আমাদের সবাইকে আত্মনির্ভরশীল হওয়া উচিত

যদি আপনি আপনার ব্যাপারে সিন্ধান্ত নেন , লক্ষ্য নির্ধারণ করেন বা আত্ম-সম্মান ইত্যাদি ব্যাপারে অন্যের উপর ছেরে দিবেন না । আপনি কি ভেবে দেখেছেন ,আপনার জীবন নিয়ন্ত্রণ কিন্তু অন্যের হাতে তুলে দিতেছেন । এই কথাটা যদি আপনি গভীর ভাবে ভাবেন ,তাহলে আপনি আপনার জীবনের পরিচালনার দায়িত্ব অন্যের হাতে তুলে দিবেন না । নিজের উপর ভরসা করলে , আপনি প্রকৃত অর্থে স্বাধীন হবেন ।

0001-6362089244_20210821_205413_0000.png

আপনার সব সিদ্ধান্ত যে সঠিক হবে তা নয় , এমন আশা করা বাতুলতা ছাড়া কিছু না । আপনার কোনো কোনো সিদ্ধান্ত ‌সফল হতে পারেন আবার কোনো কোনো সিদ্ধান্ত না হতেও পারেন । সে সব নিজেকেই সামলাতে হবে । সফল আসুক বা না আসুক , দুটোই আপনাকে মন থেকে বা হাসি মুখে মেনে নিতে হবে ।

IMG_20210731_172204.jpg

IMG_20210731_172200.jpg

ছবিকৃষকদের ধান বীজ সংগ্রহ
মোবাইল ক্যামেরাvivo Y11
লোকেশনজমির হাট, পার্বতীপুর, দিনাজপুর ।

কতোদিন আনন্যো ব্যাক্তি আপনাকে সাহায্য করবে ।হয়তো বন্ধুত্ব আছে যত দিন । তারপর কি করবেন ? একদিন নিজের বিবেকের কাছে আসতেই হবে । তখন সব কি উল্টা পাল্টা মনে হবে । সুতরাং শুরু থেকেই নিজেকে প্রস্তুত করে নেওয়া উচিত ।কোনো কিছু ব্যাপারে নিজে সিদ্ধান্ত ও ভালো মানুষের পরামর্শ নিলে সফল হওয়া সম্ভাবনা বেশি থাকে । যদি কোনো বিষয়ে আপনার সন্দেহ থাকে ।

IMG_20210406_101706.jpg

IMG_20210406_101554.jpg

IMG_20210406_101537.jpg

ছবিইট ভাটায় ইট তৈরীর
মোবাইল ক্যামেরাvivo Y11
লোকেশনচৌপুকুর, পার্বতীপুর, দিনাজপুর ।

জীবনে আত্মনির্ভরশীল অর্জন করতে হলে । আপনাকে উদ্যেগী হতে হবে ‌ মানুষের সফলতার মুল ভিত্তি সময় , কাজের দায়িত্ব ৎ ও শ্রম । জীবনে আত্মনির্ভরশীল অর্জন করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে । যে কাজে বা পরিশ্রমে অর্থ উপার্জন হয় ,সে কাজ বা পরিশ্রমে সন্মান ও মর্যাদা লাভ করে । যদি সেটা ঘুষ, অন্যায় , দুর্নীতি না থাকে । সাফল্য লাভ করতে হলে যেমনি ইচ্ছাশক্তি ও সময়ের প্রয়োজন ,তেমনি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা ।

আপনি কোনো কাজকেই ছোট মনে করবেন না । কেননা কাজ তো কাজ । বড় হলেও কাজ ছোট হলেও কাজ । কাজের কখনোই অমর্যাদা নেই । যারা অজাথা সময় নষ্ট করে তারা নির্বোধ । আপনি ছোট বড় যেকোনো কাজে ব্যস্ত থাকুন , দেখবেন একদিন না একদিন আপনার সাফল্য অর্জন হবেই ।

IMG_20210504_154031.jpg

ছবিধান কাটার
মোবাইল ক্যামেরাvivo Y11
লোকেশনতকেয়াপাড়া, পার্বতীপুর, দিনাজপুর ।

যারা কঠোর পরিশ্রম দিয়ে সাফল্য লাভ করেছে তাদের নাম সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে । তাদের ইতিহাস থেকে আমাদের কিছু শিখে নেওয়া উচিত । এতে আমাদের কিছু কাজ করার আগ্রহ বাড়বে । মনে রাখা উচিত, একদিনে সফর হওয়া যায় না । কাজ করেন সফলতা কখন আসবে আপনি বুঝতে পারবেন না । আপনার কোনো কাজ ভুল হয়েছে , সেই কাজ নিয়ে চিন্তা করে ভেঙ্গে পরবেন না । বরং সেই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং কাজের প্রতি মনোযোগ হওয়া উচিত ।



7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JP3wqRkqgc5TZdWVXogLEoSrZGW6Mi6MMrZRFLdHwfVZQLdMo6DPqf7v4Cgpwmc4agPT65wCL7chPdkTW1GVcyCVa6ooWwq8.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZsKdYh6b15vyo1KeBB29BmgpGRm6AWFCvCuvRME91hjVxAP7kFd5vdZrgcW2q...zYPcxBQkpCcXGWgnFo5c4pzGU2vsVYrEnRnC476wbvnRMt4HwHpnUUondpTguqEsGC1Zs4bRL1tpYomTuDmDKJBAH6r1X2XsLY7oFFwnmPmbQ56ug73eRUN4k6.png

20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Sort:  
 3 years ago 

কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল যে বিষয়গুলো আমাদের জীবনে সবারই অনুসরণ করা উচিত। উদ্যোগ, আত্মনির্ভরশীলতা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, সময়, পরিশ্রম সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয় খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক কিছু শিখতে পারলাম জীবন সম্বন্ধে। ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ ভাই।

অনেক সুন্দর একটা বিষয় নিয়প আপনে আপনার পোষ্টটা সাজিয়েছেন। আমাদের সবারই উচিত নিজের কিছু করার চেষ্টটা করার। নিজের দায়িত্বটা নিজেই নেওয়া। এতো সুন্দর একটা পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাই

 3 years ago 

যে কোনো কাজে সফল হতে হলে আত্মবিশ্বাস অনেক বড় ভূমিকা পালন করে। যাইহোক ভাই আত্মবিশ্বাস নিয়ে অনেক সুন্দর লিখেছেন। আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই ! দোয়া করবেন পরবর্তীতে এরকম পোস্ট যদি আবারো করতে পারি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67402.68
ETH 3481.04
USDT 1.00
SBD 2.65