আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি।10 % beneficiary @ shy-fox

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ।


আজ ২৯ই মার্চ , ২০২২


রোজ মঙ্গলবার।


আজকের দিন টা খুব ব্যস্ততার মধ্যে কাটলো। আমি চাই যেন প্রতিদিন এইরকম ব্যস্ততার মধ্যে থাকি। কেননা কাজ করতে খুবই ভালো লাগে। বসন্ত প্রায় শেষের দিকে চলে আসতেছে। বসন্ত শেষে গ্রীষ্মকাল নেমে আসবে। এই গ্রীষ্মকালে প্রচণ্ড রোদে তেমন বেশি কোন ফুল ফোটে না। তাই ভাবলাম এখনো বসন্তকাল শেষ হয়নি কিছু ফুলের ছবি ক্যামেরাবন্দি করে রেখে দিই। তাই বেশ কয়েকদিন ধরে ফুলের ছবি ক্যামেরাবন্দি করতেছি। তাই ভাবলাম আজকে কয়েকটা ফুলের ছবি আপনাদের মাঝে শেয়ার করি। আমি সপ্তাহে একটি হলেও ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। কোন কিছু সুন্দর দেখলেই মন অস্থির হয়ে যায় ফটোগ্রাফি করতে। সেটা ভুল হলে তো কোন কথাই নেই। তাহলে চলুন দেখে আসা যাক আজকের আমার ফটোগ্রাফি গুলো।



IMG_20220328_174820.jpg

IMG_20220328_174816.jpg



Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests

এই ফুলটি নাম (Petunia)। ফুলটি আমার খুবই পছন্দের । এক রঙের ফুলটি দেখতে খুবই ভালো লাগে । তবে বেশ কয়েক রঙের ফুল দেখা যায় ।

IMG_20220328_175013.jpg

IMG_20220328_175006.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests

এই ফুলের নাম ( Madagascar Periwinkle) । ছোট এই ফুলটি দেখতে অনেক সুন্দর। এই ফুলটি মূলত বসন্ত কালে ফোটে।

IMG_20220328_175127.jpg

IMG_20220328_175118.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests

এখন উপরে যে ফলটি দেখতে পাচ্ছেন সেটি হল বসন্তের রাজা ডালিয়া। ডালিয়া স্বীত বসন্তকে উজাড় করে তোলে। এত পরিমান বাগানে এই ফুল ফোটে সেটা কল্পনার বাইরে। দেখতে যতটা বড় ততই সুগন্ধে ভরপুর।

IMG_20220328_174759.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests

ফুলটির নাম হল (Hollyhock)। এই ফুলটি বসন্ত কালে ফোটে। তবে একটি গাছে অনেকগুলো ফুল ধরে। হয়তো যারা গ্রামে বসবাস করেন তারা ঢেঁড়স এর গাছ দেখেছেন । ঠিক তেমনই এই ফুলের গাছ।

IMG_20220328_174942.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests

এই ফুলটি হলো ( Madagascar Periwinkle) একটি জাত। এই ফুলের বেশ কয়েকটি জাত রয়েছে। ফুলগুলো এক রঙের হওয়ায় সব জাতের ফুলগুলো সৌন্দর্যে ভরা।

IMG_20220328_180940.jpg

IMG_20220328_180910.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests

পড়ন্ত বিকেলে ক্যাম্পাসে ঘুরতে গিয়ে এগুলো ফুল ক্যামেরাবন্দি করি। বাসায় ফেরার পথে লজ্জাবতী এই গাছটি চোখে পড়ে। গাছটি অনেক উপকারী তাই ক্যামেরাবন্দী করি। গাছটি কে টাচ করলেই গাছের পাতাগুলো মুরে যায়। এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তারপর লিচু গাছে দেখি লিচুর ফুল ফুটেছে।তাই ক্যামেরা বন্দী করে ফেললাম।

IMG_20220320_182104.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests

এবার অতি পরিচিত একটি ফুল আপনাদের মাঝে শেয়ার করেছি। ফুলটি কে চেনে না এমন ব্যক্তি হয়তো কমই পাওয়া যাবে। ফুলটির নাম হলো গোলাপ। লাল গোলাপ কমবেশি সবাই পছন্দ করে।

IMG_20220328_181129.jpg

IMG_20220328_181113.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests

এই ফুলের নাম হলো (visual matches) . ছোট্ট আকারের ফুল দেখতে অনেক সুন্দর লাগে। পাপড়ি গুলো রংবেরঙে ভরা । তবে শীত বসন্ত কালে ফোটে।



20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Sort:  
 2 years ago 

ফুলের ফটোগ্রাফির পোস্ট দেখলে অনেক ভালো লাগে। কেননা এতে সুন্দর সুন্দর কিছু ফুল দেখতে পাওয়া যায়। আজকে আপনার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য

একদম ঠিক বলেছেন ভাই।, ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ।

 2 years ago 

নয়নতারা ফুলের ছবি গুলো বেশ ভালো লেগেছে আমার কাছে । তাছাড়াও বাকি ফুলের ছবি গুলোও বেশ ভালোই তুলেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনারাও প্রতি শুভকামনা রইল ভাই । এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ।

 2 years ago 

আপনার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার প্রত্যেকটি ফুল গুলোর মধ্যে আমার কাছে গোলাপ ফুলের ছবিটা ভালো লেগেছে। এত সুন্দর ভাবে কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে ‌

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। ফুলগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে গোলাপ এবং ডালিয়া ফুল দেখতে বেশ দুর্দান্ত মনে হচ্ছে। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আমার ফটোগ্রাফি গুলো আপনাকে ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ফুল অপছন্দ করে এমন লোকের সংখ্যা কম। ফুল এমন একটি জিনিস যেটা সবাইকে উপহার দেওয়া যায়। ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন। আমার কাছে আপনার প্রথম দুইটা এবং শেষের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।।

অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাই । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম । আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণনাগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফুল ভালোবাসা না এমন লোক পাওয়া দুষ্কর সকালবেলায় আপনার এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মনটা ভাল হয়ে গেল আপনার সবগুলো ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। অনেক সময় এবং ধৈর্য নিয়ে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

জি আপু ঠিকই বলেছেন, ফুল ভালবাসেনা এমন লোক খুব কমই পাওয়া যাবে। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার তোলা ফুলের ফটোগ্রাফিক দেখে ভালো লাগলো। প্রথম ফুলটি আগেও দেখেছি কিন্তু নাম জানতাম না ও সর্বোপরি ডালিয়া ফুল তো আসলেই বসন্তের রাজা। দারুন ভাবে ফুটে উঠেছে এবং বেশির ভাগ বিদেশী ফুলের মত লাগলো। সর্বোপরি আপনার উপস্থাপনা ভালো ছিল। শুভকামনা রইল

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে মোবাইলে ধারণ করা খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। মোবাইল ফোন দিয়েও যে এমন সুন্দর কিছু ফটোগ্রাফি করা যায় তা আপনার পোস্ট দেখলেই বুঝতে পারা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ছবি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন সুযোগ পাই আমি ফটোগ্রাফি করে থাকি। বিভিন্ন রকম ফুলের ছবি দিয়ে আজকে আপনি আপনার পোস্ট সাজিয়েছেন ।খুব ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এগুলো শেয়ার করার জন্য।

ঠিক আপনার মত আমিও আপু ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 54114.77
ETH 2331.62
USDT 1.00
SBD 2.13