প্রসঙ্গ: নিয়তি // 10% beneficiary @shy-fox



আসসালামুয়ালাইকুম



আজ ১৬ই ফেব্রুয়ারি , ২০২২

রোজ বুধবার ।


হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ।


istockphoto-1295289697-170667a (1).jpg
Source

বিজ্ঞান এখন অনেক কিছু করতে সক্ষম । যেটা আগের মানুষ কল্পনাও করতে পারেনি এখন তা বিজ্ঞান ধীরে ধীরে বাস্তবায়ন করতেছে । একবারও কি ভেবে দেখেছি ? মানুষ হয়ে আকাশে উড়তে পারব। হ্যা তা সম্ভব করেছে বিজ্ঞান। একটু আগে চিন্তা করা যাক । আগের সময়ে মানুষ কেমন করে জীবন যাপন করছিল । বেশি বছর হবে না , যখন টেলিফোন আবিষ্কার হয়নি । আমরা দূরের কারো সাথে কথা বা সাক্ষাৎ করার জন্য সেই ব্যাক্তির কাছে চলে যেতে হতো বা চিঠির পাঠাতে হতো । তার পর কথপোকথন হতো । আর এখন দেখুন বিজ্ঞান কি রে ফেলেছে । বাসায় বসে থেকে পৃথিবীর সর্বত্রই কথা বলা যাচ্ছে । কিছু বলতে চাই ফোন বা ম্যাসেজ দিলে সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে । এটা একমাত্র সম্ভব করেছে বিজ্ঞান।

একটু মহাকাশের কথা চিন্তা করা যাক। আসলে এই মহাকাশটা কি ? আগে কি ছিল এখন কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে । আমাদের এই ক্ষুদ্র মাথা দিয়ে মহাবিশ্বের কুলকিনারা খুঁজে পাবো না । তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। জ্যোতির্বিদরা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম মহাকাশ নিয়ে চিন্তাভাবনা করেছিলেন। এই মহাকাশ নিয়ে একেক বিজ্ঞানী একেক বর্ণনা দিয়েছেন। এ অনেক কথা । হয়তো পরবর্তীতে মহাকাশ নিয়ে একটা পোস্ট লেখব (ইনশাআল্লাহ)।

একটু ইলেকট্রিসিটি কথা চিন্তা করা যাক। কে জানে রাতের আকাশে ইলেকট্রিসিটি দিয়ে দিনের মতো আলোকিত হবে । এ সব কিছু মানুষের দ্বারা সম্ভব । একটু পরিশ্রম করলে অনেক কিছুর খোঁজ পাওয়া যাবে। সে চিন্তা ধারা সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন । কিন্তু আমরা তা চিন্তা করতে চাই না । একটু চিন্তা করলে আরো অনেক কিছু করতে পারবে মানুষ ।



মুল কথা হলো,

মানুষ অহংকারের জন্য এত পিছিয়ে । যদি অলস আর অহংকার না করত তাহলে আরো অনেক কিছু করার সম্ভব হতো ।

মনে রাখতে হবে , এই পৃথিবীতে কেউ বিজ্ঞানী হয়ে জন্মায়নি । কেউ রাজা হয়ে জন্মায়নি । কেউ জমিদার হয়ে জন্মায়নি । আপনার আমার মতো করেই সবাই জন্মগ্রহণ করেছে ।



tarot-1600059_640.webp
Source

হ্যাঁ হতে পারে কেউ ভালো বংশে, কেউ আবার প্রচুর টাকা পয়সা থাকা পরিবারে । কেউ আবার ছোট খাটো কুঁড়ে ঘরে । কেউ আবার বসতিতে । কিন্তু সবাই একই নিয়মে পৃথিবীতে এসেছে । একেবারে খালি হতে । অতি সাধারণ ভাবে পোশাক ছাড়া। জন্মের পরে একেক জনের লাইফস্টাইল একেক রকম হয় ।

এখনকার বিজ্ঞান মায়ের গর্ভে থাকাকালীন বলতে পারে ছেলে হবে না মেয়ে । কিন্তু বিজ্ঞান বা কেউ এটা কি বলতে পারবে মেয়ে বা ছেলেটি বড় হয়ে কি হবে । ১০০% বলতে পারবে না । কেননা এটি একমাত্র বলতে পারবে সৃষ্টিকর্তা । তাছাড়া আর কেউ বলতে পারবে না ।

যদি নিয়তি বলা সম্ভব হতো তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো বলতে পারেন ? ২ টি অবস্থা ধারণ করত । এক ভালো ,দুই খারাপ । যদি মায়ের গর্ভে থাকাকালীন বলা যেতো যে, ছেলেটি বা মেয়েটি বড় হয়ে বিজ্ঞান হবে বা ডাক্টার হবে বা ইন্জিনিয়ার হবে ইত্যাদি এক কথায় ভালো হবে । তাহলে হয়তো সেই ছেলে বা মেয়েটি পৃথিবীর আলো দেখত । যদি খারাপ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতো , তাহলে ছোট থাকতেই মেরে ফেলত । নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন ।

আচ্ছা যারা রাজা - বাদশার পরিবারে জন্মগ্রহণ করে তারা কি সবাই রাজা হয় ?তারা কি সবাই রাজপ্রাসাদে আরাম করে সারা জীবন কাটিয়ে দেয় । তারা কি সবাই রাজা হয়ে মৃত্যুবরণ করে ? আমার মতে না ।



child-1054862_640.jpg

Source

কেননা নিয়তি সবকিছু এক নিমিষেই সৃষ্টিকর্তা পরিবর্তন করে দিতে পারেন । এখন হয়তো আপনি রাজা বা অনেক টাকার মালিক , সৃষ্টিকর্তা যদি চায় নিমিষেই পথে নামিয়ে দিতে পারে । হয়তো বেকার রাস্তার ছেলেটি একদিন অনেক টাকার মালিক হতে পারে।হয়তো বেকার , অশিক্ষিত , রাবিশ , ছেলেটি পথে ঘুরে বেড়াচ্ছে হয়তো তার ভাগ্য নিমিষেই পরিবর্তন হতে পারে । পৃথিবীর ইতিহাসে এমন অনেক মানুষ আছে , যার শূন্য থেকে শুরু করেছিল । এখন তারা প্রতিষ্টিত ব্যাক্তি ।

আমরা যখন বড় হয়ে বেকার থাকি , তখন সমাজের লোক এসে বলে অনেক হয়েছে এখন কিছু করো । তখন আমরা কি উত্তর দেই? কোনো কিছু করতে হলে টাকার দরকার । টাকা নাই তো কিছু নাই । টাকাই হচ্ছে কিছু করার কারিগড় । আমাদের প্রথমেই এই চিন্তা ধারা পাল্টাতে হবে ।

জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে টাকা লাগে না । লাগে শুধু আইডিয়া আর কঠোর পরিশ্রম । বর্তমান যুগে সবকিছু ডিজিটাল । এখন নিজের আইডিয়া দিয়ে কাজ করতে হবে ।ছোট ছোট স্বপ্ন দেখতে হবে , একেবারে অনেক বড় স্বপ্ন দেখা যাবে না ‌‌তবে লক্ষ্য থাকতে হবে । তাহলে জীবনে কিছু করার সম্ভব হবে । জীবনে ছোট ছোট রিস্ক নিতে হবে । এই ছোট্ট ছোট্ট রিষ্ক একদিন ভাগ্যের চাকার পরিবর্তন করে দিতে পারে ।

ধন্যবাদ সবাইকে । আজকে এই পর্যন্তই থাক । পরবর্তী পোস্ট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো (ইনশাআল্লাহ)। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন ।



20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65647.77
ETH 3166.18
USDT 1.00
SBD 2.60