পাট উৎপাদনে আমাদের দেশের কৃষকরা

পৃথিবীতে সব সাধকদের বড় সাধক হলো আমাদের চাষারা। কেননা , তাঁরাই একমাত্র দেশের আশা । তাঁরাই চাষাবাদ করে দেশকে মুক্ত করে । তাঁরা তাঁদের সুখে কথা না ভেবে ঝড়, বৃষ্টি, রোদ কে পিছনে ফেলে চাষাবাদ করে । তারা এক ফসলে লছ হওয়ার পরেও , পরবর্তীতে ঐ ফসল আবার চাষাবাদ করে বুকে আশা নিয়ে। তাঁর মনে করে এবার আর লছ হবে না । তাঁরা লাভ লছ দুটাতেই অংশগ্রহণ করে ‌। তবুও তাঁরা কষ্ট করে আমাদের জন্য অন্ন্য যোগায় । আমাদের দেশের চাহিদা মিটিয়ে ,সেই অবশিষ্ট ফসলগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয় । তাঁরা আমাদের জন্য বা দেশের জন্য এত মহৎ কাজ করেও নিজেরা অহংকার করে না ।

কৃষকদের কষ্ট করে চাষাবাদ করা একটি ফসল নিয়ে আজকে আমি আলোচনা করব । যা আমাদের দেশের এক সময় প্রধান অর্থকরী ফসল ছিল । ফসলটি হলো পাট।

IMG_20210818_163616.jpg

পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় । কেননা পাট আমাদের দেশে এক সময় প্রচুর পরিমাণে চাষাবাদ হতো । এখন হয়তো একটু চাষাবাদ করা কমে গেছে । এই পাট রপ্তানি করে আমাদের দেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতো ।

পাট আমাদের দেশে কৃষকরা ফ্লাগুন, চৈত্র ও বৈশাখ এই তিন মাসে জমিতে বীজ বপন করে । জমিতে বীজ বপন করার পর 3 থেকে 4 দিন লাগে চারা গজানোর । তারপর 15 থেকে 16 দিন পর পাট ক্ষেতে নিড়ানি দিতে হয় । তারপর প্রয় তিন মাস হয়ে গেলে পাট কাটার উপযুক্ত হয় । আষাঢ় ,শ্রাবণ মাসে পাট কাটে কৃষকরা ।

IMG_20210811_181128.jpg

IMG_20210811_181117.jpg

সেই পাট পুকুরে বা নদীতে কৃষকেরা জাগ দেয় । জাগ দেওয়ার সময় খড় , লতাপাতা ইত্যাদি উপরে দেয় এবং জাগটি মাটি চাপা দিয়ে পানিতে একটু ডুবে দেয় । যাতে পাটগুলো খুব তাড়াতাড়ি পচে যায় ।

IMG_20210809_161307.jpg

IMG_20210809_161208.jpg

IMG_20210809_161159.jpg

IMG_20210809_161114.jpg

IMG_20210816_124354.jpg

IMG_20210809_160931.jpg

IMG_20210809_160924.jpg

IMG_20210809_161025.jpg

IMG_20210809_160839.jpg

IMG_20210809_160853.jpg

জাগ দেওয়ার পর 15 থেকে 20 দিন সময় লাগে পাটগুলো পচতে । সঠিক ভাবে পাটগুলো হলে , কৃষকেরা পাট থেকে আঁশ আলাদা করে । আঁশ গুলোকে আলাদা করার পর , ভালো ভাবে রোদে আঁশ গুলোকে শুকানো হয় । তার পর পাটগুলোকে গুদামজাত করা হয় ।

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JP3wqRkqgc5TZdWVXogLEoSrZGW6Mi6MMrZRFLdHwfVZQLdMo6DPqf7v4Cgpwmc4agPT65wCL7chPdkTW1GVcyCVa6ooWwq8.png

পাট থেকে আঁশ আলাদা করার ভিডিও:-

IMG_20210818_163605.jpg

ছবিপাটের
ক্যামেরাvivo Y11
লোকেশনসিংগীমারী তোকেয়াপারা , পার্বতীপুর ,দিনাজপুর।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZsKdYh6b15vyo1KeBB29BmgpGRm6AWFCvCuvRME91hjVxAP7kFd5vdZrgcW2q...zYPcxBQkpCcXGWgnFo5c4pzGU2vsVYrEnRnC476wbvnRMt4HwHpnUUondpTguqEsGC1Zs4bRL1tpYomTuDmDKJBAH6r1X2XsLY7oFFwnmPmbQ56ug73eRUN4k6.png

20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Sort:  
 3 years ago 

আপনার পোষ্টা অনেক সুন্দর হইছে,আগামিতেও আপনার কাছ থেকে এমন সুন্দর পোষ্ট আশা করবো।

ধন্যবাদ ভাই।

 3 years ago 

পাট নিয়ে অনেক তথ্য জানলাম আপনার পোস্ট থেকে, ধন্যবাদ আপনাকে,
এই ধরনের একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ।

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60814.66
ETH 2400.80
USDT 1.00
SBD 2.60