বাড়ীতে খরচ ও শ্রম ছাড়াই বারোমাসি কুল বা বরইয়ের চাষাবাদ

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ ৪ ভাদ্র,১৪২৭ বঙ্গাব্দ ;১০ মুহাররম,১৪৪৩ হিজরী;১৯ আগস্ট, ২০২১ ইংরেজি;রোজ বৃহস্পতিবার||লেবু ম্যানশন,রংপুর,বাংলাদেশ।।

আসসালামু আলাইকুম

"আম পাকে বৈশাখে,
কুল পাকে ফাল্গুনে।
ভাদ্রমাসে সেই কুল,
ফললো কেমনে?"

সুপ্রিয়

সকল স্টিমিয়ান ও স্টিমিটে একমাত্র বাংলা ব্লগ কমিউনিটি "আমার বাংলা ব্লগ"-এর
নেতৃবৃন্দ ও সদস্য বন্ধুদের প্রতি রইল মুসলমানদের শোকের মাস মুহাররমের শোকাহত ও হিজরী নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ।

কেমন আছেন সবাই?

আশাকরি সবাই অনেক ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় অনেক ভালো আছি।

আজকের আর্টিকেলে আমি আপনাদের মাঝে যে বিষয় আলোচনা করতে যাচ্ছি বা যার নাম শুনলে জিহবায় জল আসে, বিশেষকরে মেয়েদের বেলায় তা হলো- "বাড়ীতে খরচ ও শ্রম ছাড়াই বারোমাসি কুল বা বরইয়ের চাষাবাদ"সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

IMG_20210818_084842.jpgwhat3words Location

কুলের কলম চারা ও বীজের চারা দুই ধরনের পাওয়া। তবে হাইব্রীড বা ক্রস ছাড়া বারোমাসি কুল বীজের চারা অনেক ভালো। এই চারা বাড়ীতে বপণ করলেও হবে।

কুলের বীজ বপণ

বারোমাসি পাকা একটি বরই দোআশ মাটিতে পুতে রাখতে হবে বা বপণ করতে হবে। নিচের ছবির মতো।এক থেকে দেড়মাস পর উক্ত বীজ থেকে চারা গজাবে।

IMG_20210818_151452.jpgwhat3words Location

IMG_20210818_151510.jpgwhat3words Location

চারা প্রতিস্থাপণ

এই চারার বয়স যখন আবার এক থকে দেড় মাস হবে, তখন একটি নিদিষ্ট জায়গায় দোঁআশ মাটি বা যেকোন মাটিতে এই চারাটি প্রতিস্থাপণ করতে হবে।

IMG_20210818_151557.jpgwhat3words Location

IMG_20210818_151624.jpgwhat3words Location

সেবা ও যত্ন

এই চারা যত্ন ছাড়াই কোন প্রকার সার ও কীটনাশক প্রয়োগ ছাড়াই দিন দিন বেড়ে উঠতে থাকবে।তবে গরু ছাগলের হাত থেকে রক্ষার জন্য একটু ঘিরে রাখতে হবে,বেড়া দিয়ে।

IMG_20210818_081220.jpgwhat3words Location

IMG_20210818_081225.jpgwhat3words Location

বারোমাসি কুলের ফলন

বারোমাসি এসব দেশি বরইয়ের ফলন সাধারনত চারা প্রতিস্থাপণ থেকে দুই থেকে তিন বছর পর গাছে মুকুল আসা শুরু হয়।গাছে প্রচুর পরিমাণে বরই ধরে।

IMG_20210818_081232.jpgwhat3words Location

বারোমাসি বরই বলতে বছরে দুইবার বরই ধরে গাছে। এক বাংলার মাসের মাঘ-ফাল্গুনে দুই শ্রাবণ-ভাদ্র মাসে কুল ধরে ও পাকে।

IMG_20210818_081306.jpgwhat3words Location

৩/৪ ফুট গোলাইয়ের একটি বরই গাছে এক সিজনে ৮০ থেকে ১০০ কেজি কুল ফলে বা বরই ধরে। বর্তমান এক কেজি কুল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা।

IMG_20210818_081408.jpgwhat3words Location

এই রকম একটি দুটি কুল গাছ বাড়ীতে থাকলে বাড়ির চাহিদা মিটিয়ে বছরে হাজার হাজার টাকা আয় করা যায়।

IMG_20210818_081440.jpgwhat3words Location

আলোকচিত্রের বর্ণনা

ছবি সংগ্রহএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
মোবাইলের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
ক্যাটাগরিফলের চাষাবাদ
এডিটর ও ফটোগ্রাফার@doctorstrips
অবস্থানবাংলাদেশ

তো বন্ধুরা আজ এ পর্যন্তই রইল।এতোক্ষণ ধৈর্য্য ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

signature_1.gif

ধন্যবাদান্ত-

@doctorstrips
doctorstrips.steemit.png
আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটা পোস্ট। বিশেষ করে যারা বরাই চাষ করতে আগ্রহ প্রকাশ করবে তাদের জন্য বেশ কাজে লাগবে ।শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার অন্তরের অন্তরস্থল হতে একরাশ প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন। 🌹🇧🇩
সেই সঙ্গে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে, এই পোস্টটিতে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

এরকম লোভনীয় খাবার অসময়ে যেন অমৃত ফল। দারুন লাগলো ।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

প্রিয় @simaroy
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনি "আমার বাংলা ব্লগ " কমিউনিটির এই সাধারন পোস্টটিতে অসাধারণ মন্তব্য করেছেন।
ভালো থাকবেন,সুস্থ্য থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51