হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মহোৎসব শারদীয় দুর্গাপুজা ও কার্যক্রম || ১০% লাজুক-খ্যাঁক

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20211012_092911.jpg

আসসালামু আলাইকুম/আদাব,

স্টিমিটে একমাত্র বাংলায় ব্লগিং করার যোগ্যতম কমিউনিটি-

আমার বাংলা ব্লগ

কমিউনিটির কতৃপক্ষ এবং সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি🌹🌹 শারদীয় মহোৎসব দুর্গাপুজার প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন🌹🌹

আশাকরি সবাই ভালো আছেন এবং সুন্দর জীবন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে যা শেয়ার করতে চলেছি, তা হলো-

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মহোৎসব শারদীয় দুর্গাপুজা ও কার্যক্রম || ১০% সুবিধাভোগ লাজুক-খ্যাঁকের জন্য।

এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।আশাকরি আর্টিকেলটিসহ ফটোগ্রাফিগুলো অনেক ভালো লাগবে। তো দেরি না করে আলোচনা শুরু করা যাক।

IMG_20211012_093809.jpg

[ভুমিকা]

ধর্ম যার যার, উৎসব সবার-

বাক্যটি একদম সত্য।কারণ আমাদেের বাঙ্গালীদের আবার বিভেদ কিসের? আমরা যেকোন জাতি বা ধর্মীয় লোক হই না কেন?আমরা একে অপরের সুখ-দুঃখে অংশ নিই।তাহলে আমরা একে অপরের উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।দেশে চলছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মহোৎসব শারদীয় দুর্গাপুজা। এই পুজা সম্পর্কে দুএকটি কথা আপনাদের মাঝে ভাগ করবো।

IMG_20211012_094712.jpg

[শারদীয় দুর্গাপুজা]

আমাদের মহলায় বেশ কিছু হিন্দু সম্প্রদায় রয়েছে।প্রায় ২০০০ হিন্দু সম্প্রদায়ের লোক এই মহলায় বাস করে।এখানে প্রতিবার ২/৩ টি দুর্গা পুজার প্রতিমা তৈরি হয়ে থাকে। প্রতিবারের ন্যায় এবারো ৩ টি প্রতিমায় ৩ টি মন্ডপে তাঁরা দুর্গাপুজা পরিচালনা করছে।গত ১১/১০/২০২১ ইং রোজ সোমবার ষষ্ঠী পুজার মাধ্যমে শুরু হয় তাঁদের পুজার কার্যক্রম।

IMG_20211012_094937.jpg

[দুর্গাপুজার কার্যক্রম]

হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজা সাধারনত ৫ দিন ব্যাপি জাকজমকভাবে অনুষ্ঠিত হয়ে থাকে।কোনদিন কি পুজা হয় সে সম্পর্কে টেবিল আকারে দেয়া হলো-

তারিখও বারপুজার নামকার্যক্রম বা উদ্দেশ্য
১১/১০/২১ ইং সোমবারষষ্ঠী পুজাদেবীর আগমণ,ছত্রভঙ্গ,বোধন বা ঘটনাস্থাপণ,অধিবাস ও আমন্ত্রণ
১২/১০/২১ ইং মঙ্গলবারসপ্তমী পুজানবপত্রিকা প্রবেশ,৭মী বিহীত পুজা আরম্ভ
১৩/১০/২১ ইং বুধবারঅষ্টমী পুজামহা অষ্টমী পুজা,১২.০১ মিনিটে সন্ধি পুজা শুরু
১৪/১০/২১ ইং বৃহস্পতিবারনবমী পুজামহা নবমী,অন্নভোগ,পুজান্ন ভোগ,হোমের মধ্যদিয়ে পুজা সমাপ্ত
১৫/১০/২১ ইং শুক্রবারদশমী পুজাবিসর্জন,১০মী বিহীত পুজা ও বিসর্জন
বিদায়মড়কং,ভবেত

তথ্যাবলী সংগ্রহ-পুজায় দায়িত্বপ্রাপ্ত ঠাকুর-চন্দন দার নিকট থেকে।

IMG_20211012_094038.jpg

তিনটা পুজার মন্ডপে সুশৃঙ্খল ও জাকজমকভাবে পুজা পরিচালিত হচ্ছে।এর কয়েকটি ফটোগ্রাফি নিচে দেয়া হলো-

IMG_20211012_093056.jpg

IMG_20211012_093304.jpg

IMG_20211012_094742.jpg

ছবির উৎস

ছবি তোলাএন্ড্রোয়েড স্ক্রীনসট
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
এডিট এ্যাপপিক্সআর্ট এ্যাপ
ক্যাটাগরিদুর্গাপুজা
লোকেশনভেন্ডাবাড়ী,রংপুর,বাংলাদেশ
what3words locationhttps://w3w.co/comings.contractions.complainer

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই আর্টিকেলটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDauYvSmU5YwaicxdjYVMkYcBBwsZr3sxcuckxrNxavhN3XSs7DQjh44G3hpr9jZrc39uGjaK1T8f6txknsMBeuQSg7W1wxsgtjoYv9iBrGdKD3on9FhF.gif

Sort:  
 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই ধর্ম যার যার কিন্তু উৎসব তো সবারই। আমিও আমার সব হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে এই উৎসব ভাগ করে নিতে চাই।
সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

সুন্দর ও মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64544.47
ETH 3417.27
USDT 1.00
SBD 2.48