দেশের বিদ্যালয়গুলোতে বৃক্ষ রোপণ কর্মসুচী পালিত।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20210929_115454.jpg

আসসালামু আলাইকুম

সুপ্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আশাকরি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

দেশের বিদ্যালয়গুলোতে বৃক্ষ রোপণ কর্মসুচী পালিত এই সম্পর্কে আলোচনা আজকের আর্টিকেলে আমি আপনাদের মাঝে ভাগ করে নেব।

আশাকরি আলোচনাটি অনেক ভালো লাগবে।তো দেরি না করে আলোচনা শুরু করি, কেমন?

IMG_20210929_115301.jpg

বৃক্ষ বা উদ্ভিদ বা গাছ মানুষের পরম বন্ধু।সমাজ ও পরিবেশের একমাত্র ভরসা।এই বৃক্ষই আমাদের নিঃস্বাসের মাধ্যমে পরিত্যাগ করা কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে রিফ্রেস করে অক্সিজেন ত্যাগ করে। যা আমরা গ্রহণ করে বেঁচে থাকি।

IMG_20210929_115311.jpg

অক্সিজেন ছাড়া মানুষ কেন কোন প্রাণী বাঁচতে পারে না।তাই এই উদ্ভিদ ত্যাগ করা অক্সিজেন পেয়ে প্রাণীকুল বেঁচে থাকতে পারে।তাছাড়া সম্ভব নয়।

IMG_20210929_115308.jpg

একটি দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে মোট বনভুমির ২৫% বনভুমি দরকার। কিন্তু বাংলাদেশে বর্তমান বনভুমির পরিমান ১৭.৪০%। যা ঘাটতি ৭.৬০% রয়েছে।

IMG_20210929_115529.jpg

সে লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্দেশে দেশে হাইস্কুল,কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বৃক্ষ রোপণ করতে হবে। সেই উপলক্ষে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে
বৃক্ষ রোপণ কর্মসুচী পালিত হচ্ছে।

IMG_20210929_115529.jpg

আমাদের বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে দুটি গাছ রোপণ করা হলো। আমি ও প্রধান শিক্ষিকা আমেনা খাতুন।একটি কাঠের গাছ মেহগনি এবং আর একটি ফলের গাছ জলপাই।

IMG_20210929_115517.jpg

উপরোক্ত দুটি গাছ লাগানোর মাধ্যমে আমাদের বিদ্যালয়র বৃক্ষ রোপণ কর্মসুচী পালিত হলো।

আলোকচিত্রের বর্ণনা-

ধারণকৃত ডিভাইসএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
ক্যাটাগরিবৃক্ষ রোপণ
ফটোগ্রাফার@doctorstrips
লোকেশননিধিরামপুর,রংপুর,বাংলাদেশ
what3words addresshttps://w3w.co/sufferer.backfiring.trailers

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই কন্টেন্টটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDauYvSmU5YwaicxdjYVMkYcBBwsZr3sxcuckxrNxavhN3XSs7DQjh44G3hpr9jZrc39uGjaK1T8f6txknsMBeuQSg7W1wxsgtjoYv9iBrGdKD3on9FhF.gif

Sort:  
 3 years ago 

গাছ লাগাই পরিবেশ কে বাচায়।বৃক্ষ রোপন কর্মসুচি নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে পোস্টি লিখেছেন এবং খুব সুন্দর ফটোগ্রাফি ছিলো।ধন্যবাদ সুন্দর এই বিষয়টা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

আপনার গাছের প্রতি ভালোবাসা দেখে ভাল লাগল।
আমাদের দেশে প্রতিনিয়ত অনেক বেশি গাছ কাটা হচ্ছে আর কাজের চেয়ে অকাজেই বেশি এই গাছ কাটা চলছে। তার মাঝে আপনি কি সুন্দর গাছ লাগাচ্ছেন যা দেখে মনটা ভরে গেল। আমরা গাছের থেকে অক্সিজেন পাই আর এই অক্সিজেন ছাড়া আমরা কোনভাবেই বাঁচতে পারব না। অনেক মানুষ এই কথাটা শুনতে চায় না অথবা শুনলেও মানতে চায় না। তার মাঝে আপনি একটি ভালো কাজ করছেন যা সত্যি প্রশংসার দাবিদার।

 3 years ago 

কি সুন্দর! মুল্যবান কমেন্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার জন্য।

 3 years ago 

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনের ছোট ছোট বৃক্ষ একদিন বড় হয়ে আমাদের উপকারে আসবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে প্রতিনিয়তই বৃক্ষরোপণ করা উচিত। প্রতিটি বিদ্যালয়ে খুব ভালো একটি উদ্যোগ পালন করছে। বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে বৃক্ষরোপনের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার একটি মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

পরিবেশ রক্ষার সর্বোত্তম উপায় হলো বৃক্ষরোপন৷ অনেক ধন্যবাদ আপনাকে এই কাজে সহযোগী হিসেবে থাকার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

গাছ লাগান পরিবেশ বাঁচান। অসাধারণ একটি ছিল ভাই। এইরকম কাজ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবারই উচিত বেশি বেশি গাছ লাগিয়ে পৃথিবী টাকে সুন্দর করে তোলা।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। সুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ খুবিই দরকার। কারণ আমাদের ভারসাম্য রক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটা ভারসাম্য রক্ষা উদাহরণ দেওয়ার জন্য

 3 years ago 

সুন্দর ও গঠনমুলক মতামত দানের জন্য আপনাকে ধন্যবাদ আপু।ভালো থাকবেন।

 3 years ago 

বৃক্ষরোপণ কর্মসূচি পালন প্রতিটি বিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।শিক্ষকরা যদি বাচ্চাদেরকে বৃক্ষরোপণ সম্পর্কে জ্ঞান দান করে তাহলে তারা নিয়মিত বৃক্ষরোপণে উৎসাহিত হবে। কারণ বিদ্যালয়গুলোতে যদি এই শিক্ষা দেওয়া হয় যে গাছ তাদের পরম বন্ধু তাহলে বাচ্চারা সেটাই শিখবে। বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো হবে। ধন্যবাদ আপনাকে বৃক্ষরোপণ সম্পর্কে একটি পোস্ট তৈরী করার জন্য।

 3 years ago 

একদম ঠিক কথাই বলেছেন আপু।
মুল্যবাদ মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট করেছেন গাছ লাগান পরিবেশ বাঁচা।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

বর্তমানে গাছ লাগানো খুবই প্রয়োজনীয় একটি কাজ।এটি খুবই ভালো উদ্যোগ।দেখে ভালো লাগলো আপনার গাছ লাগানো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66646.40
ETH 3314.59
USDT 1.00
SBD 2.69