DIY - এসো নিজে করি//রঙিন পেপার দিয়ে ওয়ালমেট //10% beneficiary @shy-fox

হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিবারের মত মাসের দ্বিতীয় সপ্তাহ DIY - এসো নিজে করি প্রতিযোগিতা চলছে। তাই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটি DIY তৈরি করেছি। আমার বানানো DIY - হলো ওয়ালমেটএবং ধাপে ধাপে সাজিয়ে দিয়েছে। আশা করি সবাইকে ভালো লাগবে ।

IMG_20211010_145134.jpg

স্টেপ ০১:

IMG_20211010_095048.jpg

প্রথমে আমি কালার পেপার , স্কেল, কাঁচি , গাম ,ও পেন্সিল নিয়েছি ।

স্টেপ ০২:

IMG_20211010_095527.jpg

তারপর কালার পেপার গুলো ৬ সেন্টিমিটার ও ৪ সেন্টিমিটার করে কেটে নিয়েছি ।

স্টেপ ০৩:

IMG_20211010_095753.jpg

এবার পেপার গুলো কে কণিক এর মতো ভাঁজ করে নিয়েছি । এই রকম বেশ কয়েক রং এর বেশ কয়েকটি কণিক বানিয়েছি ।

স্টেপ ০৪:

IMG_20211010_100225.jpg

তারপর ছোট ছোট করে অনেক গুলো কালার পেপার কেটে নিয়েছি । ফুল তৈরি করার জন্য ।

স্টেপ ০৫:

IMG_20211010_105135.jpg

IMG_20211010_103552.jpg

IMG_20211010_103548.jpg

এবার ছোট-বড় অনেকগুলো ফুল তৈরি করেছি।

স্টেপ ০৬:

IMG_20211010_110144.jpg

এবার রঙিন পেপার দিয়ে কনিক গুলো আঠা দিয়ে জোড়া জোড়া করে নিয়েছি। তারপর এগুলোকে একটি মোটা পেপার এর উপর সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি।

স্টেপ ০৭:

IMG_20211010_110655.jpg

এবার মাঝখানে আঠা দিয়ে একটি ফুল বসিয়ে দিয়েছি। যাতে ওয়ালমেট তার সৌন্দর্য বৃদ্ধি করে।

স্টেপ ০৮:

IMG_20211010_111318.jpg

তারপর রঙিন পেপারের তিনটি সরু পেপার কেটে নিয়েছি। এবং ওয়ালমেট এর পিছনের দিকে আটা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি।

স্টেপ ০৯:

IMG_20211010_111906.jpg

স্টেপ ১০:

IMG_20211010_111917.jpg

এবার নিচের দিকে, রঙিন পেপার দিয়ে বানানো তিনটি ফুল আটা দিয়ে বসিয়ে দিয়েছি।

ফাইনাল:

IMG_20211010_114333.jpg

এবার ছোট-বড় সবগুলো ফুল আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। এভাবেই আমার ওয়ালমেট তৈরি হয়ে গেল।

IMG_20211010_144811.jpg
সর্বশেষ আমি ওয়ালমেট এর সাথে আমার সেলফি নিয়েছি।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের ওয়ালমেট । আশা করি সবাইকে ভালো লাগবে । আমি DIY তৈরি করতে খুব ভালবাসি । আমি তেমন সুন্দর করে বানাতে পারি না । তবুও অনেক চেষ্টা করি সুন্দর করে বানাতে ।

ধন্যবাদ সবাইকে । ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন ।



20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Sort:  
 3 years ago 

ওয়ালমেটটা অনেক সুন্দর হয়ছে ভাইয়া শুভকামনা রইল

আপনাকে ও ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি রঙিন পেপার দিয়ে অসাধারণ ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে সেই সাথে আপনি ধাপে ধাপে ফটো তুলে সুন্দর করে বর্ণনা করেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য । আপনার প্রতি শুভকামনা রইল ।

 3 years ago 

ও মামা আপনার বানানো এই ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে। দেওয়ালে দারুনভাবে মানিয়েছে সবকিছু। আপনি তো দেখছি একদম প্রো প্লেয়ার। আপনার জন্যে শুভকামনা রইলো।

ধন্যবাদ মামা আপনাকে । এত সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে সত্যিই আমি মুগ্ধ হলাম। আপনার উপস্থাপনাটি খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে ভাই।আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছাও রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59214.68
ETH 2622.69
USDT 1.00
SBD 2.44