলোক চিত্র 📸🌱 // আমার বাংলা ব্লগ // || 10% to @shy-fox

সবাই কেমন আছেন । আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। ভাবলাম বেশ কয়েকদিন ধরে ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করিনি। তাই আজকে ভাবলাম কিছু ছবি তোলা যাক। তাই আমি আমার ক্যামেরায় কিছু ফুল ও ফলের ছবি বন্দি করেছি। আশা করি সবাইকে ভালো লাগবে।



তো চলুন শুরু করা যাক:-


IMG_20210620_164313.jpg

IMG_20210830_163235.jpg

Device: vivo Y11
Edit: Adobe Lightroom ( Android Version )
WW3W Location:
https://what3words.com/accountancy.crabby.flexing

ছবি তুলতে শস্য খেতে গেলাম। গিয়ে সামনেই পেলাম করোলা ক্ষেত। দেখলাম করোলা গুলো অনেক সুন্দর ও বড় হয়েছে। তাই দুটো করোলা কে ক্যামেরাবন্দি করলাম। একটি টকটকে সবুজ ও আরেকটি হলুদ বা আমরা বলি পাকা।


IMG_20210729_140649.jpg

IMG_20210729_140637.jpg

Device: vivo Y11
Edit: Adobe Lightroom ( Android Version )
WW3W Location:
https://what3words.com/accountancy.crabby.flexing

আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে। ফুল গুলো অনেক সুন্দর দেখাচ্ছিল, কেননা সকালের শীতে ভরপুর ছিল ফুলগুলো। তাই ভাবলাম ফুলগুলোকে ক্যামেরায় বন্দী করে ফেলি।


IMG_20210830_162002.jpg

IMG_20210830_161856.jpg

Device: vivo Y11
Edit: Adobe Lightroom ( Android Version )
WW3W Location:
https://what3words.com/accountancy.crabby.flexing

সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম । তারপর লাউ খেতে গেলাম লাউ তুলতে। দুদিন পরপর লাউ তুলতে হয়। লাউ গুলো সঠিক সময়ে না তুললে বীজ হয়ে যায়। পরে আর খেতে ভাল লাগেনা আর ক্রেতারাও কিনতে চাই না। লাউ তুলতে গিয়ে দেখলাম অনেক লাউয়ের জালি নেমেছে। তাই একটি ছোট জালিকে ও একটি লাউ কে ক্যামেরাবন্দি করলাম।


IMG_20210830_161257.jpg

Device: vivo Y11
Edit: Adobe Lightroom ( Android Version )
WW3W Location:
https://what3words.com/accountancy.crabby.flexing

তারপর সিম খেতে গিয়ে দেখি অনেকগুলো সিম এর ফুল ফুটেছে। সিম খেতে ফুলগুলো দেখে আমি মনমুগ্ধকর হয়ে গেলাম কেননা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তাই ক্যামেরা বন্দি করলাম।


IMG_20210830_161753.jpg

IMG_20210830_161524.jpg

Device: vivo Y11
Edit: Adobe Lightroom ( Android Version )
WW3W Location:
https://what3words.com/accountancy.crabby.flexing

ছবি দুটি হল বেগুনের ফুল । বেগুনের ফুল গুলো দেখতে অনেকটা জবা ফুলের মত দেখায়। কিন্তু বেগুনের ফুল আকারে ছোট হলেও অনেক সৌন্দর্য ফুটিয়ে তোলে।


IMG_20210830_161336.jpg

IMG_20210830_161328.jpg

Device: vivo Y11
Edit: Adobe Lightroom ( Android Version )
WW3W Location:
https://what3words.com/accountancy.crabby.flexing

উপরের যে দুটো ছবি দেখতে পাচ্ছেন, প্রথমের ছবিটি আমাদের বাসা থেকে জমির বাড়ির দিকে গিয়েছে । আমাদের এলাকায় শস্য ক্ষেত যাওয়ার বেশ কয়েকটা এরকম রাস্তা আছে। এই রাস্তাটা আমাদের বাড়ির সাথেই ‌। আগের মত এবার কেমন বৃষ্টিপাত হয়নি । তাই আমাদের এলাকার কৃষকদের চাষাবাদ ও সেরকম ভাল হয়নি । কিছুদিন আগে ধানগুলো পানির অভাবে লাল হয়ে গিয়েছিল । কিন্তু পরশুদিন বৃষ্টিপাত হওয়াতে শস্য ক্ষেত গুলো আবার সজীবতা ফিরে পেয়েছে ।




20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Sort:  
 3 years ago 

বাহ!! অসাধারণ ফটোগ্রাফি হয়েছে আপনার। ফুল ও ফলের ফটোগ্রাফি গুলো সত্যিই চমৎকার হয়েছে। ধন্যবাদ♥

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29