গ্রামীন রেসিপি || মসুর ডাল ও কচু শাকের তরকারি রেসিপি || ১০% লাজুক-খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

PicsArt_09-30-12.54.16.jpg
Source
Edit:picsart app

আসসালামু আলাইকুম

সুপ্রিয়,

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশাকরি আপনারা অনেক ভালো ও কুশলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি।

বন্ধুরা সাপ্তাহিক ছুটির দিনে আমি আজ আপনাদের মাঝে বিশেষ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি।রেসিপি টপিক নিয়ে যা শেয়ার করতে যাচ্ছি, তা হলো-

গ্রামীন রেসিপি || মসুর ডাল ও কচু শাকের তরকারি রেসিপি || ১০% লাজুক-খ্যাঁকের জন্য।

কয়েকটি ধাপে এই রেসিপিটি ফটোসহ আপনাদের সামনে উপস্থাপন করছি।তার আগে প্রয়োজনীয় উপকরণগুলো উল্লেখ করবো।

প্রয়োজনীয় উপকরণ

মসুর ডাল ও কচুশাকের তরকারির রেসিপির নিচের উপকরণগুলো সংগ্রহ বা হাতের কাছে রাখবো-

পরিমাণমতো-

১.মরিচ বাটা,
২.পিঁয়াজ বাটা,
৩.রসুন বাটা,
৪.আদা বাটা,
৫.লবন,
৬.হলুদ,
৭.মসলা বাটা,
৮.মসুর ডাল-২৫০ গ্রাম,
৯.কচু শাক-৫০০ গ্রাম,
১০.তেল,
১১.ডেকসি,
১২.চামচ,
১৩.ডেকসি ঢাকনি,
এবং
১৪.ইন্ডাকসন।

PicsArt_09-30-12.45.35.jpg

প্রথম ধাপ

মসুর ডাল সংগ্রহ করার পর বাসার আশেপাশে অনেক দেশি কচুর গাছ দেখতে পাওয়া। সেখান থেকে কচুর পাতা বা কচুশাক তুলবো। নিচের ছবিতে দেখুন।

IMG_20210926_110244.jpg

দ্বিতীয় ধাপ

কচুশাক তুলে আনার পর ভালোভাবে পানি ধুয়ে ফেলবো।এমনভাবে ধুবো যাতে কচুর পাতার কোথাও কোন মাকড়সার জাল বা অন্য পোকামাকড় আটকে না থাকে।

IMG_20210926_111051.jpg

তৃতীয় ধাপ

এবার মসুরের ডালগুলো পানি দিয়ে ধুয়ে নেবো।এমনভাবে ধুবো যাতে মসুরের সাথে কোন ময়লা আবর্জনা বা কোনকিছুর খোসা না থাকে।

IMG_20210926_111659.jpg

চতুর্থ ধাপ

এখন যে ডেকসিতে পাক করবো, সেই ডেকসিতে মসুর ডালগুলো রাখবো এবং তাতে পেঁয়াজ,মরিচ,তেল,মসলা,লবন,আদা,রসুন,হলুদ এগুলো পরিমাণমতো দিয়ে দেবো।

IMG_20210926_111643.jpg

পঞ্চম ধাপ

তারপর হাত দিয়ে বা চামচ দিয়ে ডেকসির মসুরগুলো নেড়ে মিক্সার করবো।

IMG_20210926_111804.jpg

ষষ্ঠ ধাপ

এখন ধোয়া কচুশাকগুলো ঐ ডেকসিতে দিয়ে আবার কচুশাকসহ মসুর ডাল মিশ্রিত করবো।তারপর একটু পানি দেবো।

IMG_20210926_111844.jpg

সপ্তম ধাপ

মসুর ডাল,কচুশাকসহ অন্যান্য উপাদান মিশ্রিত ডেকসিটি ইন্ডাকসনে বসিয়ে দেবো তাপ দেয়ার জন্য এবং ইন্ডাকসনের বিদ্যুৎ সংযোগ দিবো।

IMG_20210926_112211.jpg

অষ্টম ধাপ

ইন্ডাকসনের সুইচ অন করে দিয়ে ইন্ডাকসনের পাওয়ার ২০ পর্যন্ত বাড়িয়ে দেবো এবং ডেকসিতে ঢাকনা দেবো, যাতে তাড়াতাড়ি পাক হয়ে যায়।

IMG_20210926_112252.jpg

নবম ধাপ

১০ থেকে ১৫ মিনিট ইন্ডাকসনে হিট দেবো,তা চামচ দিয়ে একটু নাড়া দেবো।আবার ঢাকনা দেবো।

IMG_20210926_113754.jpg

দশম ধাপ

৫/৭ মিনিট হিট দেয়ার পর ডেকসিটি ইন্ডাকসন থেকে নামাবো এবং তরকারি তৈরি হয়ে গেল।এভাবে আমরা খুব সহজে মসুর ডাল ও কচুশাকের তরকারি তৈরি করতে পারি।মসুর ডালে প্রচুর পরিমানে উদ্ভিজ প্রোটিন রয়েছে এবং কচুশাকে প্রচুর ভিটামিন-এ রয়েছে, যা চোখের জন্য খুবই কার্যকরী।

IMG_20210926_115250.jpg

এবার পরিবেশন করার পালা।খাইতে কত মজাই না হবে।

IMG_20210926_150233.jpg

ছবির উৎস

ছবি তোলাএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
ক্যাটাগরিগ্রামীন রেসিপি
লোকেশনভেন্ডাবাড়ী,পীরগঞ্জ,রংপুর,বাংলাদেশ
what3words locationhttps://w3w.co/embrace.squeamish.highlighted

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই আর্টিকেলটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

Sort:  
 3 years ago 

আপনার আজকের শেয়ার করা রেসিপি আমার বেশ পছন্দের খাবার। আপনি অনেক সুন্দরভাবে রেসিপি উপস্থাপন করেছেন।এত সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

মসুর ডাল এবং কচু শাক অনেক পুষ্টিকর খাবার।আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি বানিয়েছেন।শুভ কামনা

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 61065.80
ETH 2610.29
USDT 1.00
SBD 2.53