অপেক্ষাকৃত সেই দিনটি আজ চলে আসলো //10% beneficiary @shy-fox

হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকে আমি অপেক্ষাকৃত সেই দিনটির কথা আলোচনা করতে যাচ্ছি। অপেক্ষাকৃত দিনটি হলো আজ ১৭/১০/২০২১ রোজ রবিবার। এই দিনটি হলো শিক্ষার্থীদের স্বপ্নপূরণের একটি দিন ।

IMG_20211017_115650.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

IMG_20211017_112914.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

আমরা ছোট থেকেই স্বপ্ন দেখি যে, বড় হয়ে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে। আর এই প্রতিষ্ঠিত হতে ছোট থেকে আমরা কঠোর পরিশ্রম করে থাকি। স্বপ্ন দেখি যে , উচ্চ মাধ্যমিক পাশ করে কোন এক ভালো ইউনিভার্সিটি তে পড়তে। এই স্বপ্ন কার মনেই না ভাসে। ইউনিভার্সিটি তে চান্স পেলে নিজেকে গর্ব মনে হয়। কেননা এতগুলো ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষা দিয়ে সেরা ।

বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং:

IMG_20211017_123523.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে অনেক পড়াশুনা করতে হয়। তাই আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি, তাদেরকে ছোট থেকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হয়। ভালো করে পড়াশুনা না করলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব মুশকিল। আর বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে, নিজেকে যেন অপদার্থ বলে মনে হয়।

IMG_20211017_131821.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

IMG_20211017_131802.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

ছোট থেকে সবাই কোনো না কোনো স্বপ্ন থাকে। যে ইঞ্জিনিয়ারিং, গণিত ,পদার্থবিজ্ঞান ,রসায়ন বিজ্ঞান ,আইসিটি, বিজনেস ইত্যাদি নিয়ে পড়ার স্বপ্ন দেখি ।আর এই স্বপ্নপূরণের ভর্তি পরীক্ষা ছিল আজ ‌‌।

করোনা মহামারীর কারণে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এই ভাইরাসের আক্রমণ এতই ছিল যে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া অসম্ভব হয়েছিল । তাই শিক্ষার্থীদের লাইফের কথা লক্ষ্য করে আমাদের দেশের সরকার অটো পাশ দিয়ে দেয়। অটো পাস দেওয়ার পর, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো নেওয়ার অসম্ভব ছিল ।

IMG_20211017_115317.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

IMG_20211017_115252.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

IMG_20211017_113959.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

IMG_20211017_113948.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

তাই আমাদের দেশের সরকার একটা প্ল্যান তৈরি করেছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যেতে লাগতো। আরে করণা মহামারীর কারণে এটা অসম্ভব ছিল । বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য অনেক ছাত্র-ছাত্রী যায় । আর এই ভাইরাসের কারণে যদি ছাত্র-ছাত্রী গুলো মারা যায় তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, শুধু দেশের এনা অনেক মায়ের কোল খালি হয়ে যেতে পারে।

এই কথা ভেবে আমাদের দেশের সরকার কিভাবে শর্টকাট পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যায় সেই প্ল্যান করলেন। প্ল্যানটি হল এক পরীক্ষায় দেশের ২০ টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। আর এই পরীক্ষা গুলো হবে সবগুলো বিশ্ববিদ্যালয়। যাতে ছাত্র-ছাত্রী সংখ্যা গ্যাঞ্জাম কম হয়।

তাই আজকে সেই গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল। আর এই পরীক্ষা দেওয়ার জন্য আমার এক বন্ধুকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যায়।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় । এই বিশ্ববিদ্যালয় সাধারণত ইঞ্জিনিয়ারিং ও কৃষি বিষয়ের উপর । এই বিশ্ববিদ্যালয়টি আয়তনের যত বড় ও দেখতে অনেক সুন্দর।

IMG_20211017_131717.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

IMG_20211017_131652.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

IMG_20211017_131603.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

IMG_20211017_131555.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

IMG_20211017_131527.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

IMG_20211017_115446.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://what3words.com/destiny.shredding.punch

এই গুচ্ছ পদ্ধতিতে একটি পরীক্ষা দিয়ে ২০টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে ।২০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯ টি রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাকি ১১ টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হলো:

১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
৩. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা ।
৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
৫. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
৬. বরিশাল বিশ্ববিদ্যালয়।
৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
৮. ইসলামী বিশ্ববিদ্যালয়।
৯. খুলনা বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট 11 টি:
১. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৪. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৫. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৬. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৮. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৯. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১০. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়।

তো বন্ধুরা এই ছিল মোট ২০ টি বিশ্ববিদ্যালয় । আর বাকি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা চালিয়ে যাচ্ছে। আজকের মত এখানেই শেষ করলাম।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।




20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Sort:  
 3 years ago 

আপনি ও কি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটি দিয়েছেন?অনেক ভালো লাগলো দেখে। আর আপনার পরীক্ষার হলটিও অনেক অপরূপ,দোয়া করি আপনার স্বপ্ন যেনো পূরণ হয়।

না আপু আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেইনি। আমার বন্ধু ও ছোট ভাইয়েরা দিয়েছে। আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ি।

আর আপনার পরীক্ষার হলটিও অনেক অপরূপ,দোয়া করি আপনার স্বপ্ন যেনো পূরণ হয়।

জি আপু দোয়া করবেন আমার বন্ধুরা ও ছোট ভাই যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে।

 3 years ago 

সব মিলিয়ে ফ্যান্টাস্টিক পোস্ট ছিল। কত গুলা বাস কি সুন্দর করে এক এক করে পার্ক করা দেখতেই ভালো লাগছে।

অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের 👌👌👌😍😍❣️❣️❣️

ধন্যবাদ ভাই আপনাকে! সুন্দর মন্তব্য করার জন্য। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

অনেক দারুন ভাবে বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থাপন করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.030
BTC 58784.30
ETH 2574.87
USDT 1.00
SBD 2.46