পেপার ফ্লাওয়ার ওয়ালমেট //DIY Event//10% Beneficiaries @shy-fox

হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন ‌। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকে আমি সপ্তাহব্যাপী DIY কনটেস্টে অংশগ্রহণ করলাম। আজকে আমি পেপার ফ্লাওয়ার ওয়ালমেট তৈরি করব। আশা করি সবাইকে ভালো লাগবে।

IMG_20210913_172420.jpg



উপকরণ:

বিভিন্ন রংগের পেপার
কাঁচি
গাম
পেন

IMG_20210913_173354.jpg

ধাপ ১

IMG_20210911_203652.jpg

GIF-210913_205013.gif

GIF-210913_204927.gif

IMG_20210911_204029.jpg

প্রথমে আমি একটি রঙিন পেপার নিয়েছি। তারপর দুইপাশে 10 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। তারপর সুন্দর করে ভাজ করে নিয়েছি।

ধাপ ২

IMG_20210911_204113.jpg

পেপারটি ভাঁজ করা হয়ে গেলে, কলম দিয়ে মার্কিন করে নিয়েছি। ও মার্কিন করা জায়গা দিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ ৩

IMG_20210911_204322.jpg

কাঁচি দিয়ে কেটে নেওয়ার পর, পুনরায় ভাজ গুলো খুলে ফেলেছি । তারপর এইরকম একটা ডিজাইনিং ফুল হয়েছে।

ধাপ ৪

IMG_20210911_205055.jpg

GIF-210913_211541.gif

IMG_20210911_205154.jpg

IMG_20210911_205239.jpg

এবার ফুলের একটি পাপড়ি কেটে ফেলি আমি। কাটা স্থানে অল্প একটু বাড়তি রেখে দেই। এবং সেখানে আঠা লাগিয়ে কাটা স্থানে আবার জোড়া লাগে দেই।

ধাপ ৫

GIF-210913_212440.gif

IMG_20210911_205420.jpg

এবার দুইটি ফুলকে জোড়া লাগিয়ে একটি ফুলে রূপান্তিত করি।

ধাপ ৬

IMG_20210911_211611.jpg

IMG_20210911_211054.jpg

আবার ওই একই ভাবে অন্য একটি কালার পেপার নিয়ে ছোট ছোট ফুল তৈরি করলাম।

ধাপ ৭

IMG_20210911_211833.jpg

ছোট ফুলটা বড় ফুলের মাঝখানে আটা দিয়ে স্থাপন করে দিলাম। এবার দেখতে মনে হয় অরজিনাল ফুলের মত লাগতেছে ‌।

ধাপ ৮

IMG_20210913_123944.jpg

IMG_20210913_123936.jpg

এবার কালার পেপার দিয়ে বেশ কয়েকটা কণিক তৈরি করলাম।

ধাপ ৯

IMG_20210913_121507.jpg

তারপর কিছু কালার পেপার লম্বা করে কাঁচি দিয়ে কেটে দিলাম।

ধাপ ১০

IMG_20210913_125200.jpg

তারপর কালার পেপার দিয়ে একটি ত্রিভুজের মতো বক্স তৈরি করলাম ‌।

ধাপ ১১

IMG_20210913_130107.jpg

এবার বক্সটিতে ফুল তিনটি সুন্দরভাবে আটা দিয়ে বসিয়ে দিলাম। তারপর রঙ্গিন পেপার লম্বা করে যেগুলো কাটছিলাম সেগুলো ডিজাইন করে আটা দিয়ে লাগিয়ে দিলাম।

ধাপ ১২

IMG_20210913_171254.jpg

IMG_20210913_171603.jpg

ফুল লাগানো হয়ে গেলে তারপর যেগুলো লম্বা কালার পেপার গুলো লাগিয়েছি সেগুলোতে কণিকাগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর আমার নিজের তৈরি করা DIY কমপ্লিট হয়ে গেছে।

ফাইনাল

IMG_20210913_172733.jpg

IMG_20210913_172420.jpg

অবশেষে আমার নিজের তৈরি করা পেপার ফ্লাওয়ার ওয়ালমেট শেষ । তারপর নিজের একটা সেলফি নিলাম।




20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Sort:  
 3 years ago (edited)

আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পেপার ফ্লাওয়ার ওয়ালমেট তৈরি করে দেখানোর জন্য,, আসলেই এটি সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনার ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে তাই আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ।

আপনার হাতের কাজটা অনেক সুন্দর হয়েছে ভাই।কাগজের তৈরি ওয়ালম্যাট এর বর্ণনা ধাপে ধাপে উপস্থাপন করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ আপনার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো ভাই।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

পেপার দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন সেটি অবশ্য সুন্দর হয়েছে। কিন্তু তার সাথে আপনি যে গিফট গুলো দিয়েছেন সেগুলো বেশ মানানসই।
মূল কথা আপনার কাজটি সম্পন্ন বিষয়টি খুব ভালোভাবে তুলে ধরার জন্য সাধুবাদ

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপনার ক্রিয়েটিভিটি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং শেয়ার করার জন্য আমার বাংলা ব্লগ এ

অনেক সুন্দর হয়েছে, কয়েকটি কাগজ দিয়ে ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধি। সত্যি অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

বেশ কিছুদিন ধরে দেখছি অনেকেই পেপার ম্যাট বানাচ্ছে খুব সুন্দর করে। আমিও একটা চেষ্টা নিব ভাবছি। খুব ভাল হয়েছে পেপার ম্যাট টা ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36