মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন সবাই
মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন সবাই
মিথ্যা কথা বলার অভ্যাস আমাদের সমস্ত গ্রহণযোগ্যতাকে নস্যাৎ করে ফেলে। আমরা যখন কোন এক বিষয় নিয়ে মিথ্যা কথা বলি তখন সেটা অভ্যাসে পরিণত হয়। আমাদের সাফল্যের জন্য কিছু বিষয় মেনে চলা দরকার এবং কিছু বিষয় থেকে বিরত থাকা দরকার। সর্বাগ্রে মিথ্যা থেকে বিরত থাকুন।
আমাদের সকলে সেই গুলি মেনে চলা দরকার যেগুলি ইতিবাচক এবং সুফল দায়ী আর যেগুলি নেতিবাচক সেগুলি থেকে বিরত থাকা রং দরকার আমাদের সকলের এভাবে দুটি অভ্যাস তৈরি করা প্রয়োজন। মানুষ যত না যুক্তিবাদী তা থেকেও বেশি ভাবালু। সততা এবং সর্বাঙ্গীণ ন্যায় পরায়নতা আমাদের বিশ্বাস এবং অনুশীলনের ফলস্রুতি। অনেকদিন ধরে যা আমরা অনুশীলন করি তা আমাদের প্রকৃতি সঙ্গে একান্ত হয়ে যায় এবং সেটি হয় আমাদের অভ্যাস।
যে মানুষ সব সময় সত্য কথা বলে, সে প্রথম মিথ্যা বলে ধরা পড়ে যায়। আর যে মানুষ সব সময় অসৎ এবং মিথ্যা বলে ,সে প্রথমর সত্য বললে ধরা পড়ে যায়। সুতারাং সততা এবং অসততা দুটোই আমাদের অভ্যাস হয়ে দাঁড়াতে পারে। আমাদের চিন্তা ধারাও আমাদের অভ্যাস এর অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা যেমন আমাদের অভ্যাস তৈরি করি তেমনি অভ্যাস আমাদের চরিত্র গঠন করে। প্রকৃতপক্ষে আমাদের বোঝার আগেই অভ্যাস তৈরি হয়ে যায়। সেজন্য আমাদের সঠিক চিন্তা করে ইতিবাচক অভ্যাস তৈরি করার দরকার।
জনৈক ব্যক্তি বলেছেন-'আমরা আমাদের চিন্তা করি, কাজ অনুযায়ী আমাদের অভ্যাস তৈরি হয় এবং অভ্যাস আমাদের চরিত্র গঠন করে আর চরিত্র আমাদের ভাগ্য গঠন করে' ।
আমাদের ব্যবহারে আমাদের অভ্যাসের ফলস্রুতি। অভ্যাসের ফলে আমাদের কিছু কিছু ব্যবহার আপনা আপনি হয়ে যায়। চরিত্র আমাদের অভ্যাস এর যোগফল। যদি কোন ব্যক্তির ইতিবাচক অভ্যাস থাকে, তার চরিত্র ইতিবাচক হয়ে থাকে। আবার নেতিবাচক অভ্যাসের ফলে নেতিবাচক চরিত্রের মানুষ হয়। যুক্তি এবং বিচার এর অভ্যাস আরও শক্তিশালী। প্রথমে আমাদের অভ্যাস এত দুর্বল থাকে তা আমরা বুঝতে পারি না। কিন্তু ধীরে ধীরে এত দেরি হয়ে যায় যে সে অভ্যাস ত্যাগ করা কঠিন হয়।
ভালো অভ্যাস তৈরি করার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। বাল্যকালে আমি শুনেছি -তোমাদের অভ্যাস তৈরি করার প্রয়োজন ,কারণ অভ্যাস চরিত্র গঠন করে।
আমরা যা পুনঃ পুনঃ করি, তা অভ্যেসে পরিণিত হয়ে থাকে। কাজ করেই আমরা শিক্ষা লাভ করি ,সাহসিকতার সঙ্গে কাজ করলে আমরা সাহসী হই। আমরা যদি সততা ন্যায় পরায়নতা অভ্যাস করি তাহলে এইগুলি আমাদের চরিত্রের অধিগত হয়। সেইভাবে যদি আমরা নেতিবাচক গুণ যেমন অসততা অন্যায় ব্যবহার অথবা শৃঙ্খলা বোধের অভাব করি তাহলে সে গুলি আমাদের চরিত্রে প্রকট হয়।
আমাদের দৃষ্টিভঙ্গি ও অভ্যাস এর দ্বারা তৈরি হয়। অভ্যাস হয়ে আমাদের মানসিক অবস্থায় এবং বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে।
আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।
Unknown percent plagiarism
Source: https://www.ebanglalibrary.com/12314/%E0%A7%A6%E0%A7%AC-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%85%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8/
@steemcurator01, @endingplagiarism