"এসো নিজে করি (DIY)"|| নিরামিষ বা সাদামাটা খিচুড়ি তৈরি রেসিপি || ১০% লাজুক-খ্যাঁকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

PicsArt_10-09-12.26.42.jpg

সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশাকরি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে যা শেয়ার করতে চলেছি,তা হলো-

"এসো নিজে করি (DIY)"|| নিরামিষ বা সাদামাটা খিচুড়ি তৈরি রেসিপি || ১০% লাজুক-খ্যাঁকের জন্য।

PicsArt_10-09-12.07.28.jpg

তো বন্ধুরা দেরি না করে আলোচনা শুরু করে দেয়া যাক-

***খিচুড়ি এক ধরণের বিশেষ ও পুষ্টিকর খাবার।যা অল্প সময়ে ও অল্প খরচে তৈরি করা যায়।আর এটি তৈরি করতে কিছু উপকরণ প্রয়োজন। নিরামিষ বা সাদামাটা খিচুড়ি তৈরি করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ***

[প্রয়োজনীয় উপকরণ]

৫/৬ জন লোকের জন্য সাদামাটা বা নিরামিষ খিচুড়ি তৈরি করতে নিচের উপকরণগুলো সংগ্রহ করতে হবে-

উপকরণের নামপরিমান
চাল৫০০ গ্রাম
মসুর ডাল১৫০ গ্রাম
কাঁচা মরিচ৩/৪ টি
মসলা বাটা৫০ গ্রাম (সব মিলে)
আদা বাটা২/১ টির
লবণস্বাদ মতো
পেঁয়াজ৫০ গ্রাম
রসুন৫০ গ্রাম
হলুদচাহিদা মতো
তেজপাতা৩/৪ টি
সয়াবিন১০০ মিলিলিটার
পানি১ লিটার

[কার্য প্রনালী]

[প্রথম ধাপ]

উপরে উল্লেখিত উপকরণের পরিমান মতো চাল ও ডাল আলাদা আলাদা ধুয়ে পরিস্কার করার পর একটি পাত্রে বা রাইস কুকারের পটে ঢালবো।

[দ্বিতীয় ধাপ]

এবার উপরে উল্লেখিত পরিমান মতো সব উপকরণ গুলো এক এক করে ঐ পটে ঢেলে দেবো।

[তৃতীয় ধাপ]

পটে রাখা উপকরণগুলো খুব ভালোভাবে মিশ্রিত করার জন্য হাত দিয়ে উলোট পালোট করতে হবে।অর্থাৎ সব উপকরণগুলো মিক্সচার করতে হবে এবং তাতে ১ লিটার পানি মিশ্রিত করতে হবে।

[চতুর্থ ধাপ]

এখন পটটি রাইসকুকারে বসিয়ে দিয়ে উপরের ঢাকনা দিয়ে দেবো। তারপর কারেন্ট সংযোগ দেয়ার জন্য রাইসকুকারের সংযোগ সুইচটি অন করে দেবো সঙ্গে রাইসকুকারের সুইচ অন করে দিতে হবে।

[পঞ্চম ধাপ]

১০/১৫ মিনিট হিট বা গরম হওয়ার পর পটটির চাল ডাল গুলো নেড়ে দিতে হবে যাতে নিচে বা পটের গায়ে না লাগে। এ জন্য বার বার নেড়ে দিতে হবে।৩০/৩৫ মিনিট হিট দেয়ার পর খিচুড়ি রান্না হয়ে যাবে।এবার রাইসকুকার থেকে খিচুড়ি পটটি বের করবো।

[ষষ্ঠ ধাপ]

তৈরি হয়ে গেল-নিরামিষ বা সাদামাটা খিচুড়ি তৈরি রেসিপি। এখন পরিবেশন করার পালা।

ছবির উৎস

ছবি তোলাএন্ড্রোয়েড স্ক্রীনসট
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
এডিট এ্যাপপিক্সআর্ট এ্যাপ
ক্যাটাগরিDIY
লোকেশনরংপুর,বাংলাদেশ
what3words locationhttps://w3w.co/embrace.squeamish.highlighted

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই আর্টিকেলটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

Sort:  
 3 years ago 

আপনার খিচুরি রান্নার রেসিপি উপস্থাপন দেখে আমার অনেক ভাল লাগছে ভাই কোনটা কতোটুকু দরকার আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনাকে ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য ভাই।

 3 years ago 

নিরামিষ খিচুড়ি দেখে আমি মনে করেছিলাম আপনি সবজি খিচুড়ি রান্না করছেন। খিচুড়ি আমার খুবই পছন্দের খাবার।খিচুড়ির সবচাইতে মজার ব্যাপার হচ্ছে খুবই অল্প উপকরণ এবং সময়ে এটি রান্না করা যায়। খিচুড়ি নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই।আমারও প্রিয় খিচুড়ি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

সকল এসো নিজে করি প্রজেক্ট গুলোর মধ্যে আপনারটা সত্যিই অন্যরকম। খুব সুন্দর করে তৈরি করেছেন আপনার রেসিপি যেটি এসো নিজে করি প্রোগ্রামের মূল অন্তরায়

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ পরিশ্রম করে রেসিপি কি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য

 3 years ago 

খিচুড়ি রান্না টা বেশ ভালো উপস্থাপনা করেছেন ভাই । তাছাড়া
খিচুড়ি আমার খুব প্রিয় একটি খাবার। কারণ মাঝেমধ্যে আমরা বন্ধুরা মিলে খিচুড়ি পার্টি করে থাকি।আর অন্যান্য খাবারের চেয়ে এটি খুব অতি সহজে তৈরি করা যায়।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার খিচুড়ি রেসিপিটি একটু ভিন্নভাবে তৈরি।মনে হচ্ছে বেশ মজার ছিল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু।আপনার সুন্দর মন্তব্যের জন্য
আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57960.12
ETH 2482.73
SOL 155.31
SBD 2.43