আমার করা কিছু রেনডম ফটোগ্রাফি।
হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়।আজ আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটাই আমার প্রথম ফটোগ্রাফি পোস্ট হতে যাচ্ছে। আমি আমার মোবাইলে ধারণ করা বিভিন্ন সময় এর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলি আপনাদের ভালো লাগবে।
What's 3 Word Location
এটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। আসলে এই মাঠের ব্যাপারে কি বলবো এটি খুবই সুন্দর। সবসময় পরিপাটি রাখা হয় মাঠের ভার্সিটির কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রায়সময় ক্লাস শেষ করে এ সুবিশাল মাঠের দিকে তাকালে মনে প্রশান্তি জাগে। প্রথম সেমিস্টারের অনেক ফুটবল খেলেছি এ মাঠে। এই ছবিটা যখন নিচ্ছিলাম তখন ফুটবল টুর্নামেন্ট চলছিল।
এই ছবিটি মূলত তুলেছিলাম আমি যখন ভার্সিটির শাটালের লাইনে দাঁড়িয়ে ছিলাম।আমার মূলত পিছনের দিক অর্থাৎ মাঠ থেকে ছবি তুলা হয় সবসময় তাই সামনের দিকের অংশের বিল্ডিং এর সৌন্দর্য এবং পরিবেশ অনেক বাইরের মানুষের কাছে অজানা রয়ে যায়। তাই আমি এই সৌন্দর্যটা তুলে ধরার জন্য মূলত ছবিটা তুলা।
এই ছবিটা তুলেছিলাম আমি ভার্সিটির সিঁড়িতে এ বসে। আমি মূলত বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ বসার পর আমি এই ছবিটা ধারণ করলাম। এখানে মূলত আমাদের ভার্সিটির লোগো দেখা যাচ্ছে। লোগোর সাথে রয়েছে একটি কৃত্রিম ঝরনা। ছবি তোলার সময় ঝরনা টি বন্ধ ছিল তাই হয়তো বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে।
এই ছবিটি তুলেছিলাম আমি ভার্সিটি চতুর্থ তলা হতে। আসলে ভার্সিটির আশেপাশে অনেক খানি খালি জায়গা এবং সবুজ গাছপালা দিয়ে আবৃত অনেক জায়গা রয়েছে।তাই ভার্সিটি উপর থেকে যদি চারপাশের পরিবেশ দেখি তখন আসলে মন খুবই ভালো হয়ে যায়। কারণ ঢাকা শহরে এরকম এতদূর পর্যন্ত সবুজ এর সমারোহ দেখা আসলে অনেক দূর সাধ্য বিষয় হয়ে যাচ্ছে দিন দিন।
আজকে আপনি আমাদের মাঝে দারুন কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। চমৎকারভাবে ফটোগুলো ক্যাপচার করেছেন এবং তা আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখার মত ছিল অনেক সুন্দর সুন্দর ফটো। এত সুন্দর ফটো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্ট টা দেখার জন্য এবং অনুপ্রেরণা মূলক কমেন্ট করার জন্য।
এ জাতীয় রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আকাশের চিত্র অনেক সুন্দর ভাবে ধারণ করেছেন আপনি। আসলে ফটোগ্রাফি করার মধ্যে ট্যালেন্ট থাকা প্রয়োজন। কিছুটা হলেও সৌন্দর্য যার মধ্যে লুকিয়ে থাকে। কোন স্টাইলে ছবি ধারণ করতে হবে কেমন পজিশন থেকে নিতে হবে তারই ধারণা থাকলে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়। বেশ ভালো লাগলো বর্ণনা সাথে সুন্দর উপস্থাপন করেছেন দেখে।
জী সঠিক। ফটোগ্রাফি করতে আসলে অনেক ট্যালেন্ট এর প্রয়োজন।ধন্যবাদ আপনার মূল্যবান৷ কমেন্ট করার জন্য।
ওটা ১০০ ফিটের সাথে অবস্থিত, তাই না?
আপনার Honor 200 lite কেমন সার্ভিস দিচ্ছে ভাই?
ভাল থাকুন।
জ্বি এটা ১০০ ফিট মাদানী এভিনিউ তে অবস্থিত।
প্রায় দু সপ্তাহ হল মোবাইলটা নিয়েছি আমার খুবই ভালো সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত।
শুনেছি UIU এর ক্যাম্পাস নাকি অনেক সুন্দর! কখনও যাওয়া হয়নি। আজকে আপনার ছবিতে প্রথমবার এই ক্যাম্পাস দেখলাম। আসলেই সুন্দর অনেক। 👌
হ্যাঁ ক্যম্পাস টা আসলেই অনেক সুন্দর আসবেন একদিন।
ইচ্ছা আছে যাওয়ার। বহিরাগত কি এলাউ করে?