🐟"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ০৮ ||কাগ্না ও ইলিশ ভাজির সেরা রেসিপি|১০%লাজুক-খ্যাঁকের জন্য।🐟

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

একমাত্র বাংলায় ব্লগিং করার জন্য শ্রেষ্ঠ কমিউনিটি
আমার বাংলা ব্লগ
কমিউনিটির নেতৃবৃন্দ এবং
সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সেই সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি উক্ত কমিউনিটির ফাউন্ডার এডমিন ফ্যান্টম ভাই এবং বাংলাদেশী আঞ্চলিক এডমিন জনাব আরিফ ভাইকে। যাদের সুব্যবস্থাপনায় আজকের এই প্রতিযোগিতাটি আয়োজিত।

আশাকরি আপনারা সকলে অনেক ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

"কাগ্না ও ইলিশ ভাজির সেরা রেসিপি"-আজকের প্রতিযোগিতায় আমি আপনাদের মাঝে ভাগ করে নিতে চাচ্ছি।আশাকরি রেসিপি ও রেসিপির আর্টিকেলটি সবার অনেক ভালো লাগবে এবং সম্পুর্ণ একটি ইউনিক রেসিপি হিসাবে খ্যাত হবে।

PicsArt_10-30-08.35.29.png

কিছু কথা-

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আরিফ ভাইয়ের এক পোস্টের মাধ্যমে যখনে জানলাম ইলিশ রেসিপি কনটেস্টের অংশগ্রহণের শেষ সময় ২৭ অক্টোবর,২০২১ইং তারিখ দুপুর ১২টা।মাথাটা ঘুরে গেল। কিভাবে সংগ্রহ করবো ইলিশ।

কারণ বর্তমান বাংলাদেশে ইলিশ ধরা ও ক্রয় বিক্রয় সম্পুর্ণ নিষেধ।সেটা আবার ২৫ অক্টোবর পর্যন্ত।এই একদিনে কি ইলিশ পাওয়া যাবে? অনেক মাছের দোকানে বা আড়তে যোগাযোগ করে বুঝলাম যে সম্ভব না।
যাই হোক বাজার থেকে ইলিশ সংগ্রহ করা হলো।

অনেক বকবক করে ফেললাম।এখন রেসিপি শুরু করি,কেমন?

কাগ্না ও ইলিশ ভাজির সেরা রেসিপি করতে নিচের উপকরণগুলোর সংগ্রহ করবো-

ক্রমিক নম্বারউপকরণপরিমান
কাগ্না বা কলার গাছের ডাল বা শাখা(চম্পাবতী কলার গাছ হলে ভালো হয়৩ টি
ইলিশ মাছ১ টি
শুট মরিচ বাটাস্বাদমতো
মসলা বাটাপরিমানমতো
পেঁয়াজ৩টি
রসুন১টি
সয়াবিন তেল১০০ মিলিলিটার
সরিষার তেল১০ মিলিলিটার
আদা১টি
১০হলুদপ্রয়োজনমতো
১১লবনস্বাদমতো
১২পানিপ্রয়োজন মতো
১৩কাঁচা মরিচ৫/৭ টি

IMG_20211030_080118.jpg

রেসিপি পদ্ধতি

প্রথমে কলার গাছ থেকে একটি শাখা বা ডাল কেটে নিয়ে এর পাতাগুলো কেটে ফেলে দিবো। শাখাগুলো লম্বা অবস্থায় আছে, এগুলোকে ৩/৪ ইঞ্চি পরিমান কেটে কেটে ছোট করে নেবো।

PicsArt_10-27-08.52.32.png

তারপর এই শাখা বা কাগ্নার একটি চামড়া আছে, তা ছিলে বা তুলে ফেলবো।এখন চাকা চাকা করে কাটবো।

PicsArt_10-27-08.57.08.png

তারপর ধুয়ে ডেকসিতে নেবো তাতে একটু পানি দিয়ে চুলায় বা ইন্ডাকসনে তুলে দিয়ে ১০ মিনিট হীট দেবো বা গরম করবো বা সিদ্ধ করে নেবো।

IMG_20211027_072659.jpg

তারপর ঐ কাগ্নার পানিগুলো ফেলিয়ে দেবো শুধু কাগ্নাগুলো রাখবো।তারপর এগুলোকে আবার উপরোক্ত উপকরণ গুলো দিয়ে কড়াইয়ে করে সয়াবিন তেলে ভাজিয়ে নিতে হবে।

IMG_20211027_081536.jpg

IMG_20211027_082128.jpg

ইলিশ মাছ বাজার থেকে কিনে আনা হলো।তারপর মাছগুলোও চাকা চাকা করে বা টুকরো টুকরো করে কাটবো,তারপর ধুয়ে নারিভুড়ি গুলো ফেলিয়ে দেয়ার পর কড়াই বা ডেকসিতে তুলবো।

PicsArt_10-30-08.42.02.png

এবার কড়াইয়ে ইলিশ মাছ গুলো তুলে দিয়ে প্রয়োজনমতে উপরোক্ত উপকরণ গুলো দিয়ে মিক্সচার করতে হবে।

IMG_20211030_080326.jpg

এরপর কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে মাছের টুকরো গুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত ভাজতে হবে।

IMG_20211030_080618.jpg

কাগ্না ও ইলিশ মাছ আলাদা আলাদা ভেজে নেয়ার পর উভয় ভাজিগুলো একত্রে মিশ্রিত করতে হবে।নিচের ফটোর মতো।

IMG_20211030_082019.jpg

এবার আর একটি ডেকসি বা কড়াই চুলায় বা ইন্ডাকসনে দিয়ে তাতে ১০ মিলিলিটার সরিষার তেল দেবো এবং পেঁয়াজ তিনটি কুচিকুচি করে কেটে এই কড়াইয়ে দিয়ে হীট দেবো এবং চামচ দিয়ে নাড়াতে থাকবো।

IMG_20211027_082247.jpg

IMG_20211027_082500.jpg

সরিষার তেল ও পেঁয়াজ লাল রঙ ধারণ করলে তখন ঐ কড়াইয়ে মাছ ও কাগ্নাগুলো ভাজিগুলো
চুলা বা ইন্ডাকসনের উপর কড়াইয়ে ঢেলে দিয়ে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেবো। এতে করে ভাজিটি খুব টেস্টফুল বা মজাদার হবে।

IMG_20211030_091512.jpg

তারপর চুলা থেকে নামাবো।তাহলে তৈরি হয়ে গেল কাগ্না ও ইলিশ ভাজির সেরা রেসিপি।এগুলো অন্য একটি পাত্রে ঢালবো।

IMG_20211030_082312.jpg

এখন পরিবেশন করার পালা। খুবই সুস্বাদু হয় এই ইলিশ ও কাগ্নার ভাজি।একবার খেলে ছাড়তেই চাইবেন না। আমাদের এলাকায় খুবই জনপ্রিয় একটি তরকারি।

আলোকচিত্রের বর্ণনা-

ধারণকৃত ডিভাইসএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
ক্যাটাগরিকনটেস্ট রেসিপি
এডিটিং এ্যাপপিক্সআর্ট এ্যাপ
এডিটর@doctorstrips
লোকেশনভেন্ডাবাড়ী,রংপুর,বাংলাদেশ
what3words locationhttps://w3w.co/sufferer.backfiring.trailers

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই কন্টেন্টটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDauYvSmU5YwaicxdjYVMkYcBBwsZr3sxcuckxrNxavhN3XSs7DQjh44G3hpr9jZrc39uGjaK1T8f6txknsMBeuQSg7W1wxsgtjoYv9iBrGdKD3on9FhF.gif

Sort:  
 3 years ago 

এটা তো ইলিশ মাছ না, আমাদের এখানে এটাকে নারকুলি মাছ বলে। আপনার রেসিপি আমরা গ্রহন করতে পারছি না।

 3 years ago (edited)

@moh.arif
@rme
ভাই এই পোস্টটি এখন যাচাই বাচাই করে দেখতে পারেন।পোস্টটি সংশোধন করা হয়েছে।ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর লাগছে আপনার তৈরি রেসিপিটা।ধাপে ধাপে সুন্দর বর্ণনা দিয়েছেন।যা আমার কাছে খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেয়ার জন্য।

 3 years ago 

কাগ্না ও ইলিশ ভাজি এ রেসিপিটা একদম নতুন লাগলো আমার কাছে। আপনি প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভ কামনা রইল অনেক ভাল ছিল।

 3 years ago 

সুন্দর ও মুল্যবান কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

কাগ্না এটার নাম এই প্রথম শুনলাম আমি । এটি আগে কখনো দেখিও নি ।আপনি সেটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলেছেন। আপনার জন্য শুভকামনা রইল।আপনার রেসিপিটি খুব মজাদার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

আমি অত্যন্ত খুশি আপু আপনার মুল্যবান মন্তব্যের জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার রেসিপিটি অনেক সুন্দর ছিল। আর দেখতে অনেক সুন্দর লাগছে। এর আগে কখনো কাগনা ও ইলিশ ভাজি রেসিপি দেখি নি।শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপু অনেক সুন্দর মতামত দেয়ার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর লাগছে আপনার তৈরি রেসিপিটা।ধাপে ধাপে সুন্দর বর্ণনাও দিয়েছেন।যা আমার কাছে খুবই ভালো লেগেছে।
শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য ভাই।

অনেক সুন্দর হয়েছে আপনার কাগ্না ও ইলিশ মাছের ভাজির রেসিপিটা ভাইয়া।দেখে আমার জিহ্বায় জল এসে গেছে।সব মিলে অনেক সুন্দর হয়েছে ভাই।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

খুব ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন আপনি। কাগ্না ও ইলিশ ভাজির রেসিপি আমার কখনো খাওয়া হয়নি। আমার কাছে পুরাই নতুন একটি রেসিপি মনে হচ্ছে। তবে দেখে মনে হচ্ছে খেতে অনেক ভালো হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য

 3 years ago 

আপনার ইলিশ মাছ ভাজি রেসিপি তৈরি আমার খুবই পছন্দ হয়েছে। ইলিশ মাছের যত ধরনের রান্না খেয়েছি তার মধ্যে ভাজি রেসিপি বেশি স্বাদ পেয়েছি। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি। শুভকামনা রইল ধন্যবাদ জন্য ভাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

ইলিশ মাছ আমার খুব প্রিয়। আপনার রেসিপি টি অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64453.36
ETH 3507.44
USDT 1.00
SBD 2.56