আজকে কলেজ ল্যাবে প্রাকটিক্যাল এর মুহূর্ত // 10% @shy-fox
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকের দিনটা সকাল থেকে ভালই যাচ্ছিল। কালকে Discord এ লুডু খেলে অনেক আনন্দ পেয়েছি। লুডু খেলা শেষে Discord এ সবাই মিলে আর একটু আড্ডা দিলাম। তারপর আমি ছয়টার দিকে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠলাম প্রায় বারোটার ওই দিক। ঘুম থেকে উঠে গোসল করলাম । তারপর একটু খাওয়া দাওয়া করলাম তাড়াহুড়ো করে।
ঘড়ির কাটায় দেখি প্রায় একটা বেজে গেছে। আমার আজকে ফিজিক্স ল্যাবে 1:15 ক্লাস আছে। তাই তাড়াতাড়ি চলে গেলাম । গিয়ে দেখি প্রায় সব ছাত্রছাত্রী এসেছে । গিয়ে দেখি স্যার আসেনি । তারপর আমি ক্লাসে ঢুকলাম। কিছুক্ষণ পর স্যার আসলো। আজকের ক্লাসটা ছিলো তিন ঘন্টার।
স্যার আসলো ছারকে সালাম দিলাম। স্যারকে বললাম কেমন আছেন। স্যার বলল ভালো।স্যার আমাদেরকে বলল তোমরা কেমন আছো। আমরা বললাম আলহামদুলিল্লাহ ভালো স্যার। স্যার আরো ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করল।
তারপর স্যার বলল আজকে কি প্রাকটিক্যাল আছে। আমরা বললাম 7 নাম্বার প্রাক্টিক্যালটা আছে । স্যার বলল ও! তাহলে তোমরা প্রাকটিক্যাল এর জন্য রেডি তো। আমরা বললাম জ্বী স্যার আমরা রেডি সর্বদাই।
আমাদের আজকের প্রাকটিক্যাল এর বিষয়টি হলো: পিন পদ্ধতিতে সমতল দর্পণে আলোর প্রতিফলন সূত্রের সত্যতা যাচাই।
খুব সহজ একটা পরীক্ষণ বা প্রাক্টিক্যাল। হয়তো কারো কারো কাছে অনেক কঠিন হতে পারে। তারপর ছাড় বোর্ডে প্রাকটিক্যালটা লেখক।
তারপর স্যার আমাদের চারটা গ্রুপ ভাগ করে দিল। একটা গ্রুপে 12 জন করেছিলাম। তারপর স্যার ল্যাব এসিস্ট্যান্ট কে বলল, প্রাকটিক্যাল এর মালামাল গুলো নিয়ে আসতে।
আমাদের আজকের প্রাকটিক্যাল এর মালামাল গুলো ছিল:-
★১ সমতল দর্পণ;
★১ সাদা কাগজ;
★অংকন বোর্ড;
★আলপিন;
★চাঁদা;
★স্কেল ইত্যাদি।
এগুলো নিয়ে আসার পর। স্যার বলল, সবাই প্র্যাকটিক্যাল খাতা নিয়ে এসেছো। আমরা বললামঃ জি স্যার নিয়ে এসেছি। স্যার বলল প্রাকটিক্যাল এর সাথে সাথে তোমরা খাতায় লিখব ফলাফলগুলো। আমরা বললাম ঠিক আছে স্যার।
এবার ছাড় প্রথম গ্রুপকে খুব মনোযোগ বা আত্মনির্ভর এর সাথে বুঝিয়ে দিচ্ছে। এমন সুন্দর করে বুঝাচ্ছে যে, একটি খারাপ ছাত্র খুব সহজেই বুঝে ফেলবে।
স্যারের প্রাক্টিক্যাল বোঝানোর সময় কিছু ছবি:-
অবশেষে স্যার প্রত্যেকটি গ্রুপকে খুব সহজভাবে প্রাক্টিক্যাল বুঝায় দিল। এত সহজ ভাবে বুঝিয়ে দিল যে, অতি সহজেই সবাই বুঝে গেলাম। কারণ আলোর প্রতিফলন এত সহজ করে অন্য কেউ বুঝাতে পারেনা।
এখন স্যার বলল, আমি তো বুঝাই দিলাম এখন তোমাদের কাছ থেকে বুঝে নেব। আসলেই তোমরা বুঝছো কিনা। আমরা বললাম স্যার আমরা সর্বদা প্রস্তুত , আমরা ভালভাবেই বুঝেছি প্রাক্টিক্যাল টা।
তারপর আমি নিজেই প্র্যাকটিক্যাল টা তৈরি করলাম:-
তারপর স্যার সবাইরে প্রাক্টিক্যাল চেক করলো। দেখতেছে সবাই পুরোপুরি বুঝেছে। স্যার আমাদের আবারো সবাইকে বলল, তোমাদের যদি কোনো জায়গায় বুঝার অসুবিধা থাকে তাহলে আমাকে বলতে পারো। আমরা সবাই বললাম, না স্যার আমরা বুঝেছি।
স্যার বলল ওকে ধন্যবাদ তোমাদের। এর পরের প্রাকটিক্যাল এর জন্য প্রস্তুতি নাও। আমরা বললাম জি স্যার।
তারপর আমরা সবাই প্রাকটিক্যাল কি পর্যবেক্ষণ করলাম। পর্যবেক্ষণ করে প্রাকটিক্যাল এর মান কত হলো তা বের করলাম। তারপর প্রাকটিক্যাল খাতায় সাথে সাথে লিখে ফেললাম।
লেখা শেষ হলে স্যার প্র্যাকটিক্যাল খাতা গুলোতে সঙ্গে সঙ্গে সিগনেচার করে দিল। স্যার বলল আজকের মত এখানেই শেষ। তারপর সবাই অনেক আনন্দের সাথে ক্লাস থেকে বাইরে আসলাম। এর মধ্যে অনেক কাহিনী ঘটে গেছে , থাক আজকে আর না বলি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।
আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।
ল্যাব এ প্যাক্টিক্যাল ক্লাস করতে আমার খুবই ভালো লাগে। কারন প্রাকটিক্যাল এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারি। আমি মনে করি ছাত্রজীবন প্র্যাকটিক্যাল ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। শুভকামনা রইলো আপনার জন্য
আমি আশা করি আপনি শেখার মজা পাবেন
আপনার কলেজের ল্যাব এর প্রাক্টিক্যাল মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। আর আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ মামা। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ডিপ্লোমা লাইফ মানেই আনন্দের লাইফ ভাই।প্রথম পর্বে ও তৃতীয় পর্বে আমাদের ড্রইং ক্লাস ছিল।ক্লাস গুলো খুব মনোযোগ দিয়ে করতাম।ক্লাস গুলো খুব মিস করি এখন।ডিপ্লোমা লাইফে আপনার জন্য শুভকামনা রইল ভাই।
ভাইয়া, আপনার প্রাকটিক্যাল পরীক্ষার বিভিন্ন বিষয়গুলো খুব সুন্দর হবে আপনি উপস্থাপন করেছেন এবং বুঝিয়ে দিয়েছে। আমি আপনার এই পোস্টটি পড়ে বেশ কিছু সম্বন্ধে জানতে পারলাম। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে ।আপনার সুন্দর মন্তব্য জন্য।