"আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা-৭ || by doctorstrips ||১০% লাজুক-খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগ প্রকৃতির সৌন্দর্য প্রতিযোগিতা-৭ by doctorstrips.pngপ্রতিযোগিতার থাম্বানিল।[এডিটিং এ্যাপ-পিক্সআর্ট এ্যাপ]

🙏আসসালামু আলাইকুম

সুপ্রিয়,

স্টিমিটে সেরা ও অপ্রতিদ্বন্দী বাংলা ব্লগার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"-এর এডমিন, যোগ্য ও প্রিয় ব্যক্তিত্ব,সাদা মনের মানুষ এবং নীতিবান স্টিমিয়ান নেতা জনাব @rme ও অন্যান্য এডমিন,মডারেটর, সদস্য ও সাবস্ক্রাইবার স্টিমিয়ান সকল বন্ধুদের জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল হতে একরাশ প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন 🥀।

সেই সঙ্গে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতাবোধ 🌹রইল আমাদের প্রিয় মডারেটর,যিনি এই প্রতিযোগিতার সুব্যবস্থা করার জন্য এই প্রতিযোগিতা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন,যাতে আমরা সহজে অংশগ্রহণ করতে পারছি,তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের প্রিয় মডারেট জনাব @shuvo35

তার সাথে জানাচ্ছি আমাদের প্রিয় এডমিন @rme@tanuza এর সুপুত্র, স্নেহের বাঁধন " টিনটিন" বাবুর জন্মদিনের শুভেচ্ছা।শুভ জন্মদিন

আজকের প্রতিযোগিতায় আমি আপনাদের মাঝে যা শেয়ার করতে যাচ্ছি, তা হলো-

"আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা-৭ || by doctorstrips ||১০% লাজুক-খ্যাঁকের জন্য।"একটি ছোট নদী ও জালের ফটোগ্রাফি"।

তো বন্ধুরা দেরি না করে আলোচনা শুরু করা যাক-

PicsArt_09-24-03.52.31.jpgনদী,জালসহ সেলফিতে আমি।
what3words location

✒️সুচনা

নদীমাতৃক দেশ বাংলাদেশ। এদেশের আনাচে-কানাচে ও সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদী।এ নদীগুলো ছোট ও বড় হয়ে থাকে। আমাদের গ্রামের পাশের ছোট নদীর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি।

IMG_20210923_130815.jpgনদী ও ঝাট জাল।what3words location

✒️নদীর নাম

আমাদের গ্রামের পাশে নদীটি।আমাদের গ্রাম থেকে ৫০০/৬০০ মিটার পশ্চিমে এই ছোট নদীটি অবস্থিত। এই নদীটির নাম হচ্ছে-

সোনামতি নদী

IMG_20210923_130806.jpgসোনামতি নদী।what3words location

✒️এর অবস্থান

বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন ১ নং চৈত্রকোল এবং ২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন জুড়ে যথাক্রমে কৃঞ্চপুর ও সিঙ্গারপাড়া মৌজায় এই নদীর উৎপত্তিস্থলের অবস্থান।

IMG_20210923_130754.jpgসোনামতি নদী।what3words location

✒️উৎপত্তিস্থল

বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্ভুক্ত রংপুর জেলার আওতাধীন পীরগঞ্জ উপজেলার ১ নম্বার চৈত্রকোল ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের "চতরা বিল" হতে এই নদীর উৎপত্তি। বর্তমান চতরা বিল বিলুপ্ত করেছে একজন ভুমিদশ্যূ।এটি বিলুপ্ত করে বর্তমান পীরগঞ্জ ইকোপার্ক বিল নামে নামকরণ করেন বিল দখলকারি ভুমি দশ্যূ।চতরা বিলে অনেক গরীব দুঃখিরা মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাতেন।

IMG_20210923_130710.jpgসোনামতি নদীতে কচুরিপানা ভাসমান।what3words location

✒️সোনামতি নদীটির বর্ণনা

সোনামতি নদীটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা বিল থেকে উৎপত্তি হয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যমুনাশ্বরীর শাখা নদী করতোয়া নদীতে পতিত হয়েছে।নদীর দৈর্ঘ্য প্রায় ১৫০ কিলোমিটার। এর প্রস্থ ৪০/৫০ মিটার জায়গা বিশেষে।সোনামতি নদীর গভীরতা ২০/২২ মিটার।ছোট বেলায় এই সোনামতি নদীতে মাছ ধরতাম খালিহাতে।চৈত্র-বৈশাখ মাসে নদীতে পানি যখন এক হাঁটু হয়ে যায়,তখন আমরা শুধু হাতদিয়েই মাছ ধরতাম-বালিয়া,চোপড়া,টাকি,পদ্না,কই,চিংড়ি,শিং,মাগুর ইত্যাদি। এখন এই নদীতে বর্ষাকালে তৌড়া জাল দিয়ে ও অন্যান্য সময় নদীর উপর ঝাট জাল সেট করে, তা দিয়ে মাছ ধরে স্থানীয় লোকজন। সোনামতি নদী ও ঝাটজালের ফটোগ্রাফি এই পোস্টে সংযুক্ত করলাম।

IMG_20210923_130620.jpgসোনামতি নদীর উপর সেটিং ঝাটজালের মাচা।what3words location

IMG_20210923_130559.jpgঝাটজাল ও নদী।what3words location

✒️উপসংহার

***পরিশেষে বলা যায় এমন একটি নদী। যা দ্বারা মানুষ অনেক উপকৃত হয়, এমন নদীর ফটোগ্রাফি করে নিজেকে গর্ববোধ করছি।কিন্তু দুঃখের বিষয় এমন উপকারি নদীটি দিনদিন ক্ষয়ে যাচ্ছে,ভরে যাচ্ছে চতুর্দিকের মাটির ধোয়ানি এসে।

ছবির উৎস

ছবি তোলাএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
লোকেশনসোনামতি নদী,পীরগঞ্জ,রংপুর,বাংলাদেশ
ক্যাটাগরিপ্রকৃতির ফটোগ্রাফি

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই আর্টিকেলটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার গ্রামের ছোট নদীর সৌন্দর্যতা অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। প্রতিটি ছবির সাথে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই ছোট নদী সোনামতি যা আপনি এত সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন। এই নদীটির নাম আমি জানতাম না দেখে খুবই ভালো লাগলো এবং প্রাকৃতিক সৌন্দর্য মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন যা দেখার মত ছিল অনেক শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে অতি চমৎকার ও মুল্যবান মতামত প্রদানের জন্য।শুভকামনা রইল।

 3 years ago 

আপনার ফটোগ্রাফির সঙ্গে লেখাগুলো অঙ্গাঅঙ্গিভাবে জড়িত অনেক সুন্দর লেগেছে ভাই।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

প্রকৃতির মাঝে একেবারে হারিয়ে গেলেন। আপনার এলাকার নদীটার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

গ্রাম বাংলার সেই চিরচেনা সৌন্দর্য । নদী, নালা, খাল, বিল। মাছ ধরার এই কৌশল অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকেও চকৎকার মতামত দেয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমাদের কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। সুন্দর ছিল আপনার উপস্থাপনা । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

সবমিলে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে, সেই সঙ্গে আপনার লেখার উপস্থাপনাও বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68338.18
ETH 2645.26
USDT 1.00
SBD 2.69