বাংলাদেশ সত্যি কি মরুভুমির দিকে যাচ্ছে??১০% লাজুক-খ্যাঁকের জন্য বরাদ্দ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20211015_162439.jpg

♥️স্টিমিয়ান সকল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি। ♥️

বাংলাদেশ সত্যি কি মরুভুমির দিকে যাচ্ছে??১০% লাজুক-খ্যাঁকের জন্য বরাদ্দ। এই সম্পর্কে দুইএকটি যুক্তিযুক্ত আলোচনা আপনাদের মাঝে শেয়ার করবো। আশাকরি পুর্ণ একটি ধারণাসহ অনেক ভালো লাগবে।

তো বন্ধুরা শুরু করে দেয়া যাক,,,

IMG_20211015_162416.jpg

[ ভুমিকা🖋️]

ষড়ঋতুর দেশ বাংলাদেশ।এদেশে ছয়টি ঋতু পযার্য়ক্রমে আসে যায় এবং সঙ্গে সঙ্গে প্রকৃতি ও আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে। কিন্তু সচরাচর যে আবহাওয়া বিরাজ করার কথা তার ব্যতিক্রম করে মানুষ দুর্ভোগে বা ক্ষতিগ্রস্তের স্বীকার হয়।যেমনটি ঘটছে বর্তমান আবহাওয়ায়। ব্যতিক্রম আবহাওয়া।

IMG_20211015_162409.jpg

[বর্তমান আবহাওয়া🖋️]

সাধারনত বাংলায় আশ্বিন-কার্তিক মাস বা ইংরেজি অক্টোবর মাসে বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে।অর্থাৎ নয় গরম,নয় শীত ভাব থাকে।কিন্তু প্রকৃতিতে তা ঘটছে না।নাতিশীতোষ্ণ আবহাওয়ার পরিবর্তে চরমভাবাপন্ন বা খুব গরম আবহাওয়া বিরাজ করছে।এসম্পর্কে আবহাওয়াবিদদের ভবিষ্যৎ বাণী বা মতামত তুলে ধরার চেষ্টা করছি আজকের কনটেন্ট-এ।

IMG_20211015_162323.jpg

[গত তিনদিনের গড় তাপমাত্রার তালিকা🖋️]

গত তিন দিনের বাংলাদেশ তথা রংপুর বিভাগের আবহাওয়ার তালিকা নিম্ন রূপ-

তারিখবারগড় তাপমাত্রা (সেলসিয়াসে)
১৩/১০/২০২১ ইংবুধবার৩৫°সে.
১৪/১০/২০২১ ইংবৃহস্পতিবার৩৫°সে.
১৫/১০/২০২১ইংশুক্রবার৩৬°সে.

IMG_20211015_162316.jpg

[আজকের গড় তাপমাত্রা 🖋️]

এখন বাজে সকাল ১১ টা।এ সময়ে আজকের অর্থাৎ ১৬/১০/২০২১ ইং রোজ শনিবারের তাপমাত্রা ৩০°সেলসিয়াস।কিন্তু স্বাভাবিক তাপমাত্রা যা পুর্বের জলবায়ুতে দেখা গেছে। যা প্রতি বছর থাকতো ২২°/২৩° সেলসিয়াস।

IMG_20211015_162448.jpg

[আগামী তিনদিনের গড় তাপমাত্রা🖋️]

আবহাওয়া বলতে আমরা দৈনিক তাপমাত্রার রেকর্ডকে বুঝি।আর জলবায়ু বলতে আমরা বাৎসরিক গড় তাপমাত্রাকে বুঝে থাকি।আগামী তিনদিনে রংপুর বিভাগ ও তার পাশ্ববর্তী এলাকায় সাম্ভাব্য তাপমাত্রা যা হতে পারে তার তালিকা নিম্নে দেয়া হলো-

তারিখবারগড় তাপমাত্রা (সেলসিয়াসে)
১৭/১০/২০২১ ইংরবিবার৩৫°সে.
১৮/১০/২০২১ ইংসোমবার৩৩°সে.
১৯/১০/২০২১ইংমঙ্গলবার৩২°সে.

IMG_20211015_162245.jpg

[আবহাওয়াবিদদের মতামত🖋️]

বিশ্বে বৈরী আবহাওয়া ও জলবায়ু নিয়ে বিশেষজ্ঞদের সুচিন্তিত মতামত নিচে ব্যক্ত করা হলো-

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান "জার্মান ওয়াচ" -এর ২০১০ ইং সালে প্রকাশিত "গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স (CRI)"-এর মতো--জলবায়ুর পরিবর্তন জনিত কারণে ক্ষতির তালিকায় রয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১০ টি দেশ।

IMG_20211015_162433.jpg

দেশগুলো হচ্ছে-

ক্রমিক নম্বারদেশের নাম
বাংলাদেশ
মায়ানমার
হন্ডুরাস
ভিয়েতনাম
নিকারাগুয়া
হাইতি
ভারত
ডমিনিক প্রজাতন্ত্র
ফিলিপাইন
১০চীন

IMG_20211015_162237.jpg

[ক্ষতিকর প্রভাব🖋️]

এসব ব্যপারে ক্ষতিকর দিকগুলো বা প্রভাব গুলো হলো-

১.মরুকরণ
২.বন্যা
৩.ঝড়
৪.সমুদ্র পৃষ্টের উচ্চতা বৃদ্ধি
৫.খরা
৬.লবনাক্ত বৃদ্ধি ও
৭.অস্বাভাবিক তাপমাত্রা।

IMG_20211015_162426.jpg

[মরুকরণ🖋️]

কোন দেশের ভুগর্ভস্থ পানির স্তর হ্রাস পেলে সে দেশে মরুভুমি হওয়ার সম্ভাবনা থাকে। সেদেশে দিনে দিনে বৃষ্টি পাত কমে যায়। সময়মতো আবহাওয়া ঠিক থাকে না।অনাবৃষ্টির ফলে ভুগর্ভস্থ পানি কমে যায়,ফলে পানির স্তর হ্রাস পায়।

বিশ্ব আবহাওয়া ও জলবায়ু সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে যে, বাংলাদেশ তথা উত্তরাঞ্চলে প্রায় ৮০ লক্ষ মানুষ ২০৫০ ইং সাল নাগাদ মরুভূমির সম্মুখীন হতে পারে। তারা অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান।

IMG_20211015_162254.jpg

[উপসংহার🖋️]

***পরিশেষে বলা যায় যে এমন বৈরী ভাবাপন্ন আবহাওয়া বিরাজ করলে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হবে এটাই মুল কথা।তাহলে উপরোক্ত তথ্যানুযায়ী আমরা বুঝতেছি যে আসলে বাংলাদেশ মরুভূমির দিকে ধাবিত হচ্ছে, তাই না?আপনি কি মনের করেন।আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করুন।ধন্যবাদ।

আলোকচিত্রের বর্ণনা-

ধারণকৃত ডিভাইসএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
ক্যাটাগরিআবহাওয়া
লোকেশনভেন্ডাবাড়ী,রংপুর,বাংলাদেশ
what3words locationhttps://w3w.co/sufferer.backfiring.trailers

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই কন্টেন্টটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDauYvSmU5YwaicxdjYVMkYcBBwsZr3sxcuckxrNxavhN3XSs7DQjh44G3hpr9jZrc39uGjaK1T8f6txknsMBeuQSg7W1wxsgtjoYv9iBrGdKD3on9FhF.gif

Sort:  
 3 years ago 

আপনি আবহাওয়া সম্পর্কে অনেক কিছুই খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আসলে আমাদের দেশটা সত্যিই ক্ষতির মুখোমুখি হবে এবং
অলরেডি হচ্ছে। আমাদের দেশের যে কি হবে আসলে জানা নেই আর আজকালকার জলবায়ুর কথা তো না বললেই চলে।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago (edited)

আপনার লেখার মাঝে বোল্ড লেখাগুলো ত্যাগ করবেন। শুধুমাত্র কোন টপিক অথবা ইম্পর্টেন্ট কোন কথার ক্ষেত্রে লেখাগুলো বোল্ড করবেন। এতে আপনার পোষ্টের সৌন্দর্য বেড়ে যাবে। তাছাড়া পোস্ট পড়তে ততটা আগ্রহ দেখাবে না আপনার পাঠকেরা। কারণ প্রথমে সৌন্দর্যের একটা ব্যাপার আছে।

 3 years ago 

হ্যাঁ ভাই সেই ভাবে করার চেষ্টা করবো,যেমনটি আপনি বলেছেন।সুন্দর ও পরামর্শমুলক মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আবহাওয়া সম্পর্কিত পোস্ট সত্যিই অসাধারণ। যার মাধ্যমে আমাদের জলবায়ু তাপমাত্রা বৃদ্ধি পায় সেটি খুব সহজেই আমরা বুঝতে পারছি। কিন্তু এক্ষেত্রে আমাদের কিছুই করার নাই। এসকল ক্ষতির সৃষ্টিকারী আমরা নিজেই। জলবায়ু তাপমাত্রা বৃদ্ধিতে আমাদের ভূমিকা সবথেকে বেশি। সুতরাং এ সকল ক্ষতি থেকে বেঁচে থাকতে হলে আমাদের সকলের সচেতনতা জরুরি

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভালো কাজের জন্য ভাল মন্তব্য এটাই স্বাভাবিক

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

Screenshot_2021-10-16-14-10-43-918_com.android.chrome.jpg

কিছু কিছু পোস্ট এমন এক সাইডে অর্ধেক আসে না তাই পড়তে সমস্যা হলো ভাই। তবে আমি এটা বিশ্বাস করি আপনি সব সময় ভালো পোস্ট করেন। ছবি গুলা অসাধারণ ছিল মন ছুয়ে গেল।

 3 years ago 

আসলে এই সমস্যাটা মনে হয় ব্লগচেইনের। মোবাইল ভার্সনে এই সমস্যা হয়।আপনি ক্রোম ব্রাউজারে লগিন করে ডেক্সটপ মোড করে দেখলে ফুল পেজ দেখতে পাবেন।
অনেক সুন্দর কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি আবহাওয়া সম্পর্কে অনেক কিছুই খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমাদের দেশটা সত‍্যিই ধংসের দিকে ধাবিত হচ্ছে।জলবায়ু তাপমাত্রা বৃদ্ধিতে আমাদের ভূমিকা সবথেকে বেশি। সুতরাং এ সকল ক্ষতি থেকে বেঁচে থাকতে হলে আমাদের সকলের সচেতনতা জরুরি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই।সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আবহাওয়া নিয়ে এতো গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি পোস্ট করার জন্য। আমার মনে আছে আমিও আপনাকে অনুরোধ করেছিলাম লিখার জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একদম সত্য কথা।গতকাল ডিসকর্ডে বলছিলেন।Am I right?
আপনাকেও অনেক অনেক যে আপনার অনুরোধে পোস্টটি করা।ভালো থাকবেন।সুস্থ্য থাকবেন।

 3 years ago 

আবহাওয়া সম্পর্কে আপনি সুন্দর ব্যাখ্যা করেছেন।তবে এর ক্ষতির জন্য মানুষেরাই দায়ী ।তাই মানুষকেই সচেতন হতে হবে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66670.04
ETH 3497.56
USDT 1.00
SBD 2.71