আমার বাংলা ব্লগে আমার পরিচয়মূলক প্রথম পোস্ট

যাক বাঁচা গেছে এবার :D । বহুদিন বাদ একটা মনের মত দল পেয়েছি, যেখানে সারাদিন বসে বসে গুলতানি পাকানো যাবে। বাংলা দলের দরকার ছিল একটা, কারো একটা প্রোফাইলে দেখলাম এই কমিউনিটির নাম সেখান থেকে সটান ঢুকে গেছি।
যাকগে বাদ্দিন, আপাতত এসে যখন গেছি তখন সহজে নড়ছি না এখান থেকে, আপাতত নিজের ব্যাপারে একটু ঢাক পিটিয়ে নিই, ভালো লাগলে আপভোট করবেন, না লাগলে করবেন না, অবশ্য না লাগার চান্সই বেশি।
নাম তো দেখতেই পাচ্ছেন, বৈশাখী দত্ত। থাকি ভারতবর্ষ, শহর দুর্গাপুর। মেয়েদের বয়েস বলতে নেই জানি তবুও এখানে বলছি। গুটি গুটি করে উনত্রিশটি বর্ষা এবং বসন্ত শেষ করে ফেলেছি এখনো কাঠ সিঙ্গেল, ঠিক মনের মত কাউকেই পাচ্ছি না, কাজেই অগত্যা ফেসবুকে চলো ক্রাশ খাই দলে সুন্দর সুন্দর ছেলে দেখেই মনের দুঃখে চোখের জল ফেলি।
পড়াশুনো খানিকটা করেছি তবে সেটা ওই নাম কা ওয়াস্তে, কাজের কাজ কিছুই না, ellectronics and communications এ ব্যাচেলর ডিগ্রী করেছি তারপর data and forensic major নিয়েও দু বছর নাকের জলে চোখের জলে হয়েছি। তারপর বেশ কয়েক জায়গায় চাকরী বাকরী করেছি , আপাতত এক বন্ধুর স্টার্ট আপে নিজের মত একটা কেবিন খুঁজে নিয়ে সারা দিন সেখানেই বসে থাকি। যদিও কোভিডের চক্করে বাড়ির বাইরে বেরোচ্ছি না তাই বাড়ি থেকেই কাজ করছি। আর সারাদিন মা বাবা সবার গালি খাচ্ছি, অবশ্য গালি খাবার মতো কাজ আমি প্রতিদিনই করি। এই হচ্ছে বিষয় এবং গল্পের শেষ।
এই দলটা দেখে বিরাট ভালো লেগেছে, রোজ আসবো, এসে কি করবো জানি না কিন্তু আসবো। চেস্টা করবো আপনাদের মাঝে মাঝে গান শোনাতে বা ছবি আঁকতে । আজ এটুকুই থাক। পরের দিন আবার আসবো তখন কথা হবে।
ওয়ান্স এগেইন কমিউনিটি অ্যাডমিনকে ধন্যবাদ এত সুন্দর একটা বাংলা কমিউনিটি বানানোর জন্য। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে যাবেন না। সাবধানে থাকবেন।
সাথের ছবি গুলি আমার নিজের।

WhatsApp Image 2021-06-15 at 4.13.23 PM.jpeg

WhatsApp Image 2021-06-15 at 4.03.16 PM.jpeg

Sort:  

@rme ধন্যবাদ সাজেশনের জন্য। টাইটেল চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই হলো । ধন্যবাদ সাহায্যের জন্য।
love and respect for you sir

 3 years ago (edited)

আপনাকে স্বাগতম জানাই এখানে।

প্রথম দিকে কথাগুলো খুব ছন্দের সাথে শুরু করেছেন। আমি পড়ে বেশ মজাও পেলাম। যাইহোক সুন্দরভাবে পরিচয়মূলক পোস্ট করার জন্য ধন্যবাদ।

তবে লক্ষ্য রাখবেন ইংলিশ শব্দ কখনোই ব্যবহার করবেন না এই ব্লগ এ. এই ব্লগটি সম্পূর্ণ বাংলা ভাষায়। আপনি ইতোমধ্যে কমেন্ট এ ইংলিশ ব্যবহার করেছেন, এডিট করে বাংলা করুন। বাংলা ছাড়া অন্য ভাষা ব্যবহার করলে মিউট করা হবে.

 3 years ago (edited)

ইংলিশ শব্দে বা দু'একটি ইংলিশ সেন্টেন্সও কোনো সমস্যা নেই । পুরোটা ইংলিশ বা অন্য্ কোনো ভাষায় না করলেই হলো ।

খুব সুন্দর উপস্থাপন। আমার খুব ভালো লেগেছে। আশা করি পাকা বুড়ির আরো পাকা পাকা কথা পড়তে পারবো।অনধিকার চর্চা করলাম ভালবেসে,আদরে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67200.37
ETH 3331.98
USDT 1.00
SBD 2.77