আমার বাংলা ব্লগ কমিউনিটি কনটেস্ট "তেলে ভাজা রেসিপি"//ডাল বড়া//

হ্যালো বন্ধুরা,,,,,

আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রথম কনটেস্ট এ আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। কনটেস্ট হল, যে কোন তেলে ভাজা রেসিপি। আমার তেলেভাজার রেসিপিটি হল ডাল বড়া। আমার এই রেসিপিটি আশা করি সবাইকে ভালো লাগবে।

ডাল বড়া

IMG_20210625_153625.jpg

IMG_20210625_153835.jpg

প্রয়োজনীয় উপকরণ:

মসুর ডাল৫০০ গ্রাম
তেল৫০০ গ্রাম
মরিচপরিমাণ মতো
লবণপরিমান মতো
হলুদপরিমাণ মতো
রসুনপরিমাণ মতো
আদাপরিমান মতো
জিরা মসলাপরিমান মতো
পেঁয়াজপরিমান মতো






ধাপ ১:

  • আমি ডাল বড়া বানানোর জন্য মুসুর ডাল কে বেছে নিয়েছি। আপনারা চাইলে অন্য ডাল দিয়ে বড়া বানাতে পারেন। তবে আমার মা বলেন, অন্য ডালে চেয়ে মুসুরডালের বড়া অনেক টেস্টি হয়। তাই আমি বড়া বানানোর জন্য মসুর ডাল কে বেছে নিয়েছি।

IMG_20210625_072826.jpg

  • এবার মুসুর ডাল গুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। প্রায় আধাঘণ্টা থেকে দেড় ঘন্টা।

GIF-210627_113216.gif

IMG_20210625_072918.jpg

  • ভিজে নেওয়া হয়ে গেলে মসুর ডাল গুলো থেকে পানি সরিয়ে নিতে হবে। এবং দেখা যাবে যে, মুসুর ডাল গুলো আগের থেকে অনেক ফুলিয়ে ও নরম হয়ে গিয়েছে ।

IMG_20210625_134934.jpg

  • এবার মুসুর ডাল গুলোকে বাটা বা গুঁড়ো করার জন্য আমি সাংকি আর নোড়া নিয়েছি। আমাদের গ্রামের ভাষায় এগুলোকে সাংকি আর নোড়া বলে।

IMG_20210625_135150.jpg

GIF-210627_113347.gif

  • ভালো করে বাটা হয়ে গেলে । একটি পরিষ্কার বাড়িতে রাখবো।

IMG_20210625_143505.jpg

  • এবার আমরা পরিমাণমতো জিরা মশাল্লা দিব।

GIF-210627_113532.gif

তারপর পরিমাণমতো মরিচ দিব। মরিচ গুলোকে ছোট ছোট করে কেটে দিতে হবে।

GIF-210627_113638.gif

  • তারপর কিছু পরিমাণ ছোট ছোট করে রসুন কেটে দিয়েছি।

GIF-210627_113746.gif

  • তারপর পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ গুলোকে কচি কচি বা সরু সরু করে কাটতে হবে। যাতে ছোটো ছোটো বড়ো গুলোর সাথে খাপ খাইয়ে যায়।

GIF-210627_113900.gif

  • এবার কিছু পরিমাণ আদা বাটা দিয়েছি। মজাদার ও সুস্বাদু করার জন্য।

GIF-210625_170541.gif

  • এবার পরিমান মত হলুদ দিতে হবে।

GIF-210627_114606.gif

  • তারপর লবণ দিতে হবে পরিমাণমতো।

GIF-210627_114709.gif

  • এবার সবগুলো একত্রিত করার পর, ভালোভাবে মিশিয়ে বা মাখতে হবে ।

IMG_20210625_143751.jpg

GIF-210627_114810.gif

ধাপ ২:

  • এবার একটি পরিষ্কার কড়াই নিতে হবে।

IMG_20210625_150614.jpg

  • এবার কড়াইয়ে তেল দিতে হবে।

GIF-210627_114911.gif

  • এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেল গরম হওয়া অব্দি। তেল গরম হয়ে গেলে, একটা একটা করে বড়া ছাড়িয়ে দিতে হবে।

GIF-210627_115019.gif

IMG_20210625_151201.jpg

  • বড়াগুলো তেলে ছাড়িয়া দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর একটা কাঠি দিয়ে বড়া গুলোকে আলাদা আলাদা করে দিতে হবে। যাতে যেন জমাট লেগে না যায়।

GIF-210627_115119.gif

IMG_20210625_152404.jpg

  • এবার বড়াগুলো একপাশে হয়ে গেলে উল্টাই দিতে হবে।

GIF-210627_115223.gif

IMG_20210625_153343.jpg

  • এবার কিছুক্ষণ পর দেখব বড়াগুলো লাল লাল হয়ে গেছে। তার মানে বুঝতে হবে বড়াগুলো হয়ে গেছে। এবার কড়াই থেকে বড়া গুলোকে উঠিয়ে পরিষ্কার বাড়িতে রাখতে হবে।

IMG_20210625_153835.jpg

  • আমার তেলে ভাজা ডাল বড়া রেসিপি প্রস্তুত। সর্বশেষ বড়ার সাথে আমি সেলফি নিলাম।

IMG_20210625_153822.jpg

IMG_20210625_153805.jpg

IMG_20210625_153731.jpg

বন্ধুরা এই ছিল আমার ডাল বড়া রেসিপি। আশা করি সবাইকে ভালো লেগেছে। পরবর্তীতে আরো কোন মজার ও সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি সবাই দোয়া করবেন।

সবাইকে ধন্যবাদ । ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।

Sort:  
 3 years ago 

এই সময় মানে বর্ষা সিজনে এটা সকলের প্রিয় একটি খাবার ভাই, দারুন উপস্থাপনা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

এই বৃষ্টির সময়ে ডাল বড়া খেতে বেশ মজার।

হ্যা ভাই

 3 years ago 

ভালো বানিয়েছেন রেসিপিটা আপনার জন্য শুভকামনা রইল ।

ধন্যবাদ ভাইয়া

সুন্দর রেসিপি তৈরি করেছ ছোট ভাই।

ধন্যবাদ ভাই

 3 years ago 

খুব ভালো একটি রেসিপি ভাইয়া।

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58000.61
ETH 3105.20
USDT 1.00
SBD 2.42