নতুন সাজে সজ্জিত ভেন্ডাবাড়ী রুপালী ব্যাংক লিমিটেড শাখা || ১০% লাজুক-খ্যাঁকের জন্য সুবিধাভোগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ || ০২ আশ্বিন,১৪২৮ বঙ্গাব্দ || ০৯ সফর,১৪৪৩ হিজরী || ১৭ সেপ্টেম্বর, ২০২১ ইংরেজি || রোজঃ শুক্রবার ||

IMG_20210909_122250.jpgব্যাংকের বাহির অংশ।what3words location

আসসালামু আলাইকুম

হ্যালো

স্টিমিটে শুধুমাত্র বাংলায় যাঁরা ব্লগিং করেন তাঁদের জন্য শ্রেষ্ঠ ব্লগিং

আমার বাংলা ব্লগ

কমিউনিটির নেতৃবৃন্দ এবং
সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

আশাকরি আপনারা সবাই কুশলে আছেন।
আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে যা ভাগ করে নিতে চাচ্ছি, তা হলো-

নতুন সাজে সজ্জিত ভেন্ডাবাড়ী রুপালী ব্যাংক লিমিটেড শাখা || ১০% লাজুক-খ্যাঁকের জন্য সুবিধাভোগ।

IMG_20210909_122334.jpgব্যাংকের সামনের রাস্তা।what3words location

IMG_20210909_122403.jpgরাস্তাসহ ব্যাংক।what3words location

তো দেরি না করে আলোচনা শুরু করা যাক।

✌️[ভুমিকা]✌️

আর্থিক লেনদেনর একমাত্র স্থান হচ্ছে ব্যাংক।আর এই দেশের সব ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ সিডিউল চারটি ব্যাংক হলো-

১.সোনালী ব্যাংক
২.রুপালী ব্যাংক
৩.জনতা ব্যাংক ও
৪.অগ্রণী ব্যাংক

IMG_20210909_122200.jpgসিঁড়ির উপরের অংশ।what3words location

IMG_20210909_122217.jpgপুরা সিঁড়ি।what3words location

✌️[ভেন্ডাবাড়ী রুপালী ব্যাংক লিমিটেড]

বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলাস্ত পীরগঞ্জ উপজেলাধীন ২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়নে ভেন্ডাবাড়ী বাজারে বেহবতপুর রোড সংলগ্ন ভেন্ডাবাড়ী রুপালী ব্যাংক লিমিটেড অবস্থিত।

রংপুর জেলার বড়দরগাহ থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে ১৭ কিলোমিটার পুর্বে,রংপুর দর্শনা মোড় থেকে ২৭ কিলোমিটার দক্ষিণে এবং পীরগঞ্জ উপজেলার খালাসপীর থেকে ১০ কিলোমিটার উত্তরে এই ভেন্ডাবাড়ী রুপালী ব্যাংকটি অবস্থিত।

IMG_20210909_121756.jpgকাউন্টার। what3words location

✌️[এ ব্যাংকে আর্থিক লেনদেন]✌️

ভেন্ডাবাড়ী এলাকা ধান চালের জন্য বিখ্যাত। এখানকার লোকের প্রধান চাষাবাদ হলো ধান চাষ।ভেন্ডাবাড়ী থেকে প্রতিদিন গড়ে ৫/৭ টি ধানের ট্রাক লোড হয় এবং ৩/৪ চালের ট্রাক রপ্তানি হয়ে থাকে।
ধান চালের ব্যাপারিরা এই ব্যাংকে লেনদেন করে।তাছাড়া আরো অনেক ব্যবসায়ী ও চাকুরিজীবীরা লেনদেন করে এই ব্যাংকে।

এই ব্যাংকে গড়ে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার লেনদেন হয়ে থাকে। এই ব্যাংক ব্যবসায়ী ও চাকুরিজীবীদের জন্য সকল প্রকার ঋণদানে ব্যবস্থা রয়েছে।

IMG_20210909_121804.jpgকাউন্টার-০১।what3words location

✌️[ভেন্ডাবাড়ী রুপালী ব্যাংক স্টাফ]✌️

ভেন্ডাবাড়ী রুপালী ব্যাংকে কর্মকর্তা ও কর্মচারির সংখ্যা বেশি নয়।কারণ ব্যাংকটি খুব বড় একটি ব্যাংক নয়।

মোট কর্মকর্তা ও কর্মচারি১৫ জন
ম্যানেজার১ জন
সিনিয়র অফিসার৩ জন
ব্যাংকার৮ জন
পিয়ন২ জন
আয়া১ জন
ম্যানেজারের নামমোঃ নায়েবুল ইসলাম

IMG_20210909_121827.jpgকাউন্টার-০২।what3words location

✌️[ভেন্ডাবাড়ী রুপালী ব্যাংকের নতুন সাজ]✌️

ভেন্ডাবাড়ী রুপালী ব্যাংক ১৯৭৮ সালে স্থাপিত হয়ে চলে আসছে এখন পর্যন্ত বেহবতপুর রোড সংলগ্ন নজরুল মিয়ার বাসার দ্বিতীয় তলায়।বর্তমান ঐ বিল্ডিংটি পুনঃসংস্কার করা হয়।তারপর ম্যানেজার সাহেব নতুন সাজে ব্যাংকটি সাজায়।

নতুন স্টাইলে সাজানোর ব্যাপারে ম্যানেজার নায়েবুল ইসলাম জিজ্ঞেস করলে, উনি বলেন "সাজা এখনো হয়নি আরো অনেক কাজ বাকী আছে।আগামী তিন মাসের মধ্যে বাকী কাজগুলো সম্পন্ন করা যাবে বলে তিনি জানান"।

IMG_20210909_121837.jpgকাউন্টার-০৩।what3words location

ব্যাংকে আগে ছিল সাদামাটা। ম্যানেজারের ছোট একটি কাউন্টার ছাড়া আর কোন কাউন্টার ছিল না।এখন কাউন্টার হয়েছে।ম্যানেজারের চেম্বারটি আরো সুন্দর করে সাজিয়েছেন ম্যানেজার নায়েবুল ইসলাম।

IMG_20210909_121904.jpgম্যানেজারের কক্ষ।what3words location

IMG_20210909_122010.jpgম্যানেজার-নায়েবুল ইসলাম।what3words location

✌️[উপসংহার]✌️

ব্যাংকটি এলাকায় থাকায় অত্র এলাকার মানুষের অনেক সুবিধা ভোগ করছে।ঠিকঠাকভাবে টাকা লেনদেনসহ লোনের ব্যবস্থা থাকার কারনে বিপদ আপদে মানুষের অনেক উপকার হচ্ছে।

ছবির উৎস

ছবি তোলাএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
লোকেশনরুপালী ব্যাংক লিমিটেড, ভেন্ডাবাড়ী শাখা,পীরগঞ্জ,রংপুর,বাংলাদেশ
ক্যাটাগরিব্যাংক

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই আর্টিকেলটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

Sort:  
 3 years ago 

ব্যাংকটির ব্যবস্থাপনা ও সজ্জিতকঠামো সবকিছু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্টের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57173.66
ETH 3067.89
USDT 1.00
SBD 2.39