বসন্তের কিছু ফুলের ফটোগ্রাফি। 10% beneficiary @shy-fox

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ।


আজ ৯ই মার্চ , ২০২২


রোজ বুধবার ।


আজকে আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে আমাকে খুবই ভালো লাগে। এটা আমার ছোটবেলা থেকে এক নেশা। তাই সুন্দর কিছু পেলে ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। আমাকে সবচেয়ে বেশি ফুলের ফটোগ্রাফি করতে ভালো লাগে। কেননা ফুল দেখতে অনেক সুন্দর আর সুন্দর জিনিসের ছবিও সুন্দর হয়।



IMG_20220309_165721.jpg

IMG_20220309_165734.jpg



Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests
এই ফুলটি নাম (Garden Cosmos)।এই ফুলটিকে আমরা সবাই চিনি । ফুলটি দেখতে অনেক সুন্দর ‌‌। বেশ কয়েক রঙের এই ফুল দেখা যায় । তবে শীত ও বসন্ত কালে ফোটে

IMG_20220309_165636.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests
ফুলটি আমরা সবাই চিনি। ফুলটির নাম (ডালিয়া)। এই ফুল দেখতে অনেক বড়। দেখতে ঠিক ডালির মতো । এই ফুল গাছে অধিক পরিমাণে ফোটে। বেশি ফোঁটায় বাগানকে অনেক সুন্দর দেখায় ।

IMG_20220309_165657.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests
বসন্তের একটি সুন্দর ফুল । তবে বেশ কয়েক জাত রয়েছে ‌। ভারতে সবচেয়ে বেশি দেখা যায়। তাই তো এই ফুলের নাম (Barbendesiya) । ফুলটি দেখতে অনেক সুন্দর ‌ ফুলটি আকারে অনেক লম্বা হয় ।

IMG_20220309_170029.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests
এই ফুলের নাম (Dragon's head lily) । দেখতে রজনীগন্ধা ফুলের মত। তবে বিভিন্ন রং এর ছিটেফোঁটা দিয়ে এই ফুল সাজানো।

IMG_20220309_165942.jpg

IMG_20220309_165915.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests
এই ফুলের নাম (China pink)। এই ফলগুলো দেখতে ছোট ছোট। আর এই রংবেরঙের ফুলগুলো বসন্তকে রঙিন করে তোলে।

IMG_20220309_165847.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests
এই ফুলের নাম (Aster)। ফুল গুলো দেখতে অসাধারণ। বেশ কয়েক রঙের জাত রয়েছে। তবে ফুলগুলো এক রঙের হয়ে থাকে।

IMG_20220309_165756.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests
এই ফুলের নাম (Strawflower )। ফুলটি দেখতে অনেক সুন্দর। হলুদের বুকে লাল রঙের ছোঁয়া।

IMG_20220309_165613.jpg

Device: vivo Y11
Click : @ebrahim2021
WW3W Location:
https://w3w.co/airways.snowboards.pests
এই ফুলের নাম গাঁদা। এই ফুল কমবেশি সবাই পরিচিত। কেননা যে কোন অনুষ্ঠানে এই ফুল বেশি ব্যবহৃত হয়। ফুলটির সুগন্ধি অনেক ভালো। ছোট ছোট হলুদ পাপড়ি দিয়ে ফুলটি সাজানো।



20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Sort:  
 2 years ago 

আপনার বসন্ত ফুলের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে আপনি ফটোগ্রাফিতে খুব দক্ষ। তার সাথে প্রত্যেকটি ফুল দেখতে অসাধারণ লাগছে বিশেষ করে aster এবং garden cosmos ফুলটি দেখতে চমৎকার লাগছে।অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর ভাবে বসন্ত ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য । শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বসন্ত মানেই ফুলের সময়।প্রতিটা ফুল দেখতে অনেক সুন্দর লাগছে আর আপনিও অনেক গুছিয়ে প্রতিটা চিত্রের আলোচনা করেছেন ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার করা বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়েছি ভাই ।ৎআপনি দারুন ফটোগ্রাফি করতে পারেন আমার কাছে ব্যক্তিগতভাবে তিন নম্বর ফটোগ্রাফি টা অনেক ভাল লেগেছে। তাছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল সবমিলিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার ফটোগ্রাফি আপনাকে ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম। ‌‌ধন্যবাদ আপনাকে ভাই ‌

 2 years ago 

আপনি অসম্ভব রকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভাল লেগেছে আপনার ফটোগ্রফি। আপনার প্রত্যেকটি ছবি ছিল খুবই চমৎকার তবে দ্বিতীয় নাম্বার ছবিটি আমার বেশি ভাল লেগেছে।

ধন্যবাদ আপনাকে ভাই । অনেক সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

আপনার পোস্টটিতে ফুলের সমারোহ দেখে মুগ্ধ হয়ে গেলাম। বসন্ত কে সামনে রেখে আপনি বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করেছেন যা দেখে বেশ ভালো লাগছে। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। আর এই সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বসন্তকালের অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি তুলে ধরার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাই ।

 2 years ago 

বসন্তকালে আমরা বিভিন্ন ধরনের ফুলের সাথে পরিচিত হই। সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে ফুল বাগানে। দেখতে অনেক ভালো লাগে। আপনি সুন্দর সুন্দর কিছু বসন্তকালের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুবই ভালো লাগছে। ডালিয়া ফুল টা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আর গাধা ফুল টা আমার কাছে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে এই ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

ডালিয়া ফুলটি অনেক বড় হয় ভাই । তাই দেখতে সুন্দর লাগে । ধন্যবাদ আপনাকে ‌

বসন্ত মানেই চারিদিকে শুধু ফুল আর ফুল। ফুল দিয়ে চারদিকে ভরপুর হয়ে যায়। আপনার তোলা বসন্তকালের প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে। প্রথম ছবিটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার।

ঠিক বলেছেন,

বসন্ত মানেই চারিদিকে শুধু ফুল আর ফুল।

এত সুন্দর প্রকৃতির আবহাওয়া ও চারদিকে ফুলের সমাহার বলেই বসন্তকে ঋতুরাজ বলা হয় ‌

 2 years ago 

দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। Dragon's head lily এই ফুলটি আমি এই প্রথম দেখলাম। খুবই সুন্দর ফুল টি। আপনাকে ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32