ডিজিটাল আর্ট - প্রকৃতির দৃশ্য।// 10% beneficiary @shy-fox

আসসালামুয়ালাইকুম

আজ ১০ এপ্রিল
, ২০২২, রোজ রবিবার।


আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ।


ebrahim f.png



আজকে আমি আবারও আপনাদের মাঝে একটি ডিজিটাল আর্ট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি প্রকৃতির দৃশ্যের ডিজিটাল অ্যাড করেছি । বাংলাদেশ ষড়ঋতুর দেশ। একেক ঋতুতে এ দেশ একেক রূপ ধারণ করে। আর এই ছয়টি ঋতুর মধ্যে ঋতুরাজ বসন্ত। বসন্তের প্রকৃতির সৌন্দর্য এতই মনমুগ্ধকর যে স্বপ্নের সাগরে ডোবার মত । শীতল আবহাওয়া, দক্ষিণা বাতাস, চতুর্দিকে সবুজ আর সবুজ, গাছের নতুন লতাপাতা ইত্যাদি দেখার মতোই। আর কোকিলের ডাক এর কথা তো নাই বা বললাম। এইসময় সবথেকে গ্রামের প্রকৃতি দৃশ্য অনেক সুন্দর লাগে। তাই ভাবলাম বসন্তের কিছু ছোঁয়া ডিজিটাল আর্ট এ দেই । তাই বসে পড়লাম বসন্তের এই মনমুগ্ধকর প্রকৃতির দৃশ্য অঙ্কন করতে।



ধাপ ০১ :

mXkfdToSwHy1F6xC7iNTTfvCRrDG4bHpLQDydL8vnym8nvpBRGLDjCZSRLrzdVuLhxC6RKatFrxdu7M5QqzvsYRXUpbft82rZqyaL5Rxa.png

প্রথমে আমি ফাইল নিয়েছি । তারপর (pen Tool ) দিয়ে নিজের মাটির শেপ অঙ্কন করেছি এবং তাতে কালো রং দিয়েছি ।



ধাপ ০২ :

mXkfdToSwHy1F6xC7iNTTfvCRrDG4bHpLQDydL8vnym8nvpBRGLDjCZSRLrzdVuLhxC6RKatFrxdu7M5QqzvsYRXUpbft82rZqyaL5Rxa.png

ebrahim 2.png

এবার আমি পেন্টুল ও ব্রাশ টুল ব্যবহার করে, নদী ও সবুজ শ্যামল মাঠ অংকন করেছি।



ধাপ ০৩ :

mXkfdToSwHy1F6xC7iNTTfvCRrDG4bHpLQDydL8vnym8nvpBRGLDjCZSRLrzdVuLhxC6RKatFrxdu7M5QqzvsYRXUpbft82rZqyaL5Rxa.png

ebrahim 3.png

এবার আমি ব্রাশ টুল ব্যবহার করে একটি সেতুর ডিজাইন অঙ্কন করেছি।



ধাপ ০৪ :

mXkfdToSwHy1F6xC7iNTTfvCRrDG4bHpLQDydL8vnym8nvpBRGLDjCZSRLrzdVuLhxC6RKatFrxdu7M5QqzvsYRXUpbft82rZqyaL5Rxa.png

ebrahim 4.png

এবার আমি সেতুর ওইপাশে কয়েকটি পাহাড়ের চিত্র অংকন করেছি এবং আমার পছন্দমত কালার দিয়েছি।



ধাপ ০৫ :

mXkfdToSwHy1F6xC7iNTTfvCRrDG4bHpLQDydL8vnym8nvpBRGLDjCZSRLrzdVuLhxC6RKatFrxdu7M5QqzvsYRXUpbft82rZqyaL5Rxa.png

ebrahim 5.png

এবার আমি ( Ellipse Tool) দিয়ে গাছ অঙ্কন করেছি ।



ধাপ ০৬ :

mXkfdToSwHy1F6xC7iNTTfvCRrDG4bHpLQDydL8vnym8nvpBRGLDjCZSRLrzdVuLhxC6RKatFrxdu7M5QqzvsYRXUpbft82rZqyaL5Rxa.png

ebrahim 6.png

এবার আমি বেশ কয়েকটি টুলস ব্যবহার করে দূরের গাছ অংকন করে দিয়েছি এবং আমার পছন্দমত কালার দিয়েছি।



ধাপ ০৭:

mXkfdToSwHy1F6xC7iNTTfvCRrDG4bHpLQDydL8vnym8nvpBRGLDjCZSRLrzdVuLhxC6RKatFrxdu7M5QqzvsYRXUpbft82rZqyaL5Rxa.png

ebrahim 7.png

এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার আকাশী রং দিয়েছি। যা দেখতে প্রায় আকাশের মতোই হয়েছে।



ফাইনাল

mXkfdToSwHy1F6xC7iNTTfvCRrDG4bHpLQDydL8vnym8nvpBRGLDjCZSRLrzdVuLhxC6RKatFrxdu7M5QqzvsYRXUpbft82rZqyaL5Rxa.png

ebrahim f.png

এবার সর্বশেষ আমার প্রকৃতির দৃশ্য চিত্র টি অঙ্কন করা হয়ে গিয়েছে। আশা করি আমার এই প্রকৃতির দৃশ্যের ডিজিটাল আর্ট টি আপনাদের ভাল লেগেছে। কোন কিছুতেই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মত এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে যেন আরও সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। খোদা হাফেজ।



20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Sort:  
 3 years ago 

আপনি ভালো ডিজিটাল আর্ট করেছেন তো। ব্রাশ টুল এর দ্বারা সেতু আর পাহাড়ের দৃশ্যটা ভালোই ফুটিয়ে তুলেছেন দেখছি। ভালো ছিল সব মিলিয়ে আপনার আর্টটি।

ধন্যবাদ দাদা আপনাকে । দোয়া করবেন পরবর্তীতে যেন আরও সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন ।যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে এই ধরনের চিত্র অঙ্কন করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় যেটা আপনার মধ্যে আছে। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন আপনি। ডিজিটাল আর্ট শেখার খুব ইচ্ছে রয়েছে আমার। আপনি অনেক সময় ব্যয় করে এই আর্ট করেছেন। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আমার ডিজিটাল আর্ট আপনাকে ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য। শুভকামনা রইলো আপনার প্রতি।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ডিজিটাল আর্ট করেছেন ভাইয়া। আপনার তৈরি প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক চমৎকার লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার ডিজিটাল আর্ট ভাইয়া, প্রাকৃতিক ডিজিটাল আর্ট গুলো সত্যি অনেক সুন্দর হয়, আপনিও অনেক সুন্দর করে কাজটি সম্পুর্ন করেছেন, এবং অনেক সুন্দর করে ধাপ গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ডিজিটাল আর্ট অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে এই ডিজিটাল আর্ট করেছেন। আপনার ডিজিটাল আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনি আপনার আর্টের মাধ্যমে উপস্থাপন করেছেন। সুন্দর একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদ আপনাকে ভাই। মন্তব্যটি ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার প্রতি।

 3 years ago 

ডিজিটাল আর্ট ভালো ছিল। প্রকৃতির দৃশ্য আপনি দারুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন এবং এই ধরনের কাজ করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভাল লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন টা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ডিজিটাল আর্ট আমি তেমন একটা পারি না। তবে আমাদের কমিউনিটির ইউজারদের তৈরি করা এই ডিজিটাল আর্ট গুলো দেখে ভালোই লাগে ভাই। প্রাকৃতিক দৃশ্য গিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন আপনার ডিজিটাল আর্ট এর মাধ্যমে। ডিজিটাল আর্ট সম্পন্ন করার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

ধন্যবাদ আপনাকে ভাই ।

 3 years ago 

আমি নিজে ডিজিটাল আর্ট করতে পারিনা। তবে ডিজিটাল আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার নিজেরও শেখার খুব ইচ্ছা। অনেক সুন্দর ভাবে আপনি আপনার আর্ট সম্পন্ন করেছেন। এবং খুব সুন্দর ও সহজ উপায়ে আমাদের সাথে ডিজিটাল আর্ট এর প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন। এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আশাকরি আপনার ইচ্ছা পূরণ হবে আপু। শুরু করেন দেখবেন যে হয়ে গেছে। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104664.06
ETH 3858.84
SBD 3.32