প্রসঙ্গ :কাজের প্রতি মনোযোগ হওয়া উচিত [10% beneficiary @shy-fox]



আমাদের অলস মন সবসময় বিশ্রাম নিতে চায় । কোনো কাজ করতে গেলে ,অলস মনে প্রশ্ন জাগে পরে করব বা কালকে করব । সেই আশায় বসে থেকে কাজটি করায় আর হয় না । তাই আমাদের সবাইকে উচিত মনকে চাপ দেওয়া । কোনো কাজ যদি একান্তই জরুরী মনে হয় , তাহলে আপনি নিজেই সাথে সাথে শুরু করে দিন । এ কথা ভাববেন না যে , পরে করব বা কালকে করব ।


20210827_081450_0000.png

Canva দিয়ে তৈরি


আমাদের সবাইরে বড় হয়ে একটা স্বপ্ন থাকে যে , সুন্দর বাড়ি হবে গাড়ি হবে ইত্যাদি । এই স্বপ্নগুলো পুরন করতে হলে কর্ম যুদ্ধে নেমে পরতে হবে । অর্থ উপার্জন করতে হবে । কোনো কাজকেই ছোট মনে করা যাবে না । আপনাকে সবার সাথে বন্ধুত্ব রাখতে হবে। তাহলে আপনার বন্ধুরা অনেক কাজ সামনে এনে দিবে । কেননা স্বপ্ন পূরণ করতে হলে অর্থ উপার্জন করতে হবে ।আর অর্থ উপার্জন করতে হলে কাজ ও পরিশ্রম দরকার ।মনে জোর বা শক্তি না থাকলে সাফল্য অর্জন হয় না ।

কাজে কারো সাথে প্রোতরনা করবেন না বা লোভী হবেন না । লোভ করে কাউকে ঠগিয়ে নিলে সেই অর্থ বেশি দিন টিকে থাকে না । বরং সেই পাপ আপনার উপরেই ক্ষতি করবে । কথায় আছে , লোভে পাপ পাপে মৃত্যু ।

তাহলে একটা ঘটনা বলি:

তিন বন্ধু একসাথে সোনার খোঁজে বেড়িয়েছে । অনেক খোঁজাখুঁজি করার পর চারটা সোনার দলা পেয়েছে । তারা অনেক খুশি কেননা তাদের স্বপ্ন পূরণ হয়েছে । এই সুখে এক বন্ধুর পানির পিপাসা লাগে । একজন কে পানি আনতে পাঠিয়ে দেওয়ার হয় । এখন বাকি দুই বন্ধু ভাবে , আমরা তিনজন কিন্তু সোনা চারটা ভাগ বনবে না । তাই বাকি দুই বন্ধু ঐ বন্ধুকে মেরে ফেলে দুইটা দুইটা করে ভাগে নিতে চায় । অবশেষে পানি আনতে পাঠিয়ে দেওয়ার বন্ধুকে খুন করার সিদ্ধান্ত নেয় ‌।

এখন যে বন্ধু পানি আনতে গিয়েছে আমরা তিনজন কিন্তু সোনা চারটা ভাগ বনবে না । তাই সে ভাবে যদি পানির মধ্যে বিষ মিশিয়ে দেয় তাহলে ঐ দুই বন্ধু ঠুস । চারটা সোনা আমার হয়ে যাবে । যে কথা সেই কাজ ।

অবশেষে পানিতে বিষ মিশিয়ে নিয়ে আসলো । বাকি দুই বন্ধু মিলে তাকে খুন করল । তারা দুইজন আনন্দে চারটা সোনা দুইকা দুইটা করে ভাগে করে নেয় । আনন্দে নাচতে নাচতে বাকি দুই বন্ধু পিপাসায় সেই বিষ মিশানো পানি পান করল এবং ঐ দুই বন্ধু ও মৃত্যুর স্বদ গ্রহন করল ।

অবশেষে বেশি লোভ করায় সবাইকে মৃত্যু বরন করতে হলো এবং সোনাগুলো ঐ স্থানে পড়ে থাকল । কেউ আর পেল না ।



45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZsKdYh6b15vyo1KeBB29BmgpGRm6AWFCvCuvRME91hjVxAP7kFd5vdZrgcW2q...zYPcxBQkpCcXGWgnFo5c4pzGU2vsVYrEnRnC476wbvnRMt4HwHpnUUondpTguqEsGC1Zs4bRL1tpYomTuDmDKJBAH6r1X2XsLY7oFFwnmPmbQ56ug73eRUN4k6.png

20210618_231449.jpg

আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।



Sort:  
 3 years ago 

আপনার গল্প আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

গল্পটি অনেক শিক্ষণীয় ছিল, অতি লোভে তাঁতি নষ্ট সেটার প্রমাণ ছিল। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং আমাদের প্রত্যেকের কাজের প্রতি মনোযোগী হওয়া উচিত।

 3 years ago 

লোভে পাপ পাপে মৃত্যু' একথা আমাদের সবারই জানা।ওই তিন বন্ধুর একই অবস্থা হয়েছে। এবং দিন শেষে যারা নিজের কাজ কে ভালবাসে এবং সঠিকভাবে সম্পন্ন করে তারাই সফলতা অর্জন করে।ধন্যবাদ খুব সুন্দর একটি বিষয় শেয়ার করেছেন।

 3 years ago 

আপনার গল্প থেকে প্রতীয়মান হয় যে বেশি লোভ করে সকলেই পরিশেষে মারা গেলেন আমরা যে প্রবাদটি অনেক আগে থেকেই শুনেছি লোভে পাপ পাপে মৃত্যু' সেটা সত্যি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66436.09
ETH 3439.46
USDT 1.00
SBD 2.65