ফুটি বা বাঙ্গির চাষাবাদ বা চাষপদ্ধতি আলোচনা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় স্টিমিয়ান বন্ধুরা কেমন আছেন সবাই। আশাকরি সবাই অনেক ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি।

বন্ধুরা এক প্রকারের শশা জাতীয় মৌসুমী ফল হচ্ছে ফুটি বা বাঙ্গি। একটি পুষ্টিকর ফল এটি।

তো এই কমিউনিটির আজকের আর্টিকেলে আমি আপনাদের মাঝে যা শেয়ার করতে চলেছি তা হলো-
ফুটি বা বাঙ্গির চাষাবাদ বা চাষপদ্ধতি।

দেরি না করে আলোচনা শুরু করা যাক-

IMG_20210730_141858.jpgwhat3words Location

DeviceSymphony Z25
Camera Regulation13 megapixel

ফুটি বা বাঙ্গি

বাংলায় নামফুটি,বাঙ্গি,কাঁকুড়,খরমুজ
ইংরেজি নামMuskmelon
বৈজ্ঞানিক নামCucumis melo
পাওয়া যায়গ্রীস্মকালে
গাছলতা জাতীয় (শশার মতো)
প্রকার২ প্রকার।চীনা ও দেশি
কাঁচায় ফুটি দেখতেসবুজ গায়ে ডোরা কাটা দাগ
পাকা ফুটি দেখতেহলুদ ফাটা ফাটা,ভিতরে ফাঁপা
স্বাস্থ্য উপকারিতাহজমশক্তিসহ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

জলবায়ু ও মাটি নির্বাচন

ফুটি বা বাঙ্গি চাষাবাদের জন্য শুষ্ক-উষ্ণ জলবায়ু সবচেয়ে বেশি উপযোগী।
সাধারনত দোআঁশ মাটি,বেলে-দোআঁশ ও পলি মাটি ফুটি চাষাবাদের জন্য উপযুক্ত মাটি।

ফুটির বীজ বপণ ও চারা রোপণ পদ্ধতি

মার্চ থেকে এপ্রিল মাসে ফুটির বীজ বপনের উপযুক্ত সময়।
জমি তিন থেকে চার বার আড়াআড়ি চাষ করে মই দিয়ে সমান করে নিতে হয়।এরপর ৫ থেকে ৬ ফুট পরপর একটি করে গোল গর্ত করে খলা বা মাদা তৈরি করতে হয়।

প্রতিটি মাদার ব্যাচ হবে ১.৫০ থেকে ২ ফুট এবং এই খলার গভীরতা হবে ১ থেকে ১.৫০ ফুট।

প্রতিটি মাদা বা খলায় ৫/৭ টি করে বাঙ্গির বীজ বপণ করতে হয়। ১৫ থেকে ২০ দিনের মধ্যে বীজ গজিয়ে চারা ৫/৬ ইঞ্চি লম্বা হলে ছোট ছোট চারাগুলো তুলে ফেলে ২/৩ চারা প্রতিটি মাদায় রাখতে হয়।

নিড়ানো
চারা বড় হয়ে লতা ছড়ানোর পুর্বমুহুর্তে ফুটি চাষের জমিতে নিড়ানী দিয়ে ছোট বড় ঘাঁস বা আগাছাগুলো তুলে ফেরতে হবে।

সার প্রয়োগ

প্রতি শতকে

সারের নামপরিমাণ
গোবর সার৪০ কেজি
ইউরিয়া২৫০ গ্রাম
টিএসপি৩০০ গ্রাম
পটাশ২০০ গ্রাম
জৈবসার১ কেজি

সার প্রয়োগ পদ্ধতি

উপরোক্ত সারের অর্ধেক পরিমান জমি তৈরির সময় আর বাকী সারগুলো গাছে যখন ফুল আসার আগে প্রয়োগ করতে হবে।

সেচ দেওয়া

ফুটি শুকনো মৌসুমের ফল।গাছের গোড়ায় নিয়মিত পরিমানমতো পানি দিতে হবে।আবার বেশি পানি দেয়া যাবে না যাতে গাছের গোড়ায় পানি জমে থাকে। তাতে গাছে পঁচাড়ি ধরে বাঙ্গির গাছ মরে যেতে পারে।

কীটনাশক প্রয়োগ

ফুটি গাছ বেড়ে ওঠার সময় যদি গাছে পোকার আক্রমন দেখা যায়।তখন প্রতিসপ্তাহে একবার এবং স্বাভাবিক অবস্থায় প্রতি ১৫ দিনে একবার করে নীম তেল স্প্রে করতে হবে।

আবার বাঙ্গি গাছে মুকুল আসার সময়ও প্রতি ৭ দিন অন্তর অন্তর নীমতেল স্প্রে করতে হবে।

বাঙ্গির ফলন

প্রতি শতক জমিতে বাঙ্গির ফলন হয় ৯০ থেকে ১১০ কেজি পর্যন্ত।

আর প্রতিটি ফুটির ওজন হয় ১ থেকে ৩ কেজি পর্যন্ত।

আমার বাঙ্গি ক্ষেতের মোবাইল ক্যামেরায় তোলা কিছু আলোকচিত্র

IMG_20210730_142015.jpgwhat3words Location

DeviceSymphony Z25
Camera Regulation13 megapixel

IMG_20210730_141909.jpgwhat3words Location

DeviceSymphony Z25
Camera Regulation13 megapixel

IMG_20210730_141813.jpg
what3words Location

DeviceSymphony Z25
Camera Regulation13 megapixel

IMG_20210730_141809.jpgwhat3words Location

DeviceSymphony Z25
Camera Regulation13 megapixel

IMG_20210730_141804.jpgwhat3words Location

DeviceSymphony Z25
Camera Regulation13 megapixel

IMG_20210730_141658.jpgwhat3words Location

DeviceSymphony Z25
Camera Regulation13 megapixel

IMG_20210730_141921.jpgwhat3words Location

DeviceSymphony Z25
Camera Regulation13 megapixel

IMG_20210730_141433.jpgwhat3words Location

DeviceSymphony Z25
Camera Regulation13 megapixel

IMG_20210730_141451.jpgwhat3words Location

DeviceSymphony Z25
Camera Regulation13 megapixel

বন্ধুরা আর্টিকেলটি ভালো লাগলে আপভোট দেবেন। এতোক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ

ধন্যবাদান্ত-
@doctorstrips

Sort:  
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে, ফটোগ্রাফির সাথে চাষের পদ্ধতিটি সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। যার এর সাথে জড়িত আশা করছি তারা উপকৃত হবেন।

 3 years ago 

সুপ্রিয় @hafizullah
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার লেখাটি সম্পর্কে সুন্দর মন্তব্য করছেন।ভাই আমি আপনাকে ফেসুকে ফ্রেন্ড রিকুয়েষ্ট করেছি।দয়াকরে এ্যাড করে নিন।আমার আইডির নাম মোঃ নায়েব আলী(ইংরেজিতে লেখা আছে)। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44